বাড়িতে নিয়ে আসুন এই ৩টি গাড়ি, দীর্ঘদিন ব্যাবহার করুন কোনো ঝামেলা ছাড়াই – পড়ুন।

বাড়িতে নিয়ে আসুন এই ৩টি গাড়ি

বাড়িতে নিয়ে আসুন এই ৩টি গাড়িঃ যারা গাড়ি কেনার পরিকল্পনা করছেন তারা এই গাড়িগুলো সম্পর্কে এই ব্লগ থেকে জেনে নিন। কোন ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ব্যবহার করা যায় এই গাড়িগুলি। গাড়ি ব্যবহারের ক্ষেত্রে মাইলেজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

বাড়িতে নিয়ে আসুন এই ৩টি গাড়ি

আপনি একটি গাড়িতে কত কিলোমিটার পর্যন্ত রাইডিং পেতে পারেন? এর উত্তর হচ্ছে ৪ লাখ, ৫ লাখ কিলোমিটার! আজকে যে গাড়িগুলোর কথা বলছি সেগুলো অন্তত ৮-১০ লাখ কিলোমিটার খুব সহজে চলতে পারে।

আরও পড়ুনঃ  Adventure scooter: পরিবারের সবাই আরাম করে ভ্রমণ করতে পারবে এই স্কুটারে, কবে আসছে Ather Energy এর স্কুটার?

মারুতি সুজুকি সুইফট ডিজায়ার – Maruti Suzuki Swift Dzire

Maruti Suzuki Swift Dzire
Maruti Suzuki Swift Dzire

Maruti Suzuki Swift Dzire একটি দুর্দান্ত গাড়ি। যা আপনি দীর্ঘ সময় চালাতে পারবেন। বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য সেডানগুলির মধ্যে একটি হল ডিজায়ার। যেখানে ১.২ লিটার কে সিরিজ পেট্রোল ইঞ্জিন এবং ১.৩ লিটার ডিজেল ইঞ্জিন বিকল্প রয়েছে। এই যানবাহনগুলি বাণিজ্যিক কাজে যেমন ট্যাক্সি পরিষেবাগুলিতে বেশি দেখতে পাওয়া যায়। বাংলাদেশে এই গাড়িটির দাম ১৭ লাখ টাকা।

টয়োটা ফর্চুনার – Toyota Fortuner

Toyota Fortuner
Toyota Fortuner

নির্ভরযোগ্য গাড়ির কথা বলা হবে, কিন্তু Toyota Fortuner এর নাম থাকবে না তা কি করে সম্ভব?

টয়োটা ফরচুনার গাড়ি বাজারের ইতিহাসে সবচেয়ে সফল এবং শক্তিশালী চার চাকার গাড়িগুলির মধ্যে একটি। এই গাড়িতে আপনি সহজেই ৮-১০ লক্ষ কিলোমিটার কাভার করতে পারবেন। ভারতে গাড়িটির দাম ৬৪ লাখ ৩৫ হাজার টাকা।

আরও পড়ুনঃ  Itel S23 ব্যাটারি ব্যাকআপের ক্ষমতা: আপনি অবাক হয়ে যাবেন

হোন্ডা সিভিক – Honda Civic

Honda Civic
Honda Civic

গাড়িটি তার মজবুত বিল্ড কোয়ালিটি এবং পারফরম্যান্সের জন্য খুবই পরিচিত ও জনপ্রিয়। বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য চার চাকার গাডি গুলির মধ্যে এটি একটি।

বছরের পর বছর বাজারে বিক্রি হচ্ছে হোন্ডা সিভিক। কেউ যদি এই গাড়িটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করেন তবে এটি সহজেই ৮-১০ লাখ কিলোমিটার পর্যন্ত চালাতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে গাড়িটির দাম ৪১ লাখ টাকা।

গাড়ি সম্মন্ধে আরোও জানতে আমাদের WhatsApp গ্রুপ Join হোন। এবং অন্যান্য খবর পড়তে মূলপাতায় যান।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link