Contents
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরিআবেদন যেভাবে করবেনআবেদন ফি কত
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরিঃ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সরকারের সম্পূর্ণ মালিকানাধীন কোম্পানি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক (রসায়নবিদ) পদে অষ্টম শ্রেণিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি
বয়সসীমা: 18 জানুয়ারী 2024 তারিখে সর্বোচ্চ 30 বছর। বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের সন্তানদের জন্য 32 বছর।
চাকরির ধরন: প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য। সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক, সিপিজিসিবিএলের অনুমোদনক্রমে চাকরির মেয়াদ ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
মূল বেতন: ৫২,০০০ টাকা (গ্রেড-৮)
ভাতা ও অন্যান্য সুবিধা: CPGCBL বেতন স্কেল-2016 অনুযায়ী বাড়ি ভাড়া, দুটি বার্ষিক উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ বীমা, অর্জিত ছুটির নগদকরণ, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা পাওয়ার অধিকারী হবে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিস্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকার বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়ন বা ফলিত রসায়নে 4 বছরের স্নাতক ডিগ্রি বা রসায়নে B.Sc ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণির আবেদন গ্রহণ করা হবে না। গ্রেডিং সিস্টেমে পাস করার জন্য GPA-5-এর স্কেলে ন্যূনতম 3.50 এবং CGPA-4-এর স্কেলে ন্যূনতম 2.75 থাকতে হবে। বিদেশ থেকে অর্জিত ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমান সনদের অনুলিপি জমা দিতে হবে। প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলী থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা সহ কম্পিউটার সাক্ষর হতে হবে।