Realme GT5 নিয়ে এলো 24GB Ram এবং 240 Watth চার্জিং সুবিধা নিয়ে, সাথে থাকছে আরও অনেক সুবিধা!

Realme GT5 Full phone specifications

Realme নিয়ে এসেছে লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT5। এই ফোনটি 240 Watth ফাস্ট চার্জিং এবং 24GB র‍্যামের মতো আশ্চর্যজনক ফিচার্চ আমাদের দিচ্ছে। সবার নিচে ভিডিও রিভিউ দিইয়েছি এই মোবাইলটির।

২৫০ ওয়াটের চার্জার দিয়ে মাত্র ৯ মিনিটে ফোনের ব্যাটারি শূন্য থেকে সম্পূর্ণ চার্জ করা যায়। এছাড়াও, ২৪ জিবি Ram এর সুবিধার সাথে স্মার্টফোনে মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের একটি নতুন মাত্রা যুক্ত করেছে কম্পানীটি।

এগুলি ছাড়াও মোবাইলটিতে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে বাজারে অন্যান্য ফ্ল্যাগশিপের সাথে প্রতিযোগিতা করতে সহায়তা করবে। Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর Realme GT5 ফোনে ব্যবহার করা হয়েছে। যা স্মার্টফোনের জন্য সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলির মধ্যে অন্যতম।

Realme GT5 কি ধরনের প্রসেসর ব্যাবহার করা হয়েছে?
Realme GT5 কি ধরনের প্রসেসর ব্যাবহার করা হয়েছে?

এই ফোনটিতে একটি ৬.৭৪ ইঞ্চি AMOLED Display 120 Hz রিফ্রেশ রেট এর সাথে ব্যাবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যাবহার করা হয়েছে। যেগুলির মধ্যে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কম্পানিটি।

আরও পড়ুনঃ  Lithium discovery in Thailand: বৃহত্তম লিথিয়ামের মজুদ আবিষ্কার! জানুন কত মিলিয়ম কোটি টাকার লিথিয়াম আবিষ্কার হলো!
রিয়েলমি জিটি৫ কি ধরনের ক্যামেরা ব্যাবহার করা হয়েছে?
রিয়েলমি জিটি৫ কি ধরনের ক্যামেরা ব্যাবহার করা হয়েছে?

রিয়েলমি জিটি৫ ফোনের ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সম্পর্কে আলাদাভাবে কথা বলতেই হবে। যেখানে আমরা আগে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে সাধারনত ১৫০W এর দ্রুত চার্জিং দেখেছি। Realme এর 240W চার্জিং স্মার্টফোন চার্জিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন নজির স্থাপন করেছে বাজারে।

নতুন ব্যাটারি রসায়ন, নতুন চার্জিং অ্যালগরিদম এবং নতুন কুলিং সিস্টেমের মতো বেশ কয়েকটি নতুন প্রযুক্তি এই অসাধারণ চার্জিং গতির লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করা হয়েছে এই মোবাইলটিতে।

নতুন ব্যাটারি রসায়নের সহায়তায় অতিরিক্ত গরম না করেই বড় চার্জিং কারেন্ট প্রসেসিং করা সম্ভব, যখন নতুন চার্জিং অ্যালগরিদম দ্রুত চার্জিং ছাড়াও চার্জিং প্রক্রিয়াটিকে অপ্টিমাইজ করে৷ নতুন কুলিং সিস্টেমের জন্য চার্জিংয়ের সময় ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষিত থাকে।

আরও পড়ুনঃ  সাবধান হয়ে যান, ইমো অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায় এখনি জানুন!

Realme GT5 ফোনে 24 GB RAM ব্যাবহার করা হয়েছে, যা একটি স্মার্টফোনের জন্য অনেক বেশি। আবার যেকোনো কম্পিউটারের জন্যও এই মাত্রার রেম অনেক বেশি।

এত বেশি পরিমাণ র‍্যাম থাকার কারণে ফোনটি যেকোনো ধরনের চাহিদাপূর্ণ কাজ সহজে পরিচালনা করবে। পাশাপাশি মাল্টিটাস্কিং একটি নতুন স্তরে করা যাবে কোনো প্রকার ল্যাগ ছাড়াই। এবং এই শক্তিশালী হার্ডওয়্যার কম্বো যেকোনো গ্রাফিক্স গেম খেলার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও পড়ুনঃ শাওমির নতুন HyperOS কতটা আলাদা, কবে আসবে আপনার ফোনে?

আসুন জেনে নেই Realme GT5 Full phone specifications:

  • ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি + ১২০ হার্জ রিফ্রেশ রেট
  • চার্জিং: ২৪০ ওয়াট
  • র‍্যাম: ২৪ জিবি
  • স্টোরেজ: ১ টেরাবাইট
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১
  • প্রাইমারি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল ট্রিপল
  • সেল্ফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল

Realme GT5 Price in Bangladesh

বাংলাদেশি টাকায় কত হবে এখন তা বলা যাচ্ছেনা। তবে MobileDokan এর অনুসারে বাংলাদেশি টাকায় ২৫০ ওয়াট ভেরিয়েন্টের দাম ৫৫,০০০ টাকা হবে আরকি।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে ছড়ানো গুজব প্রতিরোধ করবে Tiktok, জেনে নিন কিভাবে

আরও পড়ুনঃ Nokia C12 Smartphone: হাত থেকে পড়লেও কিচ্ছু হবে না

Realme GT5 150W Price in Bangladesh

১৫০ ওয়াট ভেরিয়েন্টের দাম বাংলাদেশী টাকায় BDT. ৪৫,০০০ টাকা হতে পারে ধারনা করা হচ্ছে।

এছাড়া গ্লোবালী এই মোবাইলের দাম কত তা জেনে নিনঃ

Realme GT5 চীনে রিলিজ হয়েছে। ফোনটি একাধিক RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।

মজার বিষয় হল, ফোনের শুধুমাত্র 24GB RAM এবং 1TB স্টোরেজ ভেরিয়েন্টেই 240W চার্জিং সুবিধা পাওয়া যাবে যার দাম 3,799 ইউয়ান বা ভারতীয় রুপিতে 43,600 হবে।

150W চার্জিং সহ 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান বা 34,400 রুপি।

আর Realme GT5 এর 16 GB RAM এবং 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,299 ইউয়ান বা 37,800 রুপি।

জনপ্রিয় ইউটিউব চ্যানেল এটিসির মোবাইল রিভিউ।

অন্যান্য পোষ্টগুলিঃ

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link