Contents
টেলিটক নাম্বার দেখার উপায় ২০২৩আমি কিভাবে টেলিটক নাম্বার চেক করব?টেলিটক নাম্বার কোড এর লিস্টটেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২৩ – যা আপনার অবশ্যই জানা দরকার
আজকে আপনাদের স্বল্প সময়ে টেলিটক নাম্বার দেখার উপায় ২০২৩ সম্মন্ধে আলোচনা করব। আপনি হয়ত আপনার টেলিটক সিমের নাম্বার ভুলে গেছেন আর তাই নাম্বারটি এখন খুজছেন। অনেক পদ্ধতি আছে নিজের নাম্বার খুজে বের করার। আর আমি এ বিষয়ে আজ আপনাদের সাহায্য করব। একমাত্র রাষ্ট্রীয় সিম বা অপারেটর হচ্ছে টেলিটক। আর এটি বর্তমানে 2g, 3g, 4g, 5g সার্ভিস দিচ্ছে আমাদের। ২০০৪ সাল থেকে বাংলাদেশে যাত্রা শুরু করে এই টেলিটক অপারেটরটি। ৫ মিলিয়ন মানুষ বর্তমানে এই টেলিটক অপারেটর ইউজ করে থাকে।
আরও পড়ুনঃ স্কিটো(Skitto) সিমের যাবতীয় সকল কোড, অফার, মিনিট অফার, এম্বি অফার সম্মন্ধে বিস্তারিত
টেলিটক নাম্বার দেখার উপায় ২০২৩
*551# – কোডটি ডায়াল করে আপনি সহজেই নিজের টেলিটক নাম্বার বের করে ফেলতে পারবেন। যেটিতে কোনো খরচ নেই। আরেকটি পদ্ধতি আছে সেটি হলোঃ
আপনার মোবাইলের মেসেজের অপশনে যাবেন।
তারপর P লিখবেন।
তারপর 154 নাম্বারে সেন্ড করে দিন।
ফিরতি মেসেজে আপনার নাম্বার সো করবে।
টেলিটক হচ্ছে বর্তমানে শিক্ষার্থীবান্ধব মোবাইল অপারেটর। যা ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বিশেষ ইন্টারনেট প্যাকেজ দিয়ে থাকে। এই অপারেটরটি শিক্ষার্থীদের জন্য হলেউ বর্তমানে এই অপারেটর সকল মানুষ ব্যাবহার করতে পারে। কখনো কখনো মানুষ তার নিজের ফোন নাম্বার ভুলে যায়, এর বড় কারন হচ্ছে একের অধিক নাম্বার ব্যাবহার করা। আপনারা যাতে নিজের নাম্বার নিজেই বের করতে পারেন তারজন্য আমি আজ এই পোষ্টটি লিখলাম।
আরও পড়ুনঃ রবিতে টাকা দেখার কোড | রবিতে টাকা দেখে কিভাবে
বিভিন্ন কারনে নিজের নাম্বার জানা খুবই জরুরি। কাউকে বলতে, বিভিন্ন কাজে এমনকি ফেক্সিলোডের জন্যও নিজের নাম্বার জানা খুবই গুরুত্বপূর্ন। টেলিটক নাম্বার জানতে উপরে দেয়া USSD কোড ইউজ করুন।
আমি কিভাবে টেলিটক নাম্বার চেক করব?
মোবাইলের মেসেজ অপশনে যান।
মেসেজে P টাইপ করুন।
এরপর 154 নাম্বারে সেন্ড করে দিন।
সঠিকভাবে এই পদ্ধতি ফলো করলে ফিরতি মেসেজে আপনার মোবাইল নাম্বার জানতে পেরে যাবেন।
টেলিটক নাম্বার কোড এর লিস্ট
টেলিটক নম্বর চেক কোড *551#
টেলিটক নম্বর SMS পদ্দতি -১ P লিখে সেন্ড করুন 154 নম্বরে
টেলিটক নম্বর SMS পদ্দতি -২ W লিখে সেন্ড করুন 321 নম্বরে
এই কটা পদ্ধতিও ফলো করতে পারেন, যদি আপনি বুঝে থাকেন তবেই।
টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড ২০২৩ – যা আপনার অবশ্যই জানা দরকার
টেলিটক মোবাইল নম্বর চেক কোড: *551#
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড: *152#
টেলিটক ব্যালেন্স চেক কোড: *152#
টেলিটক এমএমএস চেক কোড: *152#
টেলিটক মিনিট ব্যালেন্স চেক কোড: *152#
টেলিটক মোবাইল নম্বর জানতে: “P” টাইপ করুন এবং 154 নম্বরে পাঠান
টেলিটক মোবাইল নাম্বর দেখতে: “W” টাইপ করুন এবং 321 নম্বরে পাঠান
টেলিটক সিমের টাকা কাটার সার্ভিসগুলো বন্ধ করতে আপনার মোবাইল থেকে STOP ALL লিখে 335 নাম্বারে পাঠিয়ে দিন।
আরও পড়ুনঃ বাংলালিংক সিমের নাম্বার দেখে কিভাবে | বাংলালিংক নাম্বার বের করার নিয়ম
আমি কিভাবে টেলিটক নাম্বার চেক করব
আমি কিভাবে টেলিটক নাম্বার চেক করব সেটি চার্টে দিয়ে দিলাম
যদি আপনি আপনার টেলিটক সিমের কোনো কোড যদি এই পোশটে খুজে না পান তবে আমাকে নিচে কমেন্ট করুন। আমি পরবর্তিতে জানিয়ে দিব। মোবাইল অপারেটর সম্মন্ধে আরও জানতে পারবেন এখানে ক্লিক করে। ধন্যবাদ সবাইকে।