বেপরোয়া ভাবে গাড়ি চালালে সতর্ক করবে গুগল – ফিচারটি সম্মন্ধে জেনে নিন

বেপরোয়া ভাবে গাড়ি চালালে সতর্ক করবে গুগল

বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ছাড়া প্রায়সময় অতিরিক্ত গতির কারণে জরিমানাও দিতে হয়।

সাবধানে গাড়ি চালানোর পরও না বুঝে অতিরিক্ত দ্রুত গতিতে চালানোর জন্য জরিমানা দিতে হচ্ছে অনেককে। এই সমস্যা থেকে বাঁচাতে বেপরোয়া ভাবে গাড়ি চালালে সতর্ক করবে গুগল

সেজন্য গুগল ম্যাপস একটি নতুন In-built Speedometer বৈশিষ্ট্য নিয়ে এসেছে সবার জন্য। বিশেষ এই ফিচারটি গাড়ির বর্তমান গতি বলার পাশাপাশি সতর্কবার্তাও দেবে চালককে।

চালক নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে বৈশিষ্ট্যটি স্বয়ংক্রিয়ভাবে সতর্ক বা দুর্ঘটনা প্রতিরোধ করতে সহায়তা করবে।

আরও পড়ুনঃ  Symphony Z60 মোবাইলের দাম এবং বিস্তারিত জেনে নিন

কিভাবে কাজ করে গুগল স্পিডোমিটার?

যেসব অঞ্চলে গাড়ির গতি নির্দিষ্ট করা থাকে, সেখানে গুগলের এই ফিচার চালকদের সাহায্য করতে পারে। এই ক্ষেত্রে গতিসীমা অতিক্রম করলে স্পিডোমিটার তার রঙ চেঞ্জ করে সতর্ক করার চেষ্টা করে চালককে।

কিভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপস এর স্পিডোমিটার
কিভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপস এর স্পিডোমিটার

কিভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপস এর স্পিডোমিটার? – How To Enable Speedometer In Google Maps?

এর জন্য, প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল ম্যাপ চালু করতে হবে। তারপর অ্যাকাউন্ট সেটিংসে যান। আপনার প্রোফাইল ছবি বা নামের স্বাক্ষর উপরের ডানদিকে দেখা যাবে।

এখানে আপনাকে সেটিংস থেকে নেভিগেশন সেটিংস খুঁজে বের করতে হবে।তারপর সেখানে ড্রাইভিং বিকল্প খুঁজুন এবং এই ক্যাটাগরিতে ড্রাইভিং-সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাবে।

আরও পড়ুনঃ  Motorola Moto G24 Power: ১২ হাজার টাকার কমে মোটোরোলার চকচকে স্মার্টফোন

ড্রাইভিং অপশন থেকে স্পিডোমিটার অপশন পাওয়া যাবে। রিয়েল-টাইম গতি নিরীক্ষণ করতে এটি চালু করতে হবে।

কিভাবে স্পিডোমিটার একটিভ করবেন জেনে নিন।

Written by Bikrom Das.

আরও পড়ুনঃ

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link