Happy Saraswati Puja Wishes: সরস্বতী পূজার শুভেচ্ছা বার্তা / সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন

Contents
সরস্বতী পূজা কখন হয়?সরস্বতী পূজার স্ট্যাটাস (Happy Saraswati Puja)সরস্বতী পূজার শুভেচ্ছা sms | শুভ সরস্বতী পূজার শুভেচ্ছাসরস্বতী পূজার ক্যাপশন | সরস্বতী শুভেচ্ছাHappy saraswati puja wishes / Bangla saraswati pujaSaraswati puja wishes | Saraswati puja wishউপসংহারFAQকোন দিনে সরস্বতী পূজা হয়?
Happy Saraswati Puja Wishes: মা সরস্বতী সকলের জীবনে জ্ঞানের আলো নিয়ে আসুক। আমরা আমাদের সকল প্রিয়জনের সাথে এই শুভ কামনা স্মরণ করি। আসুন সবাই মিলে এই দিনে আমাদের প্রিয়জনকে উষ্ণ শুভেচ্ছা জানাই।

সরস্বতী পূজা কখন হয়?
সরস্বতী বিদ্যা, বুদ্ধি এবং সঙ্গীতের দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এই পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। জানুন ???????? সরস্বতী পূজা ২০২৪ বাংলাদেশ [কবে,কখন ও সময়]।

সরস্বতী পূজার স্ট্যাটাস (Happy Saraswati Puja)
১) সরস্বতী বিদ্যার দেবী
কলম নিলাম হাতে,
চলি যেন সারা জীবন
মাগো তোমার সাথে।
~শুভ সরস্বতী পূজা~

২) মা সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী
করুক তোমার মঙ্গল
বিদ্যা বুদ্ধিতে হও যশি,
জীবনে ঘুচুক সব অমঙ্গল।
~শুভ সরস্বতী পূজা~

৩) সকলকে জানাই সরস্বতী পূজার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

৪) সরস্বতী পূজো এলে মন আলোয় খুসিতে দোলে,
মাগো তুমি দাও ভরে বিদ্যা বুদ্ধি আমার কোলে।

৫) সরস্বতী পূজার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
কামনা করি মা সরস্বতীর আশীর্বাদে সবার জীবন জ্ঞান ও বুদ্ধিতে ভরে উঠুক।
শুভ সরস্বতী পূজা

৬) সরস্বতী পূজার এই পবিত্র দিনে সুখে থাকুক সবাই,
এসো সবাই মনের দরজা খুলে, আনন্দে, ভালোবাসায় আজকের দিনটি কাটাই।
শুভ সরস্বতী পূজা

৭) সরস্বতী পূজার এই শুভ মুহূর্তে তোমার মনের সকল আশা পূর্ণ হোক।
সরস্বতী মায়ের আশীর্বাদে, তুমি জীবনে সফল হয়ে ওঠো।
এই কামনা নিয়েই তোমাকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই।

৮) আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সহ অনেক ভালোবাসা ও শুভ কামনা।
শুভ সরস্বতী পূজা

৯) সরস্বতী মায়ের হাত সর্বদা আপনার মাথায় থাকুক,
বিদ্যা এবং বুদ্ধি আপনার সাথে থাকুক,
আপনার সকল চাওয়া পাওয়া পূর্ণ হোক।
শুভ সরস্বতী পূজা

১০) সরস্বতী মায়ের আশীর্বাদে তোমার জীবন জ্ঞান ও যশে ভরে উঠুক।
শুভ সরস্বতী পূজা

আরও পড়ুনঃ ইংরেজি প্রবাদ বাক্য বাংলা অর্থসহ
জানুন ????????আধ্যাত্মিকতায় নারীকে ভোগ করা বলতে কী বোঝায়? – Educational Purposes

সরস্বতী পূজার শুভেচ্ছা sms | শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা
১) সরস্বতী পূজার মতোই আনন্দময় হোক প্রতিটি দিন।
সুন্দর হোক তোমার জীবন,
পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া।
শুভ সরস্বতী পূজা

২) সরস্বতী বিদ্যবতী,
প্রার্থনা মা তোমার প্রতি,
সকলকে দিও জ্ঞান উপহার,
সকলের হোক শান্তির সংসার
~সরস্বতী পূজার শুভেচ্ছা~

৩) আজকের এই শুভদিন সকল ছাত্র-ছাত্রী মেতে উঠুক বীনাপানির আরাধনায়।
সকলকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা।

৪) মা সরস্বতীর কৃপায় তোমার জীবন জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক।
সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা রইলো।

৫) দেবী সরস্বতী যেন তোমার জীবন জ্ঞানের আলোয় আলোকিত করে তোলেন।
এই কামনা নিয়েই তোমাকে সরস্বতী পূজোর শুভেচ্ছা জানাই।

৬) বিদ্যা বুদ্ধি দাও মা ঢেলে,
ঠেকাই মাথা তোমার কোলে।

৭) এই সরস্বতী পূজোতে মা সরস্বতীর আশীর্বাদ তোমার ওপর পড়ুক।
তোমার জীবন সুখ-শান্তি এবং আনন্দে পরিপূর্ণ থাকুক।
শুভ সরস্বতী পূজো

