ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম | Walton Refrigerator 13 CFT Price

ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম

এই পোষ্টে আমরা আলোচনা করব ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি এর দাম বা মূল্য নিয়ে। যারা জানতে আগ্রহী তারা ধৈর্য ধরে এই পোষ্টটি পড়ুন।

দেশীয়ভাবে তৈরি ওয়ালটন কোম্পানির ফ্রিজ আজকাল বেশ জনপ্রিয়। ওয়ালটনের পণ্য এখন বাংলাদেশের প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহৃত হয়। ওয়ালটন ফ্রিজের মান ভালো হওয়ায় সাশ্রয়ী মূল্যে এসব ফ্রিজ কেনা যায়। ওয়ালটন ফ্রিজের চাহিদা থাকে সারা বছরই। বিশেষ করে ঈদের এবং কালীপূজোর ঠিক আগে এই ফ্রিজ কেনার চাহিদা অনেকাংশে বেড়ে যায়।

ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম

ঈদ উপলক্ষে অনেকেই বাড়িতে নতুন ওয়ালটন ফ্রিজ আনতে চান। যেহেতু সামনে ঈদুল আযহা, তাই ঈদের আগে অনেকেই বিভিন্ন সাইজের ওয়ালটন ফ্রিজ বা ফ্রিজ কিনতে চান। অনেকেই ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম জানতে চান আর তাই আপনাদের সুবিধার জন্য আজকের পোস্টের মাধ্যমে জানাবো ওয়ালটন ফ্রিজের দাম কত।

ওয়ালটন ফ্রিজ কেমন হয়ে থাকে?

আকার অনুযায়ী ও প্রযুক্তিগত অনুযায়ী কারণে ফ্রিজের দাম কম বেশি হয়ে থাকে। এক এক রকম সাইজের ফ্রিজের মূল্য যেরকম কম বেশি হয় ঠিক তেমনি ওয়ালটনের তৈরি বেশ কয়েক ধরনের প্রযুক্তিগত তারতম্যের কারণেও দাম কম বেশি হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশ ওয়ালটন কর্তৃক তৈরিকৃত চার ধরনের ফ্রিজ পাওয়া যায়। ফ্রিজ কেনার আগে শুরুতে আপনাকে অবশ্যই এই ধরনের ফ্রিজের প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে।

আরও পড়ুনঃ  IMEI নাম্বার কিভাবে বের করে | IMEI check BD
 1. ডাইরেক্ট কুল রেফ্রিজারেটর
 2. নন ফ্রস্ট রেফ্রিজারেটর
 3. ফ্রিজার বা ডিপ ফ্রিজ
 4. বেভারেজ কুলার

আশা করি আপনি উপরোক্ত তালিকা থেকে Walton কোন কোন প্রযুক্তির ফ্রিজ তৈরি করে থাকে তা জানতে পেরেছেন। এবার ফ্রিজের সাইজের উপর নির্ভর করে দাম কম বেশি হয়। আপনি যদি তুলনামূলক ছোট আকারের ফ্রিজ ক্রয় করতে চান তাহলে অল্প টাকার ভিতরে তা কিনতে পারবেন। কিন্তু আপনার যদি বড় একটি ফ্রিজের চাহিদা থাকে তাহলে অবশ্যই আপনাকে তা বেশি দাম দিয়ে কিনতে হবে। বর্তমানে ওয়ালটনের আট সেফটির ফ্রিজ সবচাইতে কম দামে এবং ১৪ সেফটির ফ্রিজ সবচাইতে বেশি দামে বিক্রয় হচ্ছে।

ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম ২০২৩

১৩ সেফটি ফ্রিজ সাধারণত একটু বড় সাইজের ফ্যামিলির জন্য উপযোগী। যারা গ্রামে মোটামুটি বেশ কয়েকজন সদস্য নিয়ে বসবাস করে থাকে তাদের জন্য ওয়ালটনের ৩৫৮ লিটার ফ্রিজটি কার্যকরী। অনেকে ইন্টারনেটে ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি দাম কত টাকা তা খুঁজে থাকে। এজন্য ক্রেতাদের সুবিধার্থে ১৩ সেফটি ফ্রিজের দাম এবং এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে তুলে ধরা হয়েছে।

