একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে

কলেজে ভর্তির জন্য কি কি লাগবে

বন্ধুরা আপনাদের স্বাগতম আজকের এই জরুরি পোষ্ট একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ তে। আপনারা এখানে জানতে পারবেন কলেজে ভর্তির জন্য কি কি লাগবে। তাই মনযোগ সহকারে পোষ্টটি পড়ুন।

আপনি বাংলাদেশের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এখানে। এই পোস্টের মাধ্যমে, আমরা আজ এখানে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ সালের ভর্তির নীতি নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত হয়েছে। 

একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ ও ২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির ১ম পর্যায়ে আবেদন শুরু হবে আগামী 10/08/2023 হতে এবং চলবে 20/08/2023 পর্যন্ত।

কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
কলেজে ভর্তির জন্য কি কি লাগবে

কলেজে ভর্তির জন্য কি কি লাগবে

  • ভর্তির যােগ্যতা ও গ্রুপ নির্বাচন: ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যে কোন শিক্ষা বাের্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১, ২০২২, ২০২৩ সালে এস.এস.সি. বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যােগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে উত্তীর্ণ শিক্ষার্থীসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বাের্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।
  • একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময়সীমাঃ 10/08/2023 হতে এবং চলবে 20/08/2023 পর্যন্ত।
  • কলেজের  নির্বাচন সংখ্যাঃ সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০ টি কলেজ একত্রে নির্বাচন করা যাবে।
  • অনলাইনে আবেদন ফিঃ ১৫০ টাকা মাত্র
আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষা ২০২৩: খাতা দেখা নিয়ে ২ টি সুখবর

অন্যান্য পোষ্ট>> 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম

একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফরম পূরণ করার আগে আবেদনকারীকে টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংক/রকেট এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি ১৫০/- জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) গিয়ে “Apply Online Button“-এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।

টেলিটক অপারেটরের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি প্রদান করার নিয়মঃ

প্রথম ধাপে টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি প্রদানের জন্য ২ টি এসএমএস পাঠাতে হবে। একাউন্টে ১৫০ টাকার বেশি রাখতে হবে৷

  1. ১ম এসএমএসঃ প্রথম এসএমএস পাঠানোর জন্য আপনাকে CAD লিখে স্পেস দিয়ে WEB লিখে স্পেস দিতে হবে। তারপর আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিতে হবে তারপর পাশের বছর লিখে ১৬২২২ নামারে পাঠাতে হবে।
  2. উদাহরণঃ CAD<space>WEB<space>First 3 Letter of Board Name<space>Roll No<space>Passing Year এভাবে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে এবং ফিরতি মেসেজে, আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।
  3. ২য় এসএমএসঃ দ্বিতীয় এসএমএস পাঠানোর জন্য আপনাকে   CAD লিখে স্পেস দিয়ে YES লিখে আবার স্পেস দিতে হবে এরপর উক্ত পিন নাম্বার লিখে স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার লিখুন
  4. উদাহরণঃ CAD<space>YES<space>PIN No<space>Student’s Mobile No এভাবে লিখে 16222 নম্বরে পাঠাতে হবে এবং ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।এবার আপনি অনলাইনে আবেদন ফরম পূরন করার জন্য প্রস্তুতি নিতে পারেন।
আরও পড়ুনঃ  প্রকাশিত হলো ভোকেশনাল ছুটির তালিকা ২০২৪ - জেএসসি এসএসসি দাখিল

অন্যান্য পোষ্ট>> 

দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ করার জন্য লাগবে একটি সচল ইন্টারনেট ব্যবহারকৃত স্মার্টফোন অথবা কম্পিউটার। (বিদ্রঃ নিজে না পারলে অনলাইন দোকানে ফরম পূরণ করুন) । অনলাইনে আবেদন ফরম পূরণ করতে আপনাকে একাদশ শ্রেণীতে ভর্তি ওয়েবসাইট এর এই  xiclassadmission.gov.bd লিংকে প্রবেশ করতে হবে এরপর আপনাকে Apply Now লেখা বাটনে ক্লিক করতে হবে। তারপর একটি পেজ দেখতে পাবেন।

একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ | কলেজে ভর্তির জন্য কি কি লাগবে

আমাদের শেষ কথা

আশাকরি বন্ধুরা আপনারা আপনাদের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ২০২৩ সম্পর্কিত তথ্য পেয়ে গেছেন। আমরা এই পোষ্টে চেষ্টা করেছি যে কলেজে ভর্তির জন্য কি কি লাগবে এই সম্পর্কে আপনাদের সঠিক ধারনা দেবার। যদি আমি সঠিক ধারনা দিতে না পারি তাহলে আমি ক্ষমা চাচ্ছি। আমার যদি কোথাউ ভুল হয়ে থাকে তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপডেট করার। আপনি আমাদের ফেসবুক পেইজে লাইক করে যুক্ত থাকতে পারেন।

আরও পড়ুনঃ  কলেজ ভর্তির ২য় অটো মাইগ্রেশন রেজাল্ট দেখার নিয়ম - অটোমাইগ্রেশন

অন্যান্য পোষ্ট>> 

TAG: কলেজে ভর্তির জন্য কি কি লাগবে,কলেজে ভর্তির জন্য কি কি লাগবে ২০২৩,একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩,একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা 2023,একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ pdf,একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ তারিখ,একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি,একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি লাগবে,কলেজে ভর্তি,সরকারি ল কলেজে ভর্তির যোগ্যতা,ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা,সরকারি কলেজে ভর্তি হতে কি কি প্রয়োজন,কলেজে ভর্তির জন্য আবেদন পত্র,গুরুদয়াল সরকারি কলেজে ভর্তি ২০২২,সাত কলেজে ভর্তির যোগ্যতা,এস এস সি র পরে কত বছর গ্যাপ দিয়ে কলেজে ভর্তি হওয়া যায়?,ময়মনসিংহ ল কলেজে ভর্তি,কলেজে ভর্তি আবেদন,কলেজে ভর্তির আবেদন ফরম,কলেজে ভর্তি হতে কি কি লাগে।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link