এখনি জেনে নিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি কি কি, এছাড়াও জেনে নিন অঙ্গরাজ্যের নামগুলি – পড়ুন

এখনি জেনে নিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি কি কি?

বিভিন্ন পরিক্ষায় ও চাকরির পরিক্ষায় প্রশ্নে এসে থাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি কি কি? এবং তা অনেকেই সঠিক উত্তর জানেন না বলেই এর উত্তর দিতে ব্যার্থ হন। তাই আমি আজ আপনাদের পরিক্ষা সহজ করে দেয়ার জন্য এই লেখাটি নিয়ে আসলাম। আমি আশাকরি আপনারা এই লেখাটি মনোযোগ দিয়ে অধ্যায়ন করলে পরিক্ষায় কমন পড়বেই।

আমেরিকা পৃথিবীর ৭টি মহাদেশের মধ্যে দুটি। এই ২টির নাম হল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। আমেরিকার আরেক নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (USA)। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হল পঞ্চাশটি রাজ্য নিয়ে গঠিত একটি ফেডারেল সরকার ব্যবস্থা।

যুক্তরাষ্ট্র কয়টি দেশ নিয়ে গঠিত?

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ দুটি অঙ্গরাজ্য যোগ করে মোট ৫০টি অঙ্গরাজ্য তৈরি করা হয়। শেষ দুটি রাজ্য হল আলাস্কা যা ৪৯ তম এবং হাওয়াই হচ্ছে ৫০ তম অঙ্গরাজ্য।

আরও পড়ুনঃ  জেনে নিন সরকারি কলেজে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে - College Admission Points

অঙ্গরাজ্য দুটি ১৯৫৯ সালে যুক্ত হয়েছিল। ওয়াশিংটন ডিসি একটি ফেডারেল কংগ্রেসনাল ফেডারেল জেলা। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার একজন মেয়র এবং ১৩ সদস্যের সিটি কাউন্সিল দ্বারা পরিচালিত হয় এই শহরটি।

আমেরিকা ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে এবং সেই সময়ে ব্রিটিশদের দ্বারা শাসিত ১৩টি উপনিবেশ অঙ্গরাজ্য ছিল। সেগুলি হলো:- জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, ডেলাওয়্যার, নিউ জার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, মেরিল্যান্ড এবং ম্যাসাচুসেটস। কিন্তু ধীরে ধীরে এর সংখ্যা বেড়ে আজ ৫০ এ পৌঁছেছে।

আরও পড়ুনঃ ভাষার মূল উপাদান ও উপকরণ সম্মন্ধে সাধারন ধারনা

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি কি কি – এগুলির নাম নিচে উল্লেখ করা হলো:-

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য গুলির নাম নিচে উল্লেখ করা হলো এবং যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। মন দিয়ে পড়ে নিন এই রাজ্যগুলির নাম।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য এর MAP
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য এর MAP
  1. ~ আলাস্কা (Alaska)
  2. ~ আরকানসাস (Arkansas)
  3. ~ অ্যারিজোনা (Arizona)
  4. ~ আলাবালা (Alabama)
  5. ~ কানেকটিকাট (Connecticut)
  6. ~ ক্যালিফোর্নিয়া (California)
  7. ~ কলোরকডো (Colorado)
  8. ~ ডেলাওয়্যার (Delaware)
  9. ~ ফ্লোরিডা (Florida)
  10. ~ জর্জিয়া (Georgia)
  11. ~ হাওয়াই (Hawaii)
  12. ~ আইডাহো (Idaho)
  13. ~ ইন্ডিয়ানা (Indiana)
  14. ~ ইলিনয় (Illinois)
  15. ~ আইওয়া (Iowa)
  16. ~ কানসাস (Kansas)
  17. ~ কেনটাকি (Kentucky)
  18. ~ লুইসিয়ানা (Louisiana)
  19. ~ মন্টানা (Montana)
  20. ~ মিসৌরি (Missouri)
  21. ~ মিসিসিপি (Mississippi)
  22. ~ মিনেসোটা (Minnesota)
  23. ~ মিশিগান (Michigan)
  24. ~ ম্যাসাচুসেটস (Massachusetts)
  25. ~ মেরিল্যান্ড (Maryland)
  26. ~ মেইনে (Maine)
  27. ~ নর্থ ডাকোটা (North Dakota)
  28. ~ নর্থ ক্যারোলিনা (North Carolina)
  29. ~ নিউইয়র্ক (New York)
  30. ~ নিউ মেক্সিকো (New Mexico)
  31. ~ নিউ জার্সি (New Jersey)
  32. ~ নিউ হ্যাম্পশায়ার (New Hampshire)
  33. ~ নেভাদা (Nevada)
  34. ~ নেব্রাস্কা (Nebraska)
  35. ~ ওহিও (Ohio)
  36. ~ ওরেগন (Oregon)
  37. ~ ওকলাহোমা (Oklahoma)
  38. ~ পেনসিলভেনিয়া (Pennsylvania)
  39. ~ রোড আইল্যান্ড (Rhode Island)
  40. ~ সাউথ ডাকোটা (South Dakota)
  41. ~ সাউথ ক্যারোলিনা (South Carolina)
  42. ~ টেক্সাস (Texas)
  43. ~ টেনেসি (Tennessee)
  44. ~ উটাহ (Utah)
  45. ~ ভার্জিনিয়া (Virginia)
  46. ~ ভার্মন্ট (Vermont)
  47. ~ ওয়াশিংটন (Washington)
  48. ~ পশ্চিম ভার্জিনিয়া (West Virginia)
  49. ~ উইসকনসিন (Wisconsin)
  50. ~ ওয়াইমিং (Wyoming)
আরও পড়ুনঃ  বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট মূল্য | বঙ্গবন্ধু সামরিক জাদুঘর টিকেট অনলাইন
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি কি কি এর ভিডিও।

আরও পড়ুনঃ নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত কোন নদীর মোহনায়?

FAQs: প্রয়োজনীয় কিছু প্রশ্ন এবং উত্তর, জেনে নিন!

  1. যুক্তরাষ্ট্র ও আমেরিকা কি একই দেশ?

    উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুটি মহাদেশ। আর এই উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।

  2. যুক্তরাষ্ট ও আমেরিকার মধ্যে পার্থক্য কী?

    আমেরিকা শব্দটি পশ্চিম গোলার্ধের সমস্ত ভূখণ্ডকে অর্থাৎ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ নিয়ে গঠিত বোঝায়। আমেরিকা যুক্তরাষ্ট্র, বা United States of America বা USA, বা মার্কিন যুক্তরাষ্ট্র – এটি উত্তর আমেরিকার একটি দেশ।

  3. যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি?

    মার্কিন নাগরিকেরা বাংলা ভাষায় “মার্কিনী” নামে পরিচিত।

  4. আমেরিকার আয়তন কত?

    মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় ৯৮.৩ লক্ষ বর্গকিলোমিটার (৩৭.৯ লক্ষ বর্গমাইল)। দেশটির জনসংখ্যা প্রায় ৩২ কোটি ৮২ লক্ষ । সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র।

  5. আমেরিকার মুদ্রার নাম কী?

    ইউনাইটেড স্টেটস ডলার হল ইউএস এর অফিসিয়াল কারেন্সি।

  6. যুক্তরাষ্ট্র বলতে কি বুঝায়?

    যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক রাষ্ট্র ও প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে, তাকে যুক্তরাষ্ট্র বলে।

  7. আমেরিকার রাজধানীর নাম কি? যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?

    যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হলো ওয়াশিংটন ডি.সি.

  8. আমেরিকার সবচেয়ে বড় অঙ্গরাজ্য কোনটি?

    আয়তনের দিক থেকে আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য।

  9. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

    মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস

অন্যান্য পোষ্টগুলি পড়ুনঃ

আরও পড়ুনঃ  ব্যাকলিংক (Backlinks) কি? ব্যাকলিংক (Backlinks) সম্পর্কে বিস্তারিত | What is Backlink

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link