Walton Refrigerator 13 CFT Price

ওয়ালটন এই ফ্রিজটির এর মডেল নাম্বার হলো WFE-3E8-GDEN-XX এবং ফ্রিজের দাম ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যঃ

 1. দামঃ ৩৭৫০০/- টাকা।
 2. ক্যাপাসিটিঃ ৩৫৮ লিটার।
 3. ওজনঃ ৭৬ কেজি।
 4. কালারঃ কালো, বেগুনী ও গোলাপী রংয়ের মিশ্রণ।
 5. দৈর্ঘ্যঃ ১৮২ সেন্টিমিটার।
 6. প্রস্থঃ ৫৮ সেন্টিমিটার।
 7. ডাইরেক্ট কুলিং সিস্টেম।
 8. টেমপার গ্লাস ডোর।
 9. লং ইনডোরিং কুলিং সিস্টেম।
 10. দ্রুত ঠান্ডা হওয়ার সিস্টেম।
 11. লংগার ফ্রেশনেস।
 12. এন্টি ফাংগাল ডোর সিস্টেম।
 13. এয়ার ফ্রেশ ফিল্টার।
 14. পাওয়ারফুল কুলিং সিস্টেম      
 15. বড় মাপের স্টোরেজ  
 16. এয়ার ফ্রেশ ফিল্টার 
 17. ফ্রেশ ফুড রাখার নিশ্চয়তা
 18. DECS টেকনোলজি ব্যবহার  
আরও পড়ুনঃ  Nokia 1100 Lite 2024: ৭৫০০mah এর শক্তিশালী ব্যাটারি, দেখলে কিনতে ইচ্ছে হবেই!

ওয়ালটন ফ্রিজ ১৩ সেফটি ওয়ারেন্টি

আবাসিক ব্যবহারএর ক্ষেত্রে :

প্রতিস্থাপন গ্যারান্টি: 1 বছর (শর্ত প্রযোজ্য)
প্রধান অংশ (কম্প্রেসার): 12 বছর
বিক্রয়োত্তর পরিষেবা: 5 বছর
খুচরা যন্ত্রাংশ: 4 বছর

বাণিজ্যিক ব্যবহার এর ক্ষেত্রে:

 প্রধান অংশ (কম্প্রেসার): 4 বছর
 খুচরা যন্ত্রাংশ: 2 বছর
 বিক্রয়োত্তর পরিষেবা: 2 বছর

নিম্নলিখিত ক্ষেত্রে ওয়ারেন্টি গ্রহন হবে না

 1. দুর্ঘটনা, বৈদ্যুতিক ত্রুটি, প্রাকৃতিক কারণ, অবহেলা বা অনুপযুক্ত ইনস্টলেশনের কারণে কোনো ক্ষতি হলে।
 2. অননুমোদিত পরিবর্তন বা পরিবর্তনের কারণে কোনো ক্ষতি হলে।
 3. মূল সিরিয়াল নম্বর সহ পণ্যগুলি সরানো হলে।

আমাদের অন্যান্য লেখা >>>

 1. ভিশন ফ্রিজ ৮ সেফটি দাম কত | ভিশন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2023
 2. Symphony Z60 মোবাইলের দাম এবং বিস্তারিত জেনে নিন
 3. স্বল্প মূল্যে ৮জিবি RAM ও 52 MP ক্যামেরা নিয়ে বাজারে এলো Walton NEXG N70
 4. বাংলাদেশে বর্তমান সয়াবিন তেলের দাম কত | সয়াবিন তেলের দাম ২০২৩
আরও পড়ুনঃ  কেনো কিনব Samsung Galaxy A05 | এর দাম কত ?

আমাদের শেষ কথা

ওয়ালটন কোম্পানি বাংলাদেশের গর্ব তাই অনেকেই ওয়ালটনের নিজস্ব পণ্য ব্যবহার করতে চায়। দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পণ্য হল রেফ্রিজারেটর। আজকের পোস্টে, আমি ওয়ালটনের তৈরি Walton Refrigerator 13 CFT Price সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশাকরি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেছেন। আর পোষ্ট চাইলে আপনি শেয়ার করতে পারেন। আপনি চাইলে আমাদের Facebook Page এ যুক্ত থেকে বিভিন্ন তথ্যের আপডেট পেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link