সকল সিমের এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ | কিভাবে এমবি ট্রান্সফার করতে হয়

জিপিতে এমবি ট্রান্সফার করার নিয়ম

প্রিয় পাঠক, আপনারা অনেকেই এমবি ট্রান্সফার করার নিয়ম সম্মন্ধে জানতে গুগলে সার্চ করে থাকেন। সেজন্য আমরা আজ আপনাদের জন্য এই এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ পোষ্ট নিয়ে হাজির হলাম। আমাদের ফোনে অনেক সময় হঠাৎ করেই এমবি শেষ হয়ে যায়। আবার কোন বন্ধুর ফোনে এমবি শেষ হয়ে গেলে কি করবেন। এমন পরিস্থিতি যে টাকা রিচার্জ করারও কোন ব্যবস্থা নেই। এই সময় কি কোন ভাবে তার ফোনে এমবি দেওয়া যাবে? এমন প্রশ্ন আমাদের মাঝে অনেক সময় আসে। আর সেটির উওর হচ্ছে, অবশ্যই আপনি এমবি ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে এমবি গিফট করতে পারবেন। আজকে মূলত এ সম্পর্কে আলোচনা করবো। জিপি এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩,বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩এয়ারটেল এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩, রবি এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ সম্পর্কে আলোচনা করবো। 

 

এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩

এক সিমের ব্যালান্স থেকে অন্য একটি সিমে কিভাবে Mb Transfer এবং যেকোনো প্যাকেজ গিফট করা যায়। এমবি ট্রান্সফার করা খুবই সহজ একটি কাজ।দেশে ব্যবহৃত সিম গ্রামীণ, বাংলালিংক এবং রবি সিমের এমবি ট্রান্সফার এবং গিফট করার উপায় জানবো খুব সহজে। দিনের পর দিন মোবাইল ব্যবহারে এতটাই সহজ লভ্যতা এসেছে যে ইন্টারনেট ব্যবহারের জন্য এমবি পর্যন্ত একজন অন্য জনকে শেয়ার করতে পারে। আবার একজন চাইলেই তার সিমের টাকা থেকে অন্য একজনকে গিফট করতে পারে ও যেকোনো প্যাক ক্রয় করে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক প্রত্যেকটি সিম কোম্পানির এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম

দেশের জনপ্রিয় বাংলালিংক সিম থেকে অন্য একটি সিমে এমবি ট্রান্সফার করার জন্য প্রথমে মোবাইলের প্লে স্টোরে গিয়ে MyBL (My Banglalink) আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম
বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম
  • এবার আপনি যে নাম্বার থেকে এমবি ট্রান্সফার করতে চান সেই সিমের নাম্বার দিয়ে অ্যাপ লগইন করতে হবে।
  • এখন অ্যাপটি ওপেন করে নিচের দিকে স্ক্রল করলেই ইন্টারনেট প্যাকেজ নামে একটি অপশন দেখতে পাবেন।
  • তার নিচে দেখতে পাবেন সি অল (See all) অপশন রয়েছে। সেখানে গিয়ে See All অপশনে ক্লিক করুন।
  • এবার আপনি উপহার অপশনটিতে ক্লিক করুন।
  • অ্যাপস থেকে উপহার বা গিফট অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন কত টাকায় কত এমবি গিফট করতে পারবেন।
  • এখানে যত টাকায় যত এমবি লেখা দেখবেন সেই অফারটি আপনি আপনার বা অন্য যে কারোর বিএল সিম বা বাংলালিংক সচল সিমে দিতে পারবেন।
  • এখান থেকে গিফট বা উপহার দিলে আপনার মোবাইল ব্যালান্স থেকে টাকা কেটে নেওয়া হবে।
  • এখান থেকে শুধু এমবি তাই না বরং আপনি মিনিট এবং এসএমএস ও গিফট বা উপহার দিতে পারবেন খুব সহজে।
  • এবার আপনি যে প্যাকেজটি অফার করেন সেই প্যাকেজের উপর ক্লিক করুন। এবার যে নাম্বারে গিফট পাঠাবেন সেই নাম্বারটি লিখে দিন।
  • এবার পরবর্তী অপশনে ক্লিক করুন। এখানে কি উপলক্ষে গিফট করছেন তা লেখার জন্য একটা ছোট্ট ইনবক্স পাবেন।
আরও পড়ুনঃ  বাংলালিংক সিমের নাম্বার দেখে কিভাবে | বাংলালিংক নাম্বার বের করার নিয়ম

এবারে নাম্বার দিয়ে আবার পরবর্তী অপশনে দেওয়ার আথে সাথে যাকে গিফট করছেন তার মোবাইলে এসএমএসের মাধ্যম এবং আপনার মোবাইলেও এসএমএস এর সাহায্যে কনফার্মেশন করে দেওয়া হবে যেখান থেকে আপনারা জানতে পারবেন যে ফাইনালি গিফট বা উপহার যাকে দিয়েছেন সে পেল কি না। অন্যদিকে যাকে দিয়েছেন সেও দেখতে পাবে তাকে কে গিফট করল আর কেনই বা করলো। এখানে বলে রাখা ভালো, আপনার মোবাইলের এমবি ডিরেক্ট অন্য সিম বা মোবাইলে ট্রান্সফার করবেন এরকম কোনো অপশন এখনো চালু করেনি বাংলালিংক সিম কোম্পানি পক্ষ থেকে। আসুন এবার গ্রামীণ সিমের এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

