Samsung মার্কেটে Announce করে Galaxy AI নিয়ে এসেছে – জানুন বিস্তারিত

Samsung নিয়ে আসলো Galaxy AI

সমগ্র পৃথিবীজুড়ে চলছে Ai নিয়ে প্রতিযোগিতা। আর বড় বড় টেক জায়ান্টগুলো লিখিয়েছে এই প্রতিযোগিতায় নাম। Samsung ও নেই পিছিয়ে। Samsung নিয়ে এসেছে Galaxy Ai নামক এক নতুন ফিচার।

যা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি ফিচার। অনেকে বলছেন যে, Apple কম্পানিকে টেক্কা দিতেই Samsung এই নতুন প্রযুক্ত বাজারে এনেছে।

গত ৯ নভেম্বর ২০২৩ এ Samsung এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২০২৪ সালের প্রথম দিকেই স্যামসাং তাদের এই Ai নিয়ে আসবে। NDTV এর খবর মতে ধারনা করা যাচ্ছে যে, Samsung S24 সিরিজের স্মার্টফোনের সাথে এই ফিচারটি থাকতে পারে।

আরও পড়ুনঃ সাধ্যের মধ্যে Xiaomi Redmi 13C, কারা কিনবে এই ফোন?

Galaxy AI তে কি সুবিধা থাকবে?

রিপোর্ট অনুযায়ী, Galaxy AI কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাইভ কল ট্রান্সলেশন ফিচারটি উপভোগ করা যাবে। তাছাড়া Samsung এর আগের মডেলের ফোনগুলোর তুলনায় এটি হবে আরও উন্নত ফিচার এবং ব্যবহারকারী বান্ধব। তবে ব্যবহারকারীর ফোনে যোগাযোগের পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন আসবে।

আরও পড়ুনঃ  108MP ক্যামেরা সহ Realme C53 ভারতে লঞ্চ হয়েছে, দাম ₹9,999 রুপি

Samsung Galaxy তে রয়েছে অন-ডিভাইস AI এবং ক্লাউড-ভিত্তিক AI। Unware AI এর মাধ্যমে এটি পরিবেশ থেকে ডাটা গ্রহণের জন্য নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করে এবং ব্যবহারকারীকে উপযুক্ত সিদ্ধান্ত নির্ধারণে সহায়তা করে।

ক্লাউড-ভিত্তিক AI, স্মার্ট ডিভাইসগুলিকে দূরবর্তী ক্লাউড সার্ভারের প্রয়োজন ছাড়াই একে অপরের থেকে ডেটা সংগ্রহ করতে পারে।

কোম্পানির দাবি, নিরাপত্তা ও গোপনীয়তার দিক থেকে স্যামসাং গ্যালাক্সি অন্য সব ডিভাইসের চেয়ে এগিয়ে।

আরও পড়ুনঃ Realme GT5 নিয়ে এলো 24GB Ram এবং 240 Watth চার্জিং সুবিধা নিয়ে, সাথে থাকছে আরও অনেক সুবিধা!

সূত্রঃ NDTV

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link