Dhaka University IBA Admission circular 2023-2024 এবং DU IBA Question

IBA Admission circular 2023-2024

Dhaka University IBA Admission circular 2023-2024 সেশনের জন্য ফুল টাইম ও পার্ট টাইম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি iba-du.edu এবং admission.eis.du.ac.bd এর মাধ্যমে DU IBA BBA ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে পারেন। আবেদন ফি ১২৫০/ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে।

Dhaka University IBA Admission circular 2023-2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনলাইনে ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। DU IBA 32 তম ব্যাচে ভর্তি যা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তির প্রথম ধাপ হল অনলাইন আবেদন। অনলাইন আবেদন নির্দেশাবলী এখানে উল্লেখ করা হয়েছে। আরও, প্রয়োজনীয়তা এবং অন্যান্য তথ্য উল্লেখ করা হয় এই বিজ্ঞপ্তিতে। DU MBA আবেদন অনলাইনে ২৬ নভেম্বর ২০২৩ এর মধ্যে করা যাবে।

Dhaka University IBA কী?

Dhaka University IBA Admission circular 2023-2024 এবং DU IBA Question
Dhaka University IBA Admission circular 2023-2024 এবং DU IBA Question

আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অনন্য ইউনিট। সমস্ত IBA আবেদনকারীদের মধ্যে মাত্র কয়েকজন সুযোগ পায়। এছাড়াও এই আইবিএ ইউনিটের জন্য বিদেশ থেকে শিক্ষার্থীরা আসে। IBA মানে হল ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। শুধুমাত্র সায়েন্স এবং বিজনেস স্টাডিজ শিক্ষার্থীরা IBA ইউনিটের জন্য আবেদন করতে পারবে। এই আইবিএ ইউনিটে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়ে থাকে।

Dhaka University – DU IBA Admission 2024

ইউনিটবিষয়তারিখ ও সময়ইভেন্টের অবস্থা
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটআবেদন ও ফী প্রদান18 December 2023 12:00 PM
to
5 January 2024 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়23 February 2024 11:00 AM
to
23 February 2024 12:30 PM
ব্যবসায় শিক্ষা ইউনিটআবেদন ও ফী প্রদান18 December 2023 12:00 PM
to
5 January 2024 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়24 February 2024 11:00 AM
to
24 February 2024 12:30 PM
চারুকলা ইউনিটআবেদন ও ফী প্রদান18 December 2023 12:00 PM
to
5 January 2024 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়9 March 2024 11:00 AM
to
9 March 2024 12:30 PM
আইবিএ ইউনিটআবেদন ও ফী প্রদান1 January 2024 04:00 PM
to
22 January 2024 03:30 PM
সময় শুরু হয়েছে
পরীক্ষার সময়10 February 2024 10:00 AM
to
10 February 2024 12:00 PM
বিজ্ঞান ইউনিটআবেদন ও ফী প্রদান18 December 2023 12:00 PM
to
5 January 2024 11:59 PM
সময় শেষ হয়েছে
পরীক্ষার সময়1 March 2024 11:00 AM
to
1 March 2024 12:30 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে বিবিএ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ 2023-24 শিক্ষাবর্ষের ৩২২ তম ব্যাচের ভর্তি পরীক্ষার তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষা ২০২৩: খাতা দেখা নিয়ে ২ টি সুখবর

Dhaka University IBA Admission Requirements

  • যে ছাত্ররা 2021 সালে তাদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
  • এবং 2023 সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা শুধুমাত্র 2023-24 শিক্ষাবর্ষে DU IBA ভর্তির জন্য আবেদন করার যোগ্য।
  • SSC এবং HSC GPA (4র্থ বিষয় সহ) ন্যূনতম 8.00 হতে হবে।

Online ফর্ম পূরণ করার নির্দেশনা

ভিজিট করুন- admission.eis.du.ac.bd
লগইন ক্লিক করুন
এখন শিক্ষার তথ্য পূরণ করতে হবে (এসএসসি রোল, এইচএসসি রোল এবং পাসের বছর)
এখন, ব্যক্তিগত এবং অন্যান্য তথ্য পূরণ করুন

