অবৈধ ফোন বন্ধ হবে কবে? জানুন এখানে

অবৈধ ফোন বন্ধ হবে কবে

অবৈধ ফোন বন্ধঃ সব অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। সব অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে বিটিআরসির নির্দেশ গত ১৬ জানুয়ারি বিটিআরসি কলেজে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের নির্দেশ দেয় কমিশন।

দেশে উৎপাদিত, সংযোজিত ও আমদানিকৃত মোবাইল ফোনের ডাটাবেস এবং স্বয়ংক্রিয় নিবন্ধন বিটিআরসির কাছে রয়েছে উল্লেখ করে তিনি সব অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে গ্রাহকের মালিকানা নিশ্চিত করতে, নকল ও নিম্নমানের হ্যান্ডসেট উৎপাদন ও বিপণন বন্ধ করতে এবং শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিটিআরসিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম স্থাপন করা হয়েছে।

জুনায়েদ আহমেদ পলক বলেন, আগামী পাঁচ বছরে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় ও বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং ‘স্মার্ট বাংলাদেশ‘-এর ভিত্তিমূলে রাজস্ব বাড়াতে এই নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  Amazon: আমাজন নিয়ে আসছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, কি থাকছে এই সেবায়?

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link