Dark Web: কিভাবে বুঝবেন আপনার নাম ঠিকানা ডার্ক ওয়েবে আছে কিনা? না জানলেই বিপদ

Dark Web এ নাম আছে কিনা যেভাবে দেখবেন

ডার্ক ওয়েব (Dark Web) হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ডার্ক নেটে বিদ্যমান। নিত্যদিন জীবনে ব্যবহৃত ইন্টারনেটের ৫ থেকে ৬ শতাংশ ডার্ক নেট কভার করে। এটি ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যাবহারের জন্য এক ধরনের লুকানো নেটওয়ার্ক। এটি অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট সফ্টওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন।

এখানে হ্যাকারদের আনাগোনা অনেক বেশি। যারা সাধারণ মানুষ থেকে বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ক্রয় বিক্রয় করে। কিন্তু আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলেও হ্যাকাররা আপনার তথ্য এখানে বিক্রি করতে পারে। এগুলো অসাধু উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

ডার্ক ওয়েবে আপনার কোনো তথ্য আপলোড করা হয়েছে কিনা তা কীভাবে বুঝবেন? এর জন্য গুগল আপনাকে একটি বিশেষ রিপোর্ট তৈরি করে দিবে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে এই ফিচার চালু করেছে গুগল।

আরও পড়ুনঃ  কিবোর্ডে তুলুন ঘূর্ণিঝড় ! কম্পিউটার টাইপিং শিখার আগে জেনে নিন এই বিষয়গুলি।

ফলে অনলাইনে আপনার নিরাপত্তা আরও শক্তিশালী হবে। যদি কোনও ব্যবহারকারীর তথ্য ডার্ক ওয়েবে থাকে তবে Google এটি স্ক্যান করবে এবং আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেবে।

সমস্ত ব্যবহারকারী এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন, যদিও Google One গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দেওয়া হয়। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই ফিচারঃ

Dark Web এ নাম আছে কিনা যেভাবে দেখবেন

১) স্ক্যান করার জন্য প্রথমে যেতে হবে onegoogle.com ওয়েবসাইটে।
২) এখানে থাকবে একটি ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ নামে অপশন, তারপর ট্রাই নাউ অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার রান স্ক্রিন অপশনে ক্লিক করতে হবে।

যদি আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে থাকে, তাহলে Google অবিলম্বে তার Notification পাঠাবে এবং কোম্পানি জানিয়ে দেবে কী কী পদক্ষেপ নেওয়া দরকার। যাইহোক, এই সুবিধার জন্য ব্যবহারকারীদের Google One এ সাবস্ক্রাইব করতে হবে।

আরও পড়ুনঃ  মোবাইল রিসেট করার নিয়ম, কিভাবে মোবাইল রিসেট দিব - আসুন জেনে নেই।

Google One যেভাবে ব্যাবহার করবেন

Google One যেভাবে ব্যাবহার করবেন
Google One যেভাবে ব্যাবহার করবেন

1) এজন্য যেতে হবে গুগল ওয়ান ওয়েবপেজে।
2) তারপর ডার্ক ওয়েব রিপোর্ট সেকশনে ট্যাপ করে সেট-আপ অপশনে ক্লিক করতে হবে।
3) পরবর্তী পেজে কী কী ডেটা আপনি মনিটর করতে চান যেমন নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি সিলেক্ট করতে হবে।
4) তারপর একটি মনিটরিং প্রোফাইল তৈরি করতে হবে।
5) এবার ডান অপশনে ক্লিক করলেই নোটিফিকেশন পাবেন আপনি।

এমন টেকনোলজি সম্পর্কিত তথ্য আরও পেতে চাইলে সাথেই থাকুন আমাদের। অন্যান্য খবর পড়তে ভিজিট করুন আমাদের মূলপাতায়

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link