আইবিএ ভর্তি পরীক্ষার সিলেবাস

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা যাবে। IBA Dhaka University ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কখনোই অনুমোদিত নয়।

ইংরেজি সিলেবাস

  • Grammar
  • Vocabulary
  • Reading (comprehension)
  • গ্রামার শেখার জন্য Cliff’s TOEFL শুরু থেকে শেষ পর্যন্ত অসম্ভব মনোযোগ দিয়ে পড়তে হবে। খুঁটিনাটি সব গ্রামাটিক্যাল রুলস খুব ভালভাবে জানতে হবে।
  • Barron’s SAT থেকে Sentence Correction & Error Detection এই অংশগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। SAT-এ প্রায় ৩৫০০ শব্দের ভোক্যাবুলারি লিস্ট আছে, সেগুলো যদি আপনি সব শিখে ফেলতে পারেন ,তাহলে খুব ভাল করবেন।
  • SAT এর High Frequency 400 word একদম memorize করতে হবে।
  • Analogy, Sentence Completion এগুলো GRE Big Book থেকে পড়তে হবে।
  • পাশাপাশি Word Smart বইটি অনেক সাহায্য করবে আপনাদের।
  • Reading Comprehension, Fill in the blanks এগুলো IBA DU এর বিগত বছরের প্রশ্নগুলো বারবার সলভ করো, পাশাপাশি Cliff’s TOEFL & Barron’s SAT থেকেও সলভ করতে পারেন।
আরও পড়ুনঃ  Masters Exam Routine 2024: ন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স রুটিন ২০২৪

IBA গণিত 

  • Algebra
  • Arithmetic
  • Geometry

(এগুলো সবই মাধ্যমিক পর্যায়ের অঙ্কের নিয়ম অনুযায়ী)।

  • Mentors’ Math Q Bank এই বইটির ভাল। Algebra, Arithmetic, Geometry প্রত্যেকটি অংশ বারবার অনুশীলন করবে।
  • এছাড়া বিগত বছরের IBA DU-র গণিতের প্রশ্নগুলো বারবার সলভ করতে হবে।
  • GMAT & Barron’s SAT এর গণিতের অংশগুলো practice করতে হবে।

IBA Analytical অংশ

  • Puzzle Solving
  • Critical Reasoning
  • Data Sufficiency
  • GRE Big Book এনালিটিকাল অনুশীলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। এখানে ৩০০+ পাজল আছে, যেখান থেকে question প্রতি বছর ই repeat হয় IBA Dhaka University’র exam এ
  • Critical Reasoning এর জন্য GRE Big Book & GMAT এ দুটো বই আপনি অবশ্যই practice করবেন।

মৌখিক পরীক্ষা (IBA Viva)

চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের প্রায় ১৫০% ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, তাদের মধ্যে ১০০% নির্বাচন করা হবে। সুতরাং, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বেশিরভাগই প্রোগ্রামের জন্য সুযোগ পাবেন। নীচে ইন্টারভিউ বোর্ডে সাধারণত জিজ্ঞাসিত কয়েকটি প্রশ্ন রয়েছে:

  • তোমার সম্পর্কে কিছু বল
  • আপনি কেন এমবিএ করতে চান?
  • আপনার একাডেমিক ট্র্যাক আমাদের সাথে মেলে না। কিভাবে আপনি এটি ব্যাখ্যা করবেন?
  • আপনার ক্যারিয়ার পরিকল্পনা কি?
  • প্রবেশ করতে না পারলে কী করবেন?
আরও পড়ুনঃ  অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩ | অনার্স ফরম ফিলাপ 2023

সাক্ষাতকারীর সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি মূল্যায়ন করেন:

  • ইংরেজীর উপর দক্ষতা
  • যুক্তি
  • আত্মবিশ্বাস
  • চেহারা

DU IBA BBA তে খরচ কেমন?

আনুমানিক 6,25,000/ টাকা। সকল শিক্ষার্থীকে ৮ সেমিস্টারের জন্য ৪ বছরের বিবিএ প্রোগ্রামের জন্য টিউশন এবং অন্যান্য ফি প্রায় 6,25,000/- টাকা দিতে হবে।

Dhaka University IBA Marks Distribution

Dhaka University IBA Marks Distribution
Dhaka University IBA Admission circular 2023-2024 এবং DU IBA Question

শিক্ষার্থীরা প্রায় ৭৫টি MCQ উত্তর দিতে ৯০ মিনিট সময় পায় এবং তারপরে ৩০ মিনিটের বর্ণনামূলক লেখার পরীক্ষা হয়। প্রতিটি প্রশ্নের জন্য এক মিনিট। কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে অনেকগুলি, বিশেষ করে কিছু গণিত এবং বিশ্লেষণাত্মক দক্ষতা থেকে, আরও সময় লাগবে। এই সমস্যার একটি সাধারণ সমাধান হল ইংরেজি বিভাগের দ্রুত উত্তর দেওয়া যাতে আপনি অন্য দুটিতে আরও বেশি সময় ব্যয় করতে পারেন।

আইবিএ ইউনিটের আবেদন ফি ১২৫০ টাকা

DU  IBA এর সিট সংখ্যা কত?

ঢাবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৪৮৫৩ জন প্রার্থী ১২০টি আসনের বিপরীতে প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, যার ফলে প্রতি পদে গড়ে ৪০ জন আবেদনকারী।

Dhaka University IBA Apply

যে সমস্ত আবেদনকারীরা ইতিমধ্যেই ঢাবির বিভিন্ন ইউনিটে আবেদন করেছেন, তাদের আবার মৌলিক তথ্য পূরণ করতে হবে না, তবে সরাসরি আইবিএ ইউনিটে যান এবং তাদের পোর্টালে লগ ইন করার পরে (তাদের বিদ্যমান সমমানের সার্টিফিকেট আইডি ব্যবহার করে) “আবেদন করুন” এ ক্লিক করুন। https://admission.eis.du.ac.bd

Dhaka University IBA Admit Card Download

আবেদনকারীদের আবেদন ফি জমা দেওয়ার ন্যূনতম দুই কার্যদিবসের পরে IBA ভর্তির ওয়েবসাইট (http://iba.univdhaka.edu) পুনরায় ভিজিট করতে হবে এবং “প্রবেশ কার্ড” মেনুতে ক্লিক করতে হবে। তারপর, পেস্লিপে দেওয়া ‘পিন নম্বর‘ ইনপুট করুন এবং আপনার কীবোর্ডের ‘ট্যাব‘ বোতাম টিপুন।

IBA Admission Result যেভাবে পাবেন

IBA আবেদন পূরণ করার পরে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই তাদের প্রবেশপত্র IBA ভর্তি পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। এখান থেকে আপনি আইবিএ অ্যাডমিট কার্ড (http://iba.univdhaka.edu) ডাউনলোড করতে পারেন। আইবিএ ভর্তিতে অনেক প্রার্থী আছে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক। কিন্তু এই আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে কঠিন ভর্তি পরীক্ষা। এই আইবিএ ভর্তির জন্য আপনাকে সেরা প্রস্তুতি নিতে হবে।

IBA ভর্তি পরীক্ষা হবে ৩ ঘন্টার। পরীক্ষা শুরু হবে 03:00 PM এবং এটি চলবে 06:00 PM পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে পরীক্ষার প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আর পরীক্ষা শেষ না করে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল ত্যাগ করতে পারবে না।

আশাকরি আপনাদের Dhaka University IBA Admission circular 2023-2024 এই পোষ্টটি খুব উপকারে এসেছে। যদি তাই হয় তবে আপনারা এটিকে আপনাদের গ্রুপে শেয়ার করতে পারেন। এছাড়া অন্যান্য খবর পড়তে আমাদের মূলপাতা ঘুরে আসুন। আমাদের Whatsapp group এ যুক্ত হোন।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link