এইচএসসি পরীক্ষা ২০২৩: খাতা দেখা নিয়ে ২ টি সুখবর

এইচএসসি পরীক্ষা ২০২৩ খাতা দেখা নিয়ে ২ টি সুখবর

প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি পরীক্ষা ২০২৩ এর খাতা দেখা নিয়ে দুইটি সুখবর দিল শিক্ষকরা। কি সুখবর আমরা তা আলোচনা করছি নিচে।

এইচএসসি পরীক্ষা ২০২৩ খাতা দেখা নিয়ে ২ টি সুখবর

দেশে বর্তমানে HSC পরীক্ষার 2023 খাতা দেখার কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষকরা দিনরাত খুব কষ্ট করে পরিক্ষার খাতার দিকে তাকিয়ে আছেন। আমরা জানতে চেয়েছিলাম পরীক্ষার খাতা কেমন ভাবে দেখছে শিক্ষকরা। তারা আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

এইচএসসি পরীক্ষা ২০২৩

যা শিক্ষার্থীদের জন্য সুখবর বয়ে আনবে। বর্তমানে তাদের যে সকল বিষয়গুলো পরীক্ষা আগে হয়েছে তার খাতা বা উত্তর পত্র দেখছে শিক্ষকরা।

বিশেষ করে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র,যুক্তিবিদ্যা প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, সহ কয়েকটি বিষয় শিক্ষকদের কাছে পৌঁছে গেছে। শিক্ষকরা বলেন আমাদের কাছে খাতে এসেছে, যেখান থেকে আমরা খাতা গুলো দেখছি। বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৩০০ থেকে ৪০০ এসেছে।

আরও পড়ুনঃ  এসএসসি শর্ট সাজেশন 2024 (বাংলা ২য় পত্র) - পড়ুন

কিন্তু গ্রুপ সাবজেক্টে যে সকল শিক্ষক খাতা পেয়েছে, তারা বলে আমাদের কাছে ২০০ থেকে ২৫০টি খাতা এসেছে।

পড়ুন>>>

কিভাবে শিক্ষকরা নাম্বার দিয়েছে এমন প্রশ্ন করলে শিক্ষকরা বলেন আমরা খুব সুন্দরভাবে নাম্বার দিচ্ছি।

স্বাভাবিকভাবে যেভাবে মূল্যায়ন করার কথা আমরা সেভাবেই মূল্যায়ন করছি। অতিরিক্ত কোন সুযোগ সুবিধা প্রদান করছি না।

তবে কয়েক নম্বরের জন্য যদি শিক্ষার্থী পাশ মিস করে তাদের খাতা গুলো আমরা আরো একবার দেখছি।

যেখানে আমরা তাদেরকে পাশ করে দিতে পারে কি না, সে বিষয়টি আমরা নজরে রাখছি। জাতে তাদের সাহায্য করা যায়।

আরও পড়ুনঃ  এইচএসসি ২০২৩ পরীক্ষায় অনেক শিক্ষার্থী ফেল! কি বললেন শিক্ষকরা? জানতে দেখুন এখানে

এক্ষেত্রে যদি দুই এক নম্বর আমরা খাতার মধ্যে দিয়ে তাদেরকে পাস করে দিতে পারি সেটা আমরা করে দিচ্ছি।

পড়ুন>>>

শিক্ষকরা বলেন প্রথম ও দ্বিতীয় পত্র যেহেতু মিলিয়ে পাস তাই আমরা যদি প্রথম পত্র একটু খারাপ ওর রেজাল্ট দেখে বা দ্বিতীয় পত্র যদি খারাপ দেখি আশা করা যাচ্ছে, পরবর্তীতে তাকে সেটা মিলিয়ে পাশ করে দেওয়া হবে। তবে আমাদের মূল টার্গেট রয়েছে, শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা।

আমরা নরমাল ভাবে যেভাবে খাতা দেখি, কলেজে পরীক্ষা গুলোতে সে রকম ভাবে আমরা খাতা দেখছি না। আমরা খুব সহজ ভাবে দেখছি। যে রকম থাকে নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে প্রদান করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ডিগ্রি ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৩ কত টাকা এবং কি কি লাগবে

ব্লগের শেষ কথা:

আমি বলতে চাই যে, যে যেমনই পরিক্ষা দিয়েছেন আপনারা নিশ্চিন্তে থাকুন, ভালো ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা চিন্তিত হবেন না।

নিত্যনতুন শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন। ধন্যবাদ।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link