সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, ৫২ হাজার টাকা বেতন

Contents
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরিআবেদন যেভাবে করবেনআবেদন ফি কত
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরিঃ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সরকারের সম্পূর্ণ মালিকানাধীন কোম্পানি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক (রসায়নবিদ) পদে অষ্টম শ্রেণিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি
বয়সসীমা: 18 জানুয়ারী 2024 তারিখে সর্বোচ্চ 30 বছর। বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের সন্তানদের জন্য 32 বছর।
চাকরির ধরন: প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য। সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক, সিপিজিসিবিএলের অনুমোদনক্রমে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)
ভাতা ও অন্যান্য সুবিধা: CPGCBL বেতন স্কেল-2016 অনুযায়ী বাড়ি ভাড়া, দুটি বার্ষিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ বীমা, অর্জিত ছুটির নগদকরণ, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা পাওয়ার অধিকারী হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়ন বা ফলিত রসায়নে 4 বছরের স্নাতক ডিগ্রি বা রসায়নে B.Sc ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণির আবেদন গ্রহণ করা হবে না। গ্রেডিং সিস্টেমে পাস করার জন্য GPA-5-এর স্কেলে ন্যূনতম 3.50 এবং CGPA-4-এর স্কেলে ন্যূনতম 2.75 থাকতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমান সনদের অনুলিপি জমা দিতে হবে। প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা সহ কম্পিউটার সাক্ষর হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *