চীনে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট, চোখের পলকে যাবে ১০০০ জিবি ডেটা

চীনে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট

চোখের পলক পড়তেই ১০০০GB ডেটা পাঠানো যাবে। চীনে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট চালু করতে যাচ্ছে।এমনই উচ্চগতির ইন্টারনেট সরবরাহের দাবি করেছে চীন। চীনের দাবি সত্য হলে, এটিই হবে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ইন্টারনেট নেটওয়ার্ক

এই পর্যন্ত, ইন্টারনেট প্রতি সেকেন্ডে ১০০ জিবি হারে ডেটা স্থানান্তর করতে পারে। কিন্তু চীনের এই নতুন ইন্টারনেট পরিষেবা প্রতি সেকেন্ডে কমপক্ষে ১ টেরাবাইট বা এক টিবি ডেটা সরবরাহ করবে যা আসলে ১০০০ GB অথবা গিগাবাইটের সমান।

হুয়াওয়ের একজন কর্মকর্তার মতে, এই পরিষেবা প্রতি সেকেন্ডে কমপক্ষে ১.২ TB ডেটা স্থানান্তর করতে পারে। এটি ইন্টারনেট জগতের এক নতুন দরজা খুলতে পারে।

এই ইন্টারনেট কতটা শক্তিশালী তা ব্যাখ্যা করতে গিয়ে ওই কর্মকর্তা বলেন,

এই ধরনের ইন্টারনেটের সাহায্যে এক সেকেন্ডে অন্তত ১৫০টি এইচডি বা হাই ডেফিনিশন মুভি পাঠানো যাবে“।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই শক্তিশালী ইন্টারনেট রয়েছে যা প্রতি সেকেন্ডে ৪০০ জিবি ডেটা প্রেরণ করতে পারে।

আরও পড়ুনঃ  Realme GT5 নিয়ে এলো 24GB Ram এবং 240 Watth চার্জিং সুবিধা নিয়ে, সাথে থাকছে আরও অনেক সুবিধা!
সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট – নিউজ সোর্স।

Written by Bikrom Das.

অন্যান্য পোষ্টঃ

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link