Truecaller Facility: ট্রু কলার অ্যাপস এর ৭টি আধুনিক ফিচার, কাজে আসবে আপনারও

ট্রু কলার অ্যাপস এর ৭টি আধুনিক ফিচার

Truecaller একটি জনপ্রিয় স্মার্টফোন অ্যাপ। কমবেশি সবাই এখন ট্রু কলার ব্যবহার করে। আপনার ফোনে এই অ্যাপটি থাকলে, অপরিচিত নম্বর থেকে কল আসলেও আপনি সহজেই বুঝতে পারবেন অন্য প্রান্তে কে আছে। কিন্তু ট্রু কলার ব্যবহার করেও অনেকে অ্যাপটির আরও নতুন ৭টি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না। আজ ট্রু কলার অ্যাপস এর ৭টি আধুনিক ফিচার নিয়ে আলোচনা করব।

আরও পড়ুনঃ  Nokia C12 Smartphone: হাত থেকে পড়লেও কিচ্ছু হবে না

ট্রু কলার অ্যাপস এর ৭টি আধুনিক ফিচার সম্মন্ধে জেনে নেই

স্প্যাম ব্লকিং – Spam blocking

এই অ্যাপটিতে স্প্যাম ব্লকিং ফিচার রয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কল সনাক্ত করে এবং তাদের ব্লক করতে পারে।

Smart reminder

ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে বিল পেমেন্ট সহ বেশ কিছু বিষয়ে মনে করিয়ে দিতে পারে। যা খুবই গুরুত্বপূর্ণ।

স্মার্ট এসএমএস – Smart SMS

গুরুত্বপূর্ণ বার্তা প্রায়ই স্প্যামের বন্যায় হারিয়ে যায়। কিন্তু ট্রু কলারের বিশেষ নিতী রয়েছে। যেখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সব মেসেজ দেখানো হয়। ফলস্বরূপ, প্রয়োজনীয় বার্তাগুলি হারিয়ে যাওয়ার বা উপেক্ষা করার সম্ভাবনা নেই।

পাঠানো চ্যাট বার্তা সম্পাদনা করুন

অনেক ক্ষেত্রে ‘অটো কারেক্ট’-এর কারণে মেসেজে একটি শব্দ লিখলে অন্য কিছু হয়ে যায়। আপনার মেসেজে যদি ভুল হয় তাহলে বার্তাটি আপনি এডিট করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ  Renault Duster : শক্তিশালী হাইব্রিড ইঞ্জিনের সঙ্গে জমকালো লুক, SUV আনছে রেনল্ট

বড় ফাইল শেয়ার – Large file share

ট্রু কলারে 100 MB পর্যন্ত ফাইল শেয়ারিং অপশন রয়েছে।

পাসওয়ার্ড সুরক্ষিত বার্তা – Password protect message

ট্রু কলার পাসওয়ার্ড দিয়ে মেসেজ লক করার সুবিধা রয়েছে।

কল কারণ – Call reason

ট্রু কলারের ‘Call reason‘ ফিচার আনা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারী কল করার কারণ জানতে পারবেন। সেক্ষেত্রে ডিসপ্লেতে কল করার কারণ দেখা যাবে।

আশাকরি ট্রু কলার অ্যাপস এর ৭টি আধুনিক ফিচার এই পোষ্ট হতে আপনারা আপনাদের গুরুত্বপূর্ন তথ্য পেয়ে গেছেন। তবে এই লেখাটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথেই থাকুন এবং মূলপাতা ভিজিট করে অন্যান্য খবর পড়ুন।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link