ISDB-BISEW: বিনামূল্যে সাড়ে আট মাসের জন্য iT প্রশিক্ষণ | সাথে আছে কর্মসংস্থানের বড় সুযোগ

ISDB-BISEW Scholarship

ISDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম নন-আইটি ব্যাকগ্রাউন্ড স্নাতকদের জন্য বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।  চাকরির বাজারের সাথে তাল মিলিয়ে এই কোর্সটি পরিচালিত হয়। 

এই কার্যক্রমের আওতায় যারা কোর্স সম্পন্ন করেছেন তারা দেশে ও বিদেশে সফলতার সাথে কাজ করছেন। ISDB-BISEW হল বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের যৌথ উদ্যোগ। 2003 সালে প্রতিষ্ঠার পর থেকে, 11,600 এরও বেশি শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে।

এই ISDB-BISEW প্রোগ্রামের বিশেষ সুবিধা | isdb-bisew it scholarship programme

আরও পড়ুনঃ  ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির গেজেট প্রকাশ [Google Drive Link]

ISDB-BISEW Scholarship আবেদনের যোগ্যতা

স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিকস/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার, আইনজীবী ও চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

Notes: স্কলারশিপ–সম্পর্কিত তথ্য জানতে ভিজিট করুন: isdb-bisew.org/it-scholarship-programme

৬০তম রাউন্ডে আবেদনের সময় ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য ভিজিট করুন apply.isdb-bisew.info। বিস্তারিত তথ্য জানতে এই ওয়েবসাইট ভিজিট করুন isdb-bisew.org। 

আরও পড়ুন

আরও পড়ুনঃ  এসএসসি শর্ট সাজেশন 2024 (বাংলা ২য় পত্র) - পড়ুন

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link