বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪, মার্চের ৮ থেকে পরিক্ষা

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার: বঙ্গবন্ধু এভিয়েশন ইউনিভার্সিটি (BSMRAAU) বিএসসি ইঞ্জিনিয়ারিং স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। আবেদন চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন ফি ২০০/= টাকা। ভর্তি পরীক্ষা ৮ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪

বাংলাদেশের আকাশ বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান BSMRAAU এর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত B.Sc প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) প্রকাশিত হয়েছে।

2023-2024 শিক্ষাবর্ষে এভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটের ৪টি প্রোগ্রামের প্রতিটিতে মোট ১২০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা ৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী এভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের (এফইটি) চারটি প্রোগ্রামে ভর্তি করা হবে। অনুষ্ঠান দুটি হলো-

  • B.Sc in Aeronautical Engineering (Aerospace).
  • B.Sc in Aeronautical Engineering (Avionics).
  • B.Sc in Aircraft Maintenance Engineering (Aerospace).
  • B.Sc in Aircraft Maintenance Engineering (Avionics)
আরও পড়ুনঃ  Honours Admission 2024: অনার্স ভর্তি যোগ্যতা ২০২৪ [পয়েন্ট, কাগজপত্র ও যোগ্যতা]

ভর্তির প্রাথমিক আবেদন সহ সকল তথ্য পাওয়ার ঠিকানাঃ https://www.bsmraau.edu.bd/

ভর্তির শিরোনামBangabandhu Aviation University Admission Circular 2023-2024
কোর্সের নাম বিএসসি 
মোট প্রোগ্রাম৪ টি 
আবেদেনের মাধ্যমঅনলাইনে
আবেদন শুরু১ জানুয়ারি ২০২৪ দুপুর ১২ টা
আবেদন শেষ৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২ টা
আবেদন ফি চার্জ ও জমা দেওয়ার শেষ তারিখ৯ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত 
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ১৪ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার 
পরীক্ষার ও প্রবেশপত্র ডাউনলোড ফি জমা১৬/০২/২৪ থেকে ২৫/০২/২৪ পর্যন্ত
প্রবেশপত্র ডাউনলোড ফি জমা২৮/০২/২৪ থেকে ০৮/০৩/২৪ পর্যন্ত
ভর্তি পরীক্ষা৮ সকাল ০৩ টা থেকে ০৫ টা পর্যন্ত
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.bsmraau.edu.bd
এক নজরে বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার।

এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বিএসসি গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিম্নরূপ-

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন সহ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

অথবা বিদেশী শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম সমমানের গ্রেডে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন শিক্ষার্থী। ২০২০ বা ২০২১ সালে মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষা এবং ২০২২ এবং ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান এ গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্থলে সর্বমোট জিপিএ ৯.০০ সহ উপরোক্ত পরীক্ষাসমূহের প্রতিটিতে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে সর্বনিম্ন জিপিএ ৪.৫০ প্রাপ্ত হয়েছেন। অথবা ২০১৯ সালের মে বা তার পরে GEC “0” লেভেল এবং ২০২৩ সালের নভেম্বর বা তার পূর্বে GEC A লেভেল পরীক্ষার
ফলাফল প্রাপ্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪ / ভর্তি পরীক্ষার তারিখ

প্রার্থী বিজ্ঞান বিভাগ হতে GEC “0” এবং GEC “A” লেভেল /সমমান পরীক্ষায় যথাক্রমে সর্বনিম্ন ৫টি এবং ২টি বিষয়ে অন্তত সর্বমোট ২৭.০০ পয়েন্ট প্রাপ্ত হয়েছেন।

(GEC “এ” স্তরের পরীক্ষার বিষয়গুলিতে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন অন্তর্ভুক্ত থাকতে হবে)।