জিপিতে এমবি ট্রান্সফার করার নিয়ম

গ্রামীণ সিম থেকেও এমবি ট্রান্সফার নিয়ম এবং বাংলালিংক থেকে এমবি ত্রান্সফারের নিয়ম একই।

সকল সিমের এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ | কিভাবে এমবি ট্রান্সফার করতে হয়
জিপিতে এমবি ট্রান্সফার করার নিয়ম
  • তবে গ্রামীণের ক্ষেত্রে আপনাকে গ্রামীণ সিমের অফিসিয়াল অ্যাপ MyGP – Offer, Recharge, Sports ডাউনলোড করে ইন্সটল করতে হবে।
  • এবার আপনি যে সিম থেকে এমবি অন্য একটি সিমে নিবেন বা ট্রান্সফার করবেন সেই নাম্বার থেকে মাই জিপি apps এ লগইন করতে হবে। এবার আপনি গিফট প্যাকেজে চলে যাবেন।
  • সেখানে গিয়ে গিফট প্যাকেজ হিসেবে এমবি বা মিনিট বা এসএমএস যেকোনো একটি প্যাকেজ অন যেকোনো গ্রামীণ সিম ব্যবহারকারিকে গিফট করতে পারবেন।
  • এক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে আপনার গিফটের প্যাকেজের সমান টাকা কেটে নিবে।
  • এখানে গিফট করার জন্য আপনার সিমের ব্যালান্স থেকে প্যাকেজের মূল্য পরিমাণ টাকা কেটে নেওয়া হবেহ।
  • এবং গিফট করার জন্য আপনার সিমটি আপনার মোবাইলে থাকতে হবে এবং সেই সিম থেকেই ডাটা অন রাখতে হবে।
  • ঐ সিমের ডাটা অন না রেখে আপনি গিফট করতে পারবেন না।
আরও পড়ুনঃ  রবিতে টাকা দেখার কোড | রবিতে টাকা দেখে কিভাবে

বাংলালিংক, গ্রামিনের পর এবার জেনে নেওয়া যাক কিভাবে রবি সিম থেকে রবি সিমে এমবি ট্রান্সফার করার নিয়ম কি। কিভাবে রবি থেকে রবিতে এমবি ট্রান্সফার করার নিয়ম।

রবি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার

রবি থেকে রবিতে এমবি ট্রান্সফার করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে মাই রবি এপ্স ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এরপর গ্রামীণ বাংলালিংক এপ্স এর মতোই আপনি যে নাম্বার থেকে এমবি বা মিনিট বা এসএমএস ট্রান্সফার করতে চান সেই সিম থেকে এপ্সে লগইন করুন।

রবি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার
রবি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার
  • এরপর স্ক্রল করে গিফট বা উপহার অপশন দেখতে পাবেন। সেখানে যেকোনো একটি প্যাকেজ সিলেক্ট করুন যেটি আপনি অন্য একটি সিমে ট্রান্সফার করবেন।
  • এবার যে সিমে গিফট করবেন সেই সিমের নাম্বার বসিয়ে পরবর্তীতে ক্লিক করুন।
  • এবার আপনাকে এবং যাকে গিফট করলেন দুজনের মোবাইলেই এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে।
  • রবিতেও সরাসরি এমবি ট্রান্সফারের কোনো সিস্টেম এখনো চালু করেনি রবি সিম কোম্পানি।
  • রবি থেকে রবিতে এমবি বা মিনিট গিফট করলেই প্যাকেজের সম পরিমাণ টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নিবে।

এয়ারটেল টু এয়ারটেল এমবি ট্রান্সফার

এয়ারটেল টু এয়ারটেল এমবি ট্রান্সফার
এয়ারটেল টু এয়ারটেল এমবি ট্রান্সফার
  • আপনার এয়ারটেল সিম থেকে অন্য এয়ারটেল সিমে এমবি ট্র্যান্সফার করতে *1212# Dail করুন।
  • তারপর আপনি ডাটা ট্রানস্ফার অপশনটি নির্বাচন করুন।
  • আপনি কি পরিমান ডাটা ট্রান্সফার করতে চান তার পরিমাণ নির্বাচন করুন।
  • তারপর যে নাম্বারে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই নাম্বারটি লিখুন।
  • এবং সহজে সেন্ড করে দেন আপনার কাঙ্খিত এয়ারটেল নাম্বার এয়ারটেল ডাটা ব্যালান্স।
  • এছাড়াও আপনি মাই এয়ারটেল অ্যাপ থেকে সহজেই এয়ারটেল ব্যালেন্স এমবি স্থানান্তর করতে পারবেন।
  • এয়ারটেল অ্যাপ থেকে এয়ারটেল এমবি ট্রানস্ফার সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন।

