কেনো কিনব Samsung Galaxy A05 | এর দাম কত ?

কেনো কিনব Samsung Galaxy A05 এর দাম কত

আলোচনার বিষয় হলো Samsung Galaxy A05 এবং A05S কেনো কিনব? নিচে তা উল্লেখ করেছি।

অবশেষে, বাজারে Samsung Galaxy A সিরিজের নতুন সুপার সাশ্রয়ী মডেল Galaxy A05 এবং Galaxy A05S চলে এসেছে। এই দুটি মডেলের নতুন স্মার্টফোনে থাকবে নতুন ডিজাইন, দ্রুত কর্মক্ষমতা এবং দ্রুত চার্জিং গতি। এই মডেলগুলি হবে Galaxy A04 সিরিজের উত্তরসূরি। দুটি ফোন যখন সবেমাত্র মালয়েশিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে, আর তাই আশাকরা যাচ্ছে ফোনগুলি আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্য এশিয়ান দেশগুলিতে লঞ্চ হয়ে যাবে।

কেনো কিনব Samsung Galaxy A05 এর দাম কত

চলুন আমরা জেনে নেই Samsung Galaxy A05 এবং Galaxy A05S সম্পর্কে বিস্তারিত তথ্য।

Samsung Galaxy A05 এবং Samsung Galaxy A05S

Samsung Galaxy A05-এ HD Plus রেজোলিউশন সহ একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে, Galaxy A05S ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিভাইসটির ডিস্প্লেতে 90 Hz রিফ্রেশ রেটও রয়েছে।

Samsung Galaxy A05 এর ফিচারসমূহ:

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি 
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • চার্জিংঃ ২৫ ওয়াট 
আরও পড়ুনঃ  Starlink Internet: প্রত্যন্ত অঞ্চল ও দ্বীপ সহ সম্পূর্ন পৃথিবীতে নিশ্চিত করবে internet সেবা।

Samsung Galaxy A05S এর ফিচারসমূহ:

  • ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৬ জিবি
  • স্টোরেজঃ ১২৮ জিবি 
  • প্রাইমারি ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • সেলফি ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
  • চার্জিংঃ ২৫ ওয়াট 

ক্যামেরা সেটাপ:

এই Samsung Galaxy A05 এর পিছনে একটি 2-মেগাপিক্সেল গভীরতার সেন্সর সহ একটি 50-মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। Samsung Galaxy A05S এও একই ব্যাক ক্যামেরা সেটআপ রয়েছে – 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর, তবে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফোনের সামনে একটি 13-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। দুটি ফোনই 1080p 60fps ভিডিও রেকর্ড করতে পারে

আরও পড়ুনঃ বাজারে চলে এলো Redmi Note 12 এর ৬ জিবি র‍্যাম ভার্সন

হার্ডওয়্যার সেটাপ:

Samsung Galaxy A05 এবং Galaxy A05S এর হার্ডওয়্যার Galaxy A04 এবং Galaxy A04S এর থেকে অনেক বেশি শক্তিশালী Samsung Galaxy A05 MediaTek Helio G85 প্রসেসর দ্বারা চালিত হবে, অপরদিকে Samsung Galaxy A05S শক্তিশালী Snapdragon 680 প্রসেসর ব্যবহার করা হয়েছেদুটি ফোনেই 6GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে। এছাড়া ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর সুযোগও রয়েছে। দুটি ফোনেই ডুয়াল সিম সুবিধা রয়েছে তবে 5G সুবিধা নেই। তবে ভালো ব্যাপার হল Samsung এর মিড-রেঞ্জ এবং হাই-এন্ড ডিভাইসের মতোই 25W চার্জিং সাপোর্টও রয়েছে

আরও পড়ুনঃ  Samsung Health App: ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেবে এই অ্যাপ, দারুণ সুবিধা চালু করছে স্যামসাং

আরও পড়ুনঃ Redmi 12c 4/128 Price in Bangladesh

কয়টি আপডেট দেওয়া যাবে:

Samsung Galaxy A05S এর জন্য চারটি Android OS আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে কম্পানিটি, কিন্তু Galaxy A05 সম্পর্কে কিছুই বলা হয়নি। দুটি ফোনই 5000 mAh ব্যাটারি দ্বারা চালিত হবে

Android কত ভার্সনে চলবে:

Samsung Galaxy A05-এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলেও Samsung Galaxy A05S-এ সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। দুটি ফোনই Android 13 দ্বারা চালিত হবে।

আরও পড়ুনঃ Walton XANON X20 প্রিমিয়াম সব ফিচার্স

Samsung Galaxy A05 Price in Bangladesh

Samsung Galaxy A05 এবং Samsung Galaxy A05S কালো, হালকা সবুজ, সিলভার রঙে পাওয়া যাবে। স্যামসাং তাদের স্মার্টফোনের ডিজাইন একই রকম তৈরি করছে, আর সেই একই জিনিস এই নতুন সিরিজের ফোনেও রয়েছে। ফোন দুটির দাম এখনো ঘোষণা করা হয়নি

আরও পড়ুনঃ  অনলাইনে কেনাকাটায় প্রতারণা না হতে চাইলে এই ৫টি বিষয় মাথায় রাখুন

আরও পড়ুনঃ Samsung Galaxy A04 Bangladesh Price

শেষ কথা,

মোবাইল কেনা আর না কেনা সব নির্ভর করছে আপনার উপর। তবে আমি বলতে পারি যে উপরে আলোচিত ২টি মডেলের মোবাইলই বেশ ভালো। এখন কেনার সময় আপনি যাচাই করে নিবেন। আমাদের এই আর্টিক্যাল লেখারর একমাত্র মোটিভ হচ্ছে আপনাদের সত্যটি জানানো এবং যেনো আপনি প্রতারিত না হন। আমি উপরে মোবাইলগুলির ফিচার্চ ও কার্যকারিতা সম্মন্ধে আলোচনা করেছি এবং ভিডিও সংযুক্ত করে দিয়েছি।

এমন সব টেকনোলজি সম্পর্কিত নিউজ পেতে আমাদের সহবাংলা আইটি এর পাশেই থাকুন। এছাড়া আপনি চাইলে আমাদের এখানে গেস্টপোষ্ট করে অবদান রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে উক্ত আর্টিক্যালটি অধ্যায়নের জন্য।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link