Medical admission 2024 date: মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে ২০২৪

Medical admission 2024 date

Medical admission 2024 date: ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি নীতিমালায় আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নপত্র বিতরণ সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া মেডিকেল ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা, প্রবেশপত্র ডাউনলোডের তারিখ এবং ভর্তি পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি সহ অন্যান্য ফি বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Medical admission 2024 date

  • Application Start: 11 January 2024
  • Application Deadline: 23 January 2024
  • Admit Card Download: 5-7 February 2024
  • Admission Test Date: February 9, 2024
  • Application Link: dgme.teletalk.com.bd

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৪ সালের জন্য বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, এমবিবিএস কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি/নীতি প্রকাশ করেছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত ভর্তি নীতিমালাটি ছিল। ৩ জানুয়ারী প্রকাশিত হয়েছে এটি। মেডিকেল ভর্তি নীতিতে ভর্তির আবেদনের সময়সূচী, ভর্তির যোগ্যতা, পরীক্ষার সিলেবাস, প্রশ্ন বিতরণ এবং ভর্তি ফি সহ সমস্ত বিষয় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ / ভর্তি পরীক্ষার তারিখ

অনলাইন মেডিকেল ভর্তির আবেদন ১১ জানুয়ারি থেকে শুরু হবে। ভর্তির আবেদন করা যাবে ২৩ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। ৫ ফেব্রুয়ারির মধ্যে আপ টু ডেট অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন ও ভর্তির ফলাফল দেখার ঠিকানা: http://dgme.teletalk.com.bd/

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির যোগ্যতা, সিলেবাস এবং প্রশ্নপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য নিচের অনুচ্ছেদে পড়ুন।

Medical exam 2024 / মেডিকেল ভর্তি আবেদনের যোগ্যতা

নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা 2023-2024 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

  • ১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • ২. ২০২৩ সাল অথবা ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ৩. এইচএসসি/সমমান পরীক্ষায় পাশের পূর্ববতী ০২ (দুই) শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ৪. উভয় পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
  • ৫. সকলের জন্য এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৪.০০ জিপিএ থাকতে হবে।
  • ৬. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।
  • ৭. উপজাতীয় ও পাবর্ত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেতে এসএসসি সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষা মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না’।
আরও পড়ুনঃ  বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪, মার্চের ৮ থেকে পরিক্ষা

বিদেশি শিক্ষা গ্রহণকারীদের জন্য

ও-লেভেল/এ-লেভেল এসএসসি/এইচএসসি সমমানের পরীক্ষার মতো বিদেশী শিক্ষা সম্পন্ন করা বাংলাদেশী নাগরিকরা তাদের মার্কশিটকে বাংলাদেশে বিদ্যমান জিপিএ-তে রূপান্তর করে এবং সমতা শংসাপত্র পাওয়ার পর অনলাইনে আবেদন করতে পারেন।

সেক্ষেত্রে তাদেরকে পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সহ আবেদন (স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কক্ষ নং ২০৪) করে Equivalence Certificate সংগ্রহ করার সময় আইডি নম্বর নিতে হবে।

সমমানের সার্টিফিকেট সংগ্রহ করতে হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই সত্যায়িত কপিসহ আনতে হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার যোগ্যতা 2024 এর মানবন্টন

২০২৪ সালের মেডিকেল ভর্তিতে মোট ১০০ (একশত) নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ টি এমসিকিউ প্রশ্নের লিখিত পরীক্ষা ১ (এক) ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে।

বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষায় নম্বর বণ্টন

জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজী-১৫ ও সাধারণ জান (বাংলাদেশের ইতিহাস)-১০ নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত (এমসিকিউ) পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে তাকে অকৃতকার্য বলে গণ্য করা হবে। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকার ফলাফল প্রকাশ করা হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে

লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষা রেজাল্ট (জিপিএ) এর যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর ধরে নিম্নোক্ত উপায়ে মূল্যায়ন করা হবে।

  • ক) এসএসসি/ সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ = ৭৫ নম্বর (সর্বোচ্চ)
  • খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ – ১২৫ নম্বর (সর্বোচ্চ)
আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৩-২০২৪

পূর্ববতী বছরের অর্থাত ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বমোট নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর বাদ দিয়ে এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ/ ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের মোট ১০ (দশ) নম্বর বাদ দিয়ে মেধা তালিকা প্রণয়ন করা হবে। মোট ৩০০ নম্বর (পরীক্ষা ১০০ + উভয় পরীক্ষার জিপিএ ২০০) এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে।

SubjectMarks
Biology30
Chemistry25
Physics20
English15
Bangladesh History & Liberation War10
Total Marks100
Total Time1 Hour
Wrong Answer Deduction0.25
Pass Mark40
Marks Distribution

ভর্তি পরিক্ষার নীতিমালা

পরিক্ষা কেন্দ্র

College CodeM Abdur Rahim Medical College, Dinajpur
13Bangabandhu Sheikh Mujib Medical College, Faridpur.
15Chanograin Medical College, Chattogram
18Cumilla Medical College, Cumilla
19Dhaka Medical College, Dhaka
21Khulna Medical College, Khulna
23Shaheed Suhrawardy Medical College, Dhaka
24M.A.G. Os man i Medical College, Sylhet
26Mugda Medical College, Dhaka
27Mymensingli Medical College, Mymensingh
31Pabna Medical College, Pabna
33Rajshalii Medical College, Rajshahi
35Rangpur Medical College, Rangpur
42Sher-E-Bangla Medical College, Barishal
38Shaheed Suhrawardy Medical College, Dhaka
39Shaheed Syed Nazrul Islam Medical College, Kishoreganj
41Shaheed Ziaur Rahman Medical College, Bogura
46Sheikh Sayera Khatun Medical College, Gopalganj
47Sir Salimullah Medical College, Dhaka
99Dhaka Dental College, Dhaka
Exam Centers

MBBS Admit Card Download

MBBS Admit Card Download
Medical admission 2024 date: মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে ২০২৪

এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাচ্ছে। এখন আপনি এখান থেকে সহজেই MBBS অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র পেতে, নিচের নির্দেশাবলী অনুসরণ করুন।

বিভিন্ন মেডিকেল কলেজ ও আসন সংখ্যা

Number of different medical colleges and seats
Medical admission 2024 date: মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে ২০২৪

এমনই আরও শিক্ষামূলক অন্যান্য খবর পড়তে আমাদের মূলপাতা ভিজিট করুন। এছাড়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের WhatsappGroup যুক্ত থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link