লোকেশন গোপন রাখুন হোয়াটসঅ্যাপে – পদ্ধতিটি শিখে নিন [Whatsapp]

লোকেশন গোপন রাখুন হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ, আজকাল যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তারা বর্তমানে একটি নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছে। যেটির সাহায্যে অন্যের সাথে অডিও-ভিডিও কলে কথা বলার সময় নিজের লোকেশন Hide(লুকিয়ে) রাখা যায়।

মূলত, হোয়াটসঅ্যাপে কল করার সময়, আইপি (IP) অবস্থান পর্যালোচনা করে কলের অপর প্রান্তে থাকা ব্যক্তির অবস্থান সম্পর্কে জানা যায়।

আর এই পদ্ধতি ব্যাবহার করে হ্যাকাররা আইপি অ্যাড্রেস ব্যবহার করে অপরিচিত লোকজনকে ফোন করে তাদের অবস্থান ঠিকানা সংগ্রহ করে সাইবার আক্রমণ চালিয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ সম্প্রতি তাদের সেটিংসে আইপি সুরক্ষা বৈশিষ্ট্য(ফিচারস) যুক্ত করেছে যাতে এইসব অহেতুক ঘটনা না ঘটে।

এই ফিচার হোয়াটসঅ্যাপে CALL করার সময় আইপি লোকেশন লুকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলস্বরূপ, অ্যাপটির ব্যবহারকারীরা আরও ভাল এবং আরও গোপনীয়তার সাথে WhatsApp ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ  ভিশন ফ্রিজ ৮ সেফটি দাম কত | ভিশন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2023

হোয়াটসঅ্যাপে যেভাবে এই ফিচারটি চালু করবেন

হোয়াটসঅ্যাপ রিসেন্টলি তাদের একটি ব্লগ পোস্টের মাধ্যমে এই নতুন বৈশিষ্ট্যটি নিশ্চিত করেছে।

  • এই বৈশিষ্ট্যটি সক্ষম করতে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে প্রথমে সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে Playstore থেকে।
  • এর পরে, আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংস মেনু খুলতে হবে।
  • সেখান থেকে প্রাইভেসি অপশনে যান।
  • তারপর Advanced বাটনে ক্লিক করুন।
  • তারপর আপনি একটি বিকল্প দেখতে পাবেন যেখানে বলা আছে “Protect EP address in call“।
Whatsapp এর নতুন ফিচারস।

এই বিকল্প সক্রিয় করা আবশ্যক। তবেই আপনার আইপি লোকেশন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এখন থেকে হোয়াটসঅ্যাপ কল করার সময় কেউ আপনার আইপি লোকেশন দেখতে পারবে না। এমনসব টেকনোলজি তথ্যের আপডেট পেতে আমাদের ফলো করুন।

আরও পড়ুনঃ  Windows 11 তে যেসব নতুন ফিচার্স যোগ হচ্ছে, জানুন এখানে

Written b Bikrom Das.

আরও পড়ুনঃ

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link