Renault Duster : শক্তিশালী হাইব্রিড ইঞ্জিনের সঙ্গে জমকালো লুক, SUV আনছে রেনল্ট

তৃতীয় জেনারেশন Renault Duster

Renault Duster জনপ্রিয় ফোর হুইলার নির্মাতা সংস্থা। কোম্পানির নতুন মাঝারি আকারের SUV Dacia Duster খুব শিঘ্রই লঞ্চ হতে চলেছে। তৃতীয় প্রজন্মের রেনল্ট ডাস্টারে বেশ কিছু নতুন চমক দিতে চলেছে সংস্থাটি। এরই মধ্যে গাড়িটির ছবি ভাইরাল (#Viral) হয়েছে ইন্টারনেটে। নতুন গাড়িতে যে রাফ অ্যান্ড টাফ লুক দেখতে পাবেন, সেগুলি আমি নিচে এক এক করে বর্ননা করব।

তৃতীয় জেনারেশন Renault Duster : ইঞ্জিন এবং স্পেকস

তৃতীয় প্রজন্মের Renault Duster-এ থাকবে ফ্ল্যাট বনেট, চওড়া গ্রিল, নতুন হেডল্যাম্প এবং DRL। ঠিক মাঝখানে থাকবে নতুন ডাস্টার লোগো। গাড়ির বাম্পারেও রয়েছে নতুনত্ব। রেনল্ট সাইড প্রোফাইল এবং রিয়ার সেকশনে বেশ কিছু চমক দিতে চলেছে।

আরও পড়ুনঃ  WhatsApp Update: প্রোফাইল ইনফো দেখা যাবে চ্যাটের মধ্যেই

৭ সিটারের সাথে এই গাড়িটি বাজারে আসতে পারে। গাড়ির ডিজাইনের পাশাপাশি এর পারফরম্যান্স অর্থাৎ ইঞ্জিনেও বেশ কিছু নতুনত্ব থাকবে। গাড়িটি তিনটি ইঞ্জিন বিকল্পের সাথে কাস্টমারদের অফার করা হবে –

  1. প্রথমটি হল একটি ১-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যেটি সর্বোচ্চ ১২০ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম।
  2. দ্বিতীয়টি হল ১.২ লিটার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন যা সর্বোচ্চ ১৪০ হর্সপাওয়ার উৎপাদন করে।
  3. তৃতীয় ইঞ্জিনটি হলো ১.৩ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ ১৭০ হর্সপাওয়ার উৎপাদন করতে সক্ষম।
SUV Dacia Duster ভিডিও রিভিউ।

FAQs:

কবে লঞ্চ হবে Renault Duster এর নতুন গাড়ি?

২৯ নভেম্বর গাড়িটি লঞ্চ হয়েছে।

SUV Dacia Duster গাড়িতে কেমন ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে?

গাড়ির ডিজাইনের পাশাপাশি এর পারফরম্যান্স অর্থাৎ ইঞ্জিনেও বেশ কিছু নতুনত্ব থাকবে। গাড়িটি তিনটি ইঞ্জিন বিকল্পের সাথে কাস্টমারদের অফার করা হবে। এই লেখায় বিস্তারিত আলোচনা করেছি।

আরও পড়ুনঃ  মধ্যম দামে Infinix Note 30 VIP ফোনে 108 MP ক্যামেরা, 68W চার্জিং সিস্টেম

উপসংহার

টপ-স্পেক ভেরিয়েন্টটিও ইথানলে চলবে বলে জানা গেছে। এই গাড়িতে হাইব্রিড এবং টার্বো পেট্রোল ইঞ্জিন বিকল্প থাকবে। যা অনেক বড় ব্যাপার। রেনল্টের সবচেয়ে শক্তিশালী গাড়িগুলির মধ্যে একটি হতে চলেছে Dacia Duster

আপনাদের কাছে গাড়িটির লুক কেমন লাগল তা জানাতে পারেন। এমন সব নিউজ সবার আগে পেতে যুক্ত হোন আমাদের ফেসবুক ও Whatsapp গ্রুপে। অন্যান্য খবর পড়তে মূলপাতা ভিজিট করুন।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link