হরতালের কারনে কী এইচএসসি রেজাল্ট ২০২৩ পিছিয়ে যাবে? (HSC result 2023)

হরতালের কারনে কী এইচএসসি রেজাল্ট ২০২৩ পিছিয়ে যাবে

বর্তমানে রাজনৈতিক কারণে দেশের পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।এমতাবস্থায় ২০২৩ সালের এইচএসসির ফল প্রকাশে দেরি হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষার্থীরা।

আজ আমরা এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন এবং জেনে নিন।

বর্তমানে শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার ফলাফল তৈরি করছে। এক্ষেত্রে তারা শিক্ষকদের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন করে নম্বর সংগ্রহ করেন এবং তার ভিত্তিতে এখন পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে।

হরতালের কারনে কী এইচএসসি রেজাল্ট ২০২৩ পিছিয়ে যাবে?

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ‘তপন কুমার সরকার‘ গণমাধ্যমকে জানান,

নভেম্বরের শেষের দিকে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। যেখানে আনুষ্ঠানিকতার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, শিক্ষামন্ত্রীসহ উপমন্ত্রী, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা সচিব উপস্থিত থাকবেন।এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অনলাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন এবং তারপর শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবে‘।

আরও পড়ুনঃ  যেভাবে দেখছে ইংরেজি ১ম ও ২য় পত্র খাতা | এইচএসসি পরীক্ষা ২০২৩

রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরসহ শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

কিন্তু সমস্যা হলো, যেদিন ফলাফল ঘোষণা করা হবে, সেদিন যদি কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের পরিস্থিতি খারাপ হয়।

সেক্ষেত্রে ২০২৩ সালের এইচএসসির ফল প্রকাশ হবে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ফল প্রকাশের দিনই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। কোন সমস্যা হবে না।

রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল, মিটিং, হরতাল, অবরোধের মতো ঘটনা ঘটেছে তবে আমরা সঠিক সময়ে ফলাফল প্রকাশ করব।

তবে এখানে কোনো ধরনের পরিস্থিতি খারাপ হলে কলেজে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে বাকি বিষয়গুলো স্বাভাবিকভাবে মূল্যায়ন করে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই ক্ষেত্রে, শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

আরও পড়ুনঃ এইচএসসি ২০২৩ পরীক্ষায় অনেক শিক্ষার্থী ফেল! কি বললেন শিক্ষকরা? জানতে দেখুন এখানে

সামনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় আছে। তাই আমরা সেসব বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি এবং কোনো রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে সুখবর, জেনে নিন সকল তথ্য

আশাকরছি আপনাদের এমন ধরনের খবর ভালো লাগে। যদি ভালো লাগে তবে আমাদের সোসাল মিডিয়াগুলি অনুসরণ করুন

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link