Spam SMS: ফোন স্প্যাম মেসেজে ভরে যাচ্ছে? Block করুন এখনি!

Spam SMS ফোন স্প্যাম মেসেজে ভরে যাচ্ছে

Spam SMS: আমাদের মোবাইলে প্রায় প্রতিদিনই স্প্যাম মেসেজ দিয়ে ভরে যাচ্ছে। মোবাইল তো ভুলভাল মেসেজ দিয়ে ভরেই যায়, তারপর এদের জ্বালায় আবার জরুরি মেসেজগুলি খুঁজতে খুঁজতে জানটা বেরিয়েই যায়।

অন্যান্য মেসেঞ্জিং এপস এর মত Google MasseageSpam SMS এ ভরে যায়।

যাইহোক, অনেক সময় খালি চোখে বোঝা যায়না কোনটি স্প্যাম মেসেজ এবং কোনটি আসল। এ কারণে পরবর্তীতে নানা সমস্যায় পড়তে হয়।

কিন্তু আপনি চাইলে স্প্যাম মেসেজ আসা বন্ধ করতে পারেন। আপনার Google মেসেজে স্প্যাম মেসেজগুলিতে রিপোর্ট করা উচিত। Google Messages এ স্প্যাম মেসেজগুলি কীভাবে রিপোর্ট করবেন তা দেখুনঃ-

Spam SMS বন্ধ করুন

  • ১) প্রথমে, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে Google Messages app খুলুন।
  • ২) সেই মেসেজটি খুঁজুন, যা স্প্যাম এবং যার বিরুদ্ধে আপনি রিপোর্ট করতে চাচ্ছেন। বার্তাটি কোনও গাড়ি ব্যবসায়ীর দ্বারা পাঠানো হতে পারে বা কোনও টেলিকম কর্মী দ্বারা প্রেরিত একটি জাল মেসেজ হতে পারে, এমনকি লটারির মেসেজও হতে পারে।
  • ৩) আপনি সেই মেসেজ খুজে পেলে তাতে Long Press করেন।
  • ৪) তারপর উপরদিকে ডান দিকে Three Dot মেনুতে ক্লিক করুন।
  • ৫) ব্লক অপশন খুজে বের করে তাতে Press করুন।
  • ৬) তারপর একটি পপ-আপ মেনু খুলবে। সেখানে আপনাকে প্রশ্ন করা হবে, Spam হিসেবে মেসেজটি রিপোর্ট করতে চান কি না। বক্সে টিক দিয়ে ব্লক বাটনে চাপ দিন।
আরও পড়ুনঃ  কিবোর্ডে তুলুন ঘূর্ণিঝড় ! কম্পিউটার টাইপিং শিখার আগে জেনে নিন এই বিষয়গুলি।

এই রুলস Follow করে আপনি Spam SMS ব্লক এবং রিপোর্ট করতে পারবেন। এমন সব নিউজ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন Whatsapp group এ। অন্যান্য নিউজ দেখতে HomePage এ যান।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link