সরস্বতী পূজা ২০২৪ বাংলাদেশ [কবে,কখন ও সময়]

সরস্বতী পূজা ২০২৪ বাংলাদেশ

বাঙালী সনাতনীদের আরেক পবিত্র ধর্মীয় উৎসব সরস্বতী পূজা (Saraswati Puja)। লক্ষ লক্ষ বছর ধরে বাঙালী শিক্ষার্থীরা এই পূজা করে আসছে। আজকে এই খবরে আপনারা সরস্বতী পূজা ২০২৪ বাংলাদেশ এর তারিখ, দিন ক্ষন সব বিস্তারিত জানতে পারবেন।

এই বছর অর্থাৎ ২০২৪ সালে কখন সরস্বতী পূজা পালন করা হবে তা জানতে পারবেন এই আর্টিকেলে। সরস্বতী পূজা একটি জনপ্রিয় উৎসব যা বিশ্বের কোটি কোটি সনাতন (হিন্দু) ধর্মালম্বিরা করে থাকে। প্রতি বছর বসন্ত পঞ্চমীতে এই পূজা উদযাপিত হয়।

সরস্বতী পূজা ২০২৪ বাংলাদেশ | Saraswati Puja 2024 date Bangladesh

Saraswati devi pic

আরও জানুনঃ হিন্দু সংস্কৃতির উপর মাস্টারপিস গান প্রকাশ – সবচেয়ে জনপ্রিয় বিদেশি গায়ক

আরও পড়ুনঃ  দই এর ইতিহাস: নবদ্বীপের লালদই [আবিষ্কর্তা ও ইতিহাস]

এই পূজা পূর্ব ভারত, উত্তর-পশ্চিম বাংলাদেশ, নেপাল এবং অন্যান্য দেশে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই পার্বনটি প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয়।

মা সরস্বতীকে বিদ্যার/শিক্ষার দেবী হিসেবে বিবেচনা করা হয়। কেনো করা হয় তা জানার জন্য আমি নিচে ভিডিও দিয়ে দিব।

বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়। মা সরস্বতীকে বিদ্যাদায়িনী ও হংসবাহিনী বলা হয়।

সরস্বতী পূজা আয়োজনের চিন্তা যা শিক্ষার্থীদের মধ্যে আবেগ বৃদ্ধি করে এবং শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করে। সরস্বতী পূজা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ নিষ্ঠার সাথে ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত হয়।

আরও পড়ুনঃ দেবী দুর্গার ইতিহাস এবং দূর্গা পূজার অজানা রহস্য, যা আপনাকেউ ভাবতে বাধ্য করবে

আরও পড়ুনঃ  হিন্দু সংস্কৃতির উপর মাস্টারপিস গান প্রকাশ - সবচেয়ে জনপ্রিয় বিদেশি গায়ক | জেনে নিন তাদের সম্মন্ধে

সরস্বতী পূজায় মা সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়। এই দিনে শিশুদের হিন্দু রীতি অনুযায়ী তাদের প্রথম শব্দ লিখতে শেখানো হয়। সবাই এই পার্বণকে খুব মজা ও উৎসাহের সাথে উপভোগ করে। এই দিনে হলুদ রঙের পোশাক পরার রেওয়াজ আছে।

২০২৪ সালের সরস্বতী পূজা কত তারিখ | Saraswati Puja 2024 in Bangladesh

উৎসবের নামদিনউৎসবের তারিখ
সরস্বতী পূজাবুধবার১৪ ফেব্রুয়ারী ২০২৪

 সরস্বতী পূজার সময় :
পঞ্চমীর তিথি শুরু  : 14:40 – 13 ফেব্রুয়ারী 2024
পঞ্চমীর তিথি শেষ : 12:10 – 14 ফেব্রুয়ারী 2024

সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র

ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ।। – এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেয়ার নিয়ম রয়েছে। 

আরও পড়ুনঃ  আধ্যাত্মিকতায় নারীকে ভোগ করা বলতে কী বোঝায়? - Educational Purposes

সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। 

অজানা সরস্বতী।

FAQs

  1. বৈদিক শাস্ত্রমতে সরস্বতী কে?

    সনাতনীদের বৈদিক শাস্ত্রমতে পরমেশ্বরের একটি গুণবাচক (সর্বজ্ঞানী) নাম সরস্বতী। ব্যাকরণগত বিশ্লেষণে করলে সরস্বতী অর্থ “সরো বিবিধ জ্ঞানং বিদ্যতে যস্যাং সা সরস্বতী

    অর্থাত্‍ঃ যিনি সমগ্র বিশ্বকে দেখেন,দর্শনীয় করান,যিনি সকল শোভার শোভা,যিনি বেদাদী শাস্ত্র,ধার্মিক বিদ্বান এবং যোগীদের সাধনার একমাত্র লক্ষ্য তাঁর নাম সরস্বতী।

Asha kori ei lekhati apnader valo legeche. Emn aro lekha pete amader sathe zikto thakun. amader Whatsapp Group link diye dilam.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link