মোবাইল রিসেট করার নিয়ম, কিভাবে মোবাইল রিসেট দিব – আসুন জেনে নেই।

মোবাইল রিসেট করার নিয়ম

মোবাইল রিসেট করার নিয়ম: বেশিদিন মোবাইল ব্যবহারের ফলে স্মার্টফোন স্লো হয়ে যায়। সফ্টওয়্যার বা অপারেটিং সিস্টেমের ত্রুটি, ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের কারণে আপনার শখের ফোনটি বারবার হ্যাং হয় এবং বার বার রিস্টার্ট হয়। অনেক সময় ফোন ফ্যাক্টরি রিসেট (Factory Reset) করে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়ে থাকে।

ফ্যাক্টরি রিসেট কী – What is Factory Reset?

মোবাইল মার্কেট থেকে কেনার সময়, ফোনে অপারেটিং সিস্টেম এবং নির্দিষ্ট অ্যাপ ছাড়া অন্য কোনো ডেটা থাকে না। ফ্যাক্টরি রিসেট এর মাধ্যমে ফোনটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় যেমনটি মার্কেট থেকে ক্রয় করার সময় থাকে।

আরও পড়ুনঃ  জেনে নিন সোনালী ব্যাংক চেক লেখার নিয়ম | ইসলামী ব্যাংক চেক লেখার নিয়ম

ফ্যাক্টরি রিসেট ফোনের সমস্ত ডেটা মুছে ফেলবে এবং বিভিন্ন ত্রুটিপূর্ণ সফ্টওয়্যার, ভাইরাস বা ম্যালওয়্যার থেকে রক্ষা করবে৷ এছাড়া পুরানো ফোন বিক্রি করার সময় সমস্ত ডেটা স্থায়ীভাবে মুছার জন্য ফ্যাক্টরি রিসেটও প্রয়োজন হয়ে থাকে।

আরও পড়ুন:মেসেঞ্জারে কিভাবে নোট ব্যবহার করতে হয় – এখনি জানুন নতুন এই ফিচার সম্মন্ধে

কিভাবে Factory Reset করবেন?

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলমান একটি ফোন ফ্যাক্টরি রিসেট করতে নিচের ধাপ গুলি অনুসরণ করুন:

  • ১) মোবাইলের সেটিং এ প্রবেশ করুন।
  • ২) তারপর নিচের দিকে স্ক্রল করে General Management এ প্রবেশ করুন।
  • ৩) তারপর রিসেট বাটনে ক্লিক করুন।
  • ৪) আবার আপনি সেটিংস এ ঢুকে উপরে সার্চ বার দেখতে পাবেন। সেখান থেকে আপনি Reset সার্চ করে সরাসরি রিসেট বাটন পেয়ে যাবেন।
  • ৫) এরপর Factory Data Reset বাটনে ক্লিক করুন।
  • ৬) পরবর্তী ধাপে নিয়ে গেলে রিসেট বাটন / Erase Button এ ক্লিক করলে কিছুক্ষনের মাঝেই আপনার ফোন রিসেট রিসেট হয়ে যাবে।
  • ৭) রিসেট হতে কয়েক মিনিট প্রয়োজন হয়ে থাকে।
  • ৮) রিসেট হবার পরে স্বয়ংক্রিয়ভাবে মোবাইলটি রিবুট হবে।
  • ৯) এর পর দেখানো ধাপ অনুযায়ী ফোনের সেটিং নির্বাচন করে সেটিং করে নিতে হবে।
আরও পড়ুনঃ  Dark Web: কিভাবে বুঝবেন আপনার নাম ঠিকানা ডার্ক ওয়েবে আছে কিনা? না জানলেই বিপদ

আরও পড়ুন:আইফোন এর কয়েকটি সমস্যা ও সহজ সমাধান

সে সব সতর্কতা প্রয়োজন

ফোন রিসেট করার আগে অবশ্যই আপনার ফোনে থাকা প্রয়োজনীয় সব ডেটা বেকাপ নিয়ে রাখবেন। কারন ফোন রিসেট দিলে আপনার সকল ডাটা ডিলিট হয়ে যাবে। মোবাইলে ফেক্টরি রিসেট দেওয়া খুবই ইজি বিষয়। তাই ভয় না পেয়ে বিনা পয়সায় মোবাইলের হ্যাং প্রবলেম সলভ করুন নিজে নিজেই।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link