৬০ এমবি ট্রান্সফার নিয়মঃ

*১৪১*৭১২*৪* তারপর যে নাম্বারে এমবি পাঠাবেন সেই নাম্বার দিন। যেমনঃ *১৪১*৭১২*৪*০১৫×××××××××× তুলে ডায়াল করুন।

২০ এমবি ট্রান্সফার করার নিয়মঃ

*১৪১*৭১২*৯* যার নাম্বারে পাঠাবেন সেই নাম্বার। তারপর ডায়াল করুন। যেমনঃ *১৪১*৭১২*৯*০১৬×××××××× ডায়াল করুন।

শেষ কথা  

আমি আশা করি, সকল সিমের এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। উপরের বর্ননাকৃত নিয়ম গুলো অনুসরণ করে আপনি খুব সহজেই এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। বর্তমান সময়ে বিভিন্ন কারণে বিপদের সময় আমাদের এমবির প্রয়োজন হয়। তাই সম-সাময়িক সমস্যা নিয়ে আজকের লেখাটা প্রকাশ করা হলো। যাতে আপনারা কোন সমস্যার সম্মুখীন না হন। এছাড়াও এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে যদি প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই তা আমাদের কমেন্ট করতে পারেন। এছাড়া উপরে রেটিং বক্সে আমাদের একটি রেটিং দিয়ে যেতে পারেন। এতে করে আমরা লেখালেখি করতে আরও উতসাহিত হয়ে থাকি।

আরও পড়ুনঃ  স্কিটো(Skitto) সিমের যাবতীয় সকল কোড, অফার, মিনিট অফার, এম্বি অফার সম্মন্ধে বিস্তারিত

আপনি এই পোষ্টগুলি দেখতে পারেন>>

  1. রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড | Robi Emergency Balance Loan Code
  2. রবিতে টাকা দেখার কোড | রবিতে টাকা দেখে কিভাবে
  3. এয়ারটেল মিনিট চেক কোড ২০২৩ | এয়ারটেল মিনিট অফার দেখার নিয়ম
  4. স্কিটো(Skitto) সিমের যাবতীয় সকল কোড, অফার, মিনিট অফার, এম্বি অফার সম্মন্ধে বিস্তারিত
  5. সকল সিমের প্রয়োজনীয় কোড ২০২৩ | প্রয়োজনীয় সকল কোড সমূহ
  6. রবিতে এমবি কিভাবে দেখে,জেনে নিন আমাদের থেকে

TAG: এমবি ট্রান্সফার করার নিয়ম,এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩,বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম,জিপি এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৩,জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার 2023,জিপিতে এমবি ট্রান্সফার করার নিয়ম,এমবি ট্রান্সফার,এমবি ট্রান্সফার করার কোড,এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার,রবি এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার,রবি থেকে রবি এমবি ট্রান্সফার,এক ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার,এয়ারটেল এমবি ট্রান্সফার করার নিয়ম,জিপি টু জিপি এমবি ট্রান্সফার,এমবি ট্রান্সফার করার নিয়ম রবি,রবি এমবি ট্রান্সফার করার নিয়ম,কিভাবে এমবি ট্রান্সফার করতে হয়,বাংলালিংক থেকে বাংলালিংক এমবি ট্রান্সফার,এয়ারটেল টু এয়ারটেল এমবি ট্রান্সফার,এয়ারটেল থেকে রবিতে এমবি ট্রান্সফার,মোবাইল টু মোবাইল এমবি ট্রান্সফার,বাংলালিংক থেকে জিপিতে এমবি ট্রান্সফার,রবি থেকে রবিতে এমবি ট্রান্সফার করার নিয়ম,জিপি এমবি ট্রান্সফার করার নিয়ম,বাংলালিংক এমবি ট্রান্সফার করে কিভাবে,গ্রামীন সিম থেকে এমবি ট্রান্সফার,রবি থেকে জিপিতে এমবি ট্রান্সফার,রবিতে এমবি ট্রান্সফার করার নিয়ম,জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার 2021,রবি এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২২,রবি থেকে এয়ারটেল এমবি ট্রান্সফার,রবি টু রবি এমবি ট্রান্সফার,মোবাইল এমবি ট্রান্সফার করার উপায়,বাংলালিংক এমবি ট্রান্সফার,কিভাবে এমবি ট্রান্সফার করা যায়,gp to gp mb transfer code 2023,gp to gp mb transfer,mb transfer gp to gp,gp mb transfer,robi mb transfer,banglalink mb transfer,robi to robi mb transfer,mb transfer robi to robi,mb transfer code,bl mb transfer,airtel mb transfer,airtel to airtel mb transfer,mb transfer bl to bl,bl to bl mb transfer,banglalink to banglalink mb transfer,banglalink mb transfer করার নিয়ম,robi to robi mb transfer code,gp mb transfer new system,banglalink to gp mb transfer code,banglalink to banglalink mb transfer code.

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link