চাকরি দিচ্ছে Microcredit Regulatory Authority, যেভাবে আবেদন করবেন

Microcredit Regulatory Authority

Microcredit Regulatory Authority (MRA) অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ১৬তম গ্রেডে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
  • পদসংখ্যা: ৪টি
  • যোগ্যতা: HSC বা সমমান পাস। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত অ্যাপটিটিউড টেস্টে (ব্যবহারিক পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে।
  • বয়স: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
  • বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আরও পড়ুনঃ  জব সার্কুলার প্রকাশ করলো এসিআই মোটরস লিমিটেড, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়

যেভাবে Microcredit Regulatory Authority তে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর 121 এ কল করুন বা alljobs.query@teletalk.com.bd এবং dd_hr@mra.gov.bd এ ইমেল করুন।

এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ই-মেইল বা বার্তার বিষয় অবশ্যই প্রতিষ্ঠানের নাম এবং অবস্থান এবং ব্যবহারকারীর আইডি এবং যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে।

MRA আবেদন ফি কত টাকা

অনলাইনে ফর্ম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি সহ ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে।

অন্যান্য তথ্য ও খবর পেতে আমাদের মূলপাতা ভিজিট করুন, এবং দ্রুত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত থাকুন।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link