ভর্তি পরীক্ষার মানবণ্টন

মোট 100 নম্বরের এই ভর্তি পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিটের জন্য অনুষ্ঠিত হবে। এর মধ্যে 60 নম্বরের MCQ এবং 40 নম্বরের লিখিত প্রশ্ন থাকবে। উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তি থেকে প্রতিটি বিষয়ের সম্পূর্ণ বরাদ্দ জানা যাবে।

ভর্তির অনলাইন আবেদন ফি

টেলিটক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (SMS চার্জ ব্যতীত)। Fee প্রদানের শেষ তারিখ ও সময় ৯ ফেব্রুয়ারি রাত ১২টা।

যোগ্যদের প্রার্থীদের তালিকা প্রকাশ

১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্য প্রার্থীদের আবার পরীক্ষার ফি বাবদ ৫৫০/= টাকা পরিশোধ করতে হবে।

যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড বা উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে ১৬ থেকে ২৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ স্থান ও তারিখ ২০২৪

৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা লালমনিরহাটসহ মোট ২টি কেন্দ্রে ভাটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Admission Test Date Venue and Date
বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪, মার্চের ৮ থেকে পরিক্ষা

Notice: ভর্তি পরিক্ষার আবেদন করার আগে ভালোভাবে বিজ্ঞপ্তিটি দেখে নিন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2024

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন করার নিয়ম

বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদনের নিয়ম আলোচনা করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে bsmraau.teletalk.com.bd এই ওয়েবসাইটটি যেতে হবে।

আবেদন করার আগে, আবেদনকারীদের প্রাথমিক তথ্য, বিষয় পছন্দ, একাডেমিক বিশদ বিবরণ, অভিভাবকের তথ্য, ঠিকানা এবং অন্যান্য অনেক তথ্য আগে থেকেই রাখতে হবে যাতে আবেদনপত্র পূরণ করার সময় কোনো ভুল না হয়।

  1. প্রথমে http://bsmraau.teletalk.com.bd/ ভিজিট করুন।
  2. অনলাইন অ্যাপ্লিকেশন বিকল্পে ক্লিক করুন এবং পরবর্তী ধাপে যান।
  3. আপনার SSC এবং HSC এর যাবতীয় তথ্য প্রদান করুন এবং পরবর্তী ধাপে যান।
  4. আপনার প্রাথমিক বিবরণ, বিষয় পছন্দ, একাডেমিক তথ্য, অভিভাবকের বিস্তারিত তথ্য বিবরণ, ঠিকানা এবং অতিরিক্ত তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করুন।
  5. আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
  6. আবেদন শেষ করতে সাবমিট বাটনে ক্লিক করুন।

যেভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন

BSMRAAU অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাকে bsmraau.teletalk.com.bd এ যেতে হবে। BSMRAAU অ্যাডমিট কার্ড 28 ফেব্রুয়ারী 2024 থেকে 08 শে মার্চ 2024 এর মধ্যে ডাউনলোড করতে হবে।

  1. প্রথমে teletalk.com.bd ভিজিট করুন।
  2. B.Sc বিকল্পটি বেছে নিন।
  3. আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করুন।
  4. এরপর প্রবেশপত্রের পিডিএফ ফাইল ডাউনলোড করুন এবং কালার প্রিন্ট করে রাখুন।

ভর্তি পরীক্ষার ফলাফল যেভাবে দেখবেন

  1. প্রথমে তাদের অফিশিয়াল ওয়েবসাইট http://bsmraau.edu.bd এ ভিজিট করুন।
  2. ভর্তি মেনু থেকে আন্ডারগ্রাজুয়েট নির্বাচন করুন।
  3. ভর্তির ফলাফলের PDF ফাইল ডাউনলোড করুন।
  4. আপনার ভর্তি রোল ব্যবহার করে ফলাফল দেখে নিন।

এমন আরও শিক্ষামূল তথ্য সবার আগে পেতে আমাদের Whatsapp গ্রুপে যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত সেখানে আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।

অন্যান্য ভর্তি তথ্যঃ

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link