Phishing link: যেভাবে চিনবেন হ্যাকারদের বানানো ফিশিং লিংক, না চিনলেই বিপদ!

Contents
কীভাবে চিনবেন হ্যাকারদের বানানো ফিশিং লিংক (Phishing link)Phishing link কী? উপসংহার
Phishing link: Hacker দের দখল সর্বত্র, Social Media অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্মার্টফোন, কম্পিউটার কিছুই বাদ পড়েনি। তারা বিভিন্ন ফিশিং অ্যাপের/লিংকের মাধ্যমে প্রতারণা করে মানুষের সাথে।

বিভিন্ন ব্যাংক, ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেইল, বিভিন্ন প্রতিষ্ঠানের লগইন পেজের মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে এবং ব্যবহারকারীদের কাছে সেই লিংকের মেসেজ পাঠায়।

সেসব ওয়েবসাইটে যখন ইউজার প্রবেশ করে তখন ম্যালওয়্যার ব্যবহারকারীর মোবাইল ফোন বা কম্পিউটারে ইন্সটল হয়ে যায়। আর এতে করে আপনার সমস্ত ডিভাইসের এক্সেস পেয়ে যায় হ্যাকার। আজকের এই ব্লগটি মনোযোগ দিয়ে পড়লে আপনি হ্যাকারদের হাত থেকে বাচতে পারবেন।

Phishing link facebook pic
Phishing link facebook pic
কীভাবে চিনবেন হ্যাকারদের বানানো ফিশিং লিংক (Phishing link)
১) ই-মেইল বা বার্তাটি যে ই-মেইল ঠিকানা থেকে এসেছে তা যাচাই করুন।ওয়েবসাইটের ডোমেইন চেক করুন। ওয়েবসাইটের URL-এ HTTP আছে কি না তা নিশ্চিত করুন। এছাড়াও, URL টির মধ্যে বানান সঠিকভাবে আছে কিনা তা দেখুন? জাল ওয়েবসাইটের ইউআরএলে সাধারণত এই ত্রুটি টি থাকে।

আরও পড়ুনঃ বাড়িতে নিয়ে আসুন এই ৩টি গাড়ি, দীর্ঘদিন ব্যাবহার করুন কোনো ঝামেলা ছাড়াই – পড়ুন।
২) জাল বা ভুল তথ্য শনাক্ত করতে, প্রথমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় মেসেজের পাশে ‘ফরওয়ার্ড’ চিহ্ন আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। বেশিরভাগ ক্ষেত্রে, ভুয়া মেসেজগুলি বিভিন্ন ব্যক্তির কাছে ফরোয়ার্ড করা হয়।

৩) যে ফরোয়ার্ড করা বার্তা পাঠান তা তিনি লেখেন না। সেই ব্যক্তিও হয়তো অন্য কারো কাছ থেকে ফরওয়ার্ড করা বার্তা পেয়েছেন। পরে সে হয়তো আপনাকে মেসেজ পাঠিয়েছে। তাই আপনি যদি কোনো পরিচিতজনের কাছ থেকে এমন কোনো ফরোয়ার্ড মেসেজ পেয়ে থাকেন, তাহলে আগে জেনে নিন এর সত্যতা কি।

৪) মেসেজটিতে থাকা বানানগুলি আগে চেক করুন। বানান বা ব্যাকরণগত ভুল থাকলে বুঝবেন সেটি ভুয়া লিংক।

৫) অনেক সময় দেখবেন বিভিন্ন লিংকে প্রবেশ করার পর একটি ফর্মে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর বা পাসপোর্ট নম্বর চাইতে পারে। যেখানেই এসব তথ্য দিতে বলুকনা কেনো, আপনার উচিত এসব তথ্য সেখানে সাবমিট না করা। যদি করেন তাহলেই বিপদ।

আরও পড়ুনঃ Vivo V29 Lite 5G Review & First Look Impressions | Vivo V29 Lite Price in Bangladesh
৬) বিভিন্ন বিজ্ঞাপনের মাঝেউ হ্যাকাররা ম্যালওয়ার ঢুকিয়ে দিয়ে থাকে। সেই বিজ্ঞাপনে ক্লিক করলে বা Skip Ad এ ক্লিক করও হয়ত আপনি হ্যাকারদের ফাদে পড়ে যেতে পারেন। তাই এসবে ক্লিক করার আগে অবশ্যই সব কিছু যাচাই করে নিবেন।

FAQs:

Phishing link কী?
Phishing হল বিভিন্ন ব্যক্তির User Name, পাসওয়ার্ড, ব্যাঙ্কের বিবরণ ইত্যাদির মতো সংবেদনশীল তথ্য চুরি করার একটি পদ্ধতি। এক্ষেত্রে পেপালের মতো বড় কিছুর ব্যবহারকারীর নামও হতে পারে বিভিন্ন অনলাইন আর্থিক লেনদেন সাইটের পাসওয়ার্ড। এবং ব্যাংক তথ্য অনলাইন ব্যাংকিং তথ্য চুরি বোঝায় যার ফলে এক বা একাধিক প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। আইনের দৃষ্টিতে এটি একটি মৃত্যুদণ্ডের অপরাধ এবং প্রমাণসহ ধরা পড়লে কারাদণ্ড এবং কিছু ক্ষেত্রে জরিমানাও হতে পারে।

আরও পড়ুনঃ ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যাবহৃত Password, আপনার পাসওয়ার্ড লিক হয়নি তো? জেনে নিন!
উপসংহার
হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আপনার, মেইলে আসা কোনো অজানা লিঙ্কে,নম্বর বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্লিক করবেন না। আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। পাসওয়ার্ড চাওয়া হলে বা আপনার নম্বরে ওটিপি পাঠানো হলে তা দেবেন না। এগুলো হ্যাকারদের কাজ। হ্যাকার ওটিপি দিয়ে বা লিঙ্কে ক্লিক করিয়ে আপনার ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *