সরকারের ইশারায় দাম কমলো মোবাইল ইন্টারনেটের – কি বললেন সরকার!

দাম কমলো মোবাইল ইন্টারনেটের: দেশে নির্বাচনের আগে মোবাইল ইন্টারনেটের দাম বাড়ানোর সরকারবিরোধী চক্রান্ত মন্তব্য করে ডাটা প্যাকেজে সংশোধন এনে দাম কমানোর নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি দেশের টেলিকম অপারেটরদের উদ্দেশে বলেন, বাংলাদেশে ব্যবসা করতে হলে অবশ্যই দেশের মানুষের পাশে থাকতে হবে।

৫ নভেম্বর রবিবার ঢাকার আগারগাঁওয়ে প্রশাসনিক এলাকায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান কার্যালয়ে দেশের মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এসকল কথা বলেন।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, কমিশনার এর কমিশনার সহ বৈঠকে অন্যান্য কর্মকর্তারা এবং মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মিটিং এ মন্ত্রী ১০ নভেম্বরের মধ্যে ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর জন্য সব মোবাইল অপারেটরকে কড়া নির্দেশ দেন। কোম্পানিগুলো ডাটা প্যাকেজ সংশোধন করে দাম কমানোর আশ্বাসও দিয়েছে।

আরও পড়ুনঃ নভেম্বর মাসেই শেষ করতে হবে বার্ষিক পরীক্ষা, জানালো শিক্ষামন্ত্রণালয়! কিন্তু কেনো?
দাম কমলো মোবাইল ইন্টারনেটের – কিভাবে কি?
বৈঠক শেষে মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ৮ নভেম্বরের মধ্যে টেলিটক এবং ১০ নভেম্বরের মধ্যে অন্য সব অপারেটরকে সভার নির্দেশনা মেনে চলতে হবে। আশা করি,অপারেটররা বুঝতে পারবেন। তারা ৯৫টি প্যাকেজ ৪০টিতে কমিয়ে ইন্টারনেটের দাম বাড়াবে না।

আরও পড়ুন: ইউরেনাসের আরোরা, ধারনা দিতে পারে এলিয়েন সম্পর্কে! কি বলছে বিজ্ঞানীরা – জানুন।

১৫ অক্টোবর থেকে গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে ৩ দিন এবং ১৫ দিনের ডেটা প্যাকেজ বাতিল করা হয়েছে।

বর্তমানে, গ্রাহকরা ৭ এবং ৩০ দিন এবং সীমাহীন(আনলিমিটেড) প্যাকেজ কিনতে পারেন। এদিকে আগামী ৮ নভেম্বর বুধবার রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক ডাটা প্যাকেজে সংশোধনী এনে দাম কমাবে বলে জানা গেছে। এবং কমিয়েছেও।

আরও পড়ুনঃ Myanmar Civil War 2024: রোহিঙ্গা সংকট আরও দীর্ঘায়িত হবে, কি বলছে সরকার – জানুন বিস্তারিত
তবে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ইন্টারনেটের দাম কমাবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত হলে আমরা এখানে আপনাদের জানিয়ে দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *