খুব সহজেই মোবাইলে আসা Call কম্পিউটারে রিসিভ করুন – এখনি জেনে নিন!

খুব সহজেই মোবাইলে আসা Call কম্পিউটারে রিসিভ করুন

মোবাইলে আসা Call কম্পিউটারে রিসিভ করুন: Link To Windows নামের একটি App মোবাইলে Google Playstore থেকে ডাউনলোড করে নিন।

এটি সম্পূর্নভাবে ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন। App টিতে ঢুকলে ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের Access দিতে হবে।

তারপর কম্পিউটারের সাথে ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের সাহায্যে কানেক্ট করে নিতে হবে।

কম্পিউটারে কিভাবে App টি ডাউনলোড করবেন? – Phone Link

অনুরূপভাবে Computet/Laptop এ মাইক্রোসফটের app store থেকে Phone Link ডাউনলোড করুন। আপনি এই app টি সম্পূর্ন বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুনঃ  মেসেঞ্জারে কিভাবে নোট ব্যবহার করতে হয় - এখনি জানুন নতুন এই ফিচার সম্মন্ধে

এই app এর সাহায্যে আপনার মোবাইলের সাথে সংযুক্ত করে নিতে পারবেন আপনার কম্পিউটার ও লেপটপকে।

মোবাইলে আসা Call কম্পিউটারে রিসিভ কিভাবে করবেন? – জানুন

  • ১) প্রথমে মোবাইলে থাকা Link To Wondows App টি ওপেন করতে হবে।
  • ২) একইভাবে কমিউটারে থাকা Phone Link App টি ওপেন করতে হবে।
  • ৩) এরপর আপনার মোবাইলে ডিভাইস Scan করলে সেখানে Windows Computer শো করবে।
  • ৪) তারপর কম্পিউটার সিলেক্ট করে পারমিশন দিতে হবে। তারপর স্কিনে Call-Log বা Dail দেখা দিবে।

সকল কাজ কম্পলিট। মোবাইলে আসা Call এখন কম্পিউটারে রিসিভ করে কথা বলতে পারবেন খুব সহজেউ। তথ্যটি কাজে আসলে শেয়ার করবেন। এছাড়া আমাদের Whatsapp Group গুলিতে যুক্ত থাকার অনুরোধ রইলো।

আরও পড়ুনঃ  কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় | কি করবো জীবনে

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link