৮) স্বপ্নগুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখগুলো দূরে যাক,
সুখে জীবন ভরে যাক,
জীবনটা হোক ধন্য,
সরস্বতী পূজার শুভেচ্ছা তোমার জন্য।

৯) সরস্বতী মায়ের আশীর্বাদে তোমার জীবনে চির সুখ ও শান্তি আসুক,
এবং সাফল্যের সব রাস্তা তোমার জন্য খুলে যাক।
শুভ সরস্বতী পূজা

১০) বসন্ত পঞ্চমী এই শুভ উৎসবে আপনার কাছে জ্ঞানের সম্পদ বয়ে আসুক।
~শুভ বসন্ত পঞ্চমী~

সরস্বতী পূজার ক্যাপশন | সরস্বতী শুভেচ্ছা সরস্বতী পূজার ক্যাপশন | সরস্বতী শুভেচ্ছা
Bangla saraswati puja
Bangla saraswati puja
১) সকলকে জানাই শুভ সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা।
প্রার্থনা করি, শিক্ষার আলো ছুঁয়ে যাক সকলকে।
আত্মা বিকশিত হোক সকলের।

২) মা সরস্বতী তোমাকে অফুরন্ত জ্ঞান এবং বিদ্যা দিক।
তুমি ও তোমার পরিবার আনন্দের সাথে আজকের দিনটি উদযাপন করো।

৩) দুঃখ গুলো ভুলে গিয়ে সরস্বতী পূজার আানন্দে মেতে উঠুক সবার মন সবাইকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

৪) এই উৎসবের দিনে মা সরস্বতী তোমার জীবনকে বিদ্যা-বুদ্ধিতে ভরে তুলুক।
শুভ সরস্বতী পূজা

৫) সরস্বতী পূজা নিয়ে আসুক আনন্দ আর সুখ, মুছে যাক সব বিষণ্ণতা আর দুঃখ।
শুভ সরস্বতী পূজা

৬) এই সরস্বতী পূজা তোমার জীবনে নিয়ে আসুক সুখ ,
সকল কাছের মানুষ এবং পরিজনদের সাথে এই দিনটি উদযাপন করো,
তোমার জীবন ও মন ভালোবাসায় ভরে উঠুক।
শুভ সরস্বতী পূজা

আরও পড়ুনঃ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের স্ট্যাটাস | বঙ্গবন্ধুর জন্মদিনের উক্তি
৭) এই বসন্ত পঞ্চমী আপনার জীবনে আরো বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান নিয়ে আসুক এই আশা নিয়েই আপনাকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি।

৮) সরস্বতী মায়ের আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত পাপ এবং বাধা ধ্বংস হয়ে যাক।
শুভ সরস্বতী পূজা

৯) শুভ সরস্বতী পূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে।

১০) আমার তরফ থেকে আপনার জন্য রইলো সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা।
সরস্বতী পূজার দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন।
শুভ সরস্বতী পূজা Happy saraswati puja wishes / Bangla saraswati puja
Happy saraswati puja wishesHappy saraswati puja wishes
১) সরস্বতী পূজার এই আনন্দের মুহূর্তে তোমার জন্য আমার আন্তরিক উষ্ণ শুভেচ্ছা রইলো।
কামনা করি সরস্বতী ঠাকুর যেন তোমার জীবনে তাঁর আশীর্বাদ সবসময় বজায় রাখেন।
শুভ সরস্বতী পূজা

২) জ্ঞানের আলোয় সেজে উঠুক এই পৃথিবী,
আনন্দের সাথে উদযাপন করো আজকের দিনটি,
মা সরস্বতীর আশীর্বাদ থাকুক তোমার ওপর,
সমৃদ্ধ হোক তোমার মন ভক্তিভাবে।
শুভ সরস্বতী পূজা

৩) সকল কে জানাই সরস্বতী পূজোর আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।

৪) একে একে দুই হয়
দুয়ে দুয়ে চার
মা এলে বুদ্ধি বারে
বিদ্যা জ্ঞানে অপার।

৫) মায়রে আশির্বাদে যেন তোমার জীবন নবচেতনার সঞ্চার ঘটে।
এই শুভকামনা নিয়ে জানাই সরস্বতী পূজোর আগাম শুভেচ্ছা জানাই।

৬) এই বসন্ত পঞ্চমীতে তোমার জীবন যেন প্রকৃত জ্ঞান ও বুদ্ধির আলোয় পূর্ণ হয়।
সরস্বতী পূজোর শুভেচ্ছা রইলো।

৭) এবছর ভাবছি সরস্বতী ঠাকুরের পায়ে বইয়ের বদলে মোবাইল আর অনলাইন ক্লাসের PDF গুলাে দেবো।

৮) মা সরস্বতীর কৃপায় তোমার জ্ঞান বৃদ্ধি পাক ও শুভ চিন্তার বিকাশ ঘটুক।
~শুভ সরস্বতী পূজা~

৯) সরস্বতী পূজোয় কেউ হাতটা ধার দিবি।
এমন করে একটা ছবি তুলেই ফেরত দিয়ে দিতাম আর কি!

১০) হাতে কোন কার্ড ছাড়া
বন্ধু দিলাম তোমায় নিমন্ত্রণ
তুমি পূজোয় এসো বন্ধু
রেখো মোর আমন্ত্রণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *