টেলিটক সিম কেনার উপায় | টেলিটক সিমের বিস্তারিত

টেলিটক সিম কেনার উপায়
টেলিটক সিম কেনার উপায়
টেলিটক সিম কেনার উপায়

পাঠকগন আমাদের আজকের পোষ্ট টেলিটক সিম কেনার উপায় তে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এই ব্লগে টেলিটক সিমের বিস্তারিত জানতে পারবেন।

টেলিটক সিম কেনার উপায়  

দেশের ফাস্টেস্ট সিমের মধ্যে টেলিটক সিম অন্যতম। সরাকার দ্বারা পরিচালিত সরকারি সিম অপারেটর টেলিটক। তাই এই সিমের কল রেট  ও ইন্টারনেট খরচ অন্যান্য অপারেটরদের তুলনায় কম হয়ে থাকে। বিভিন্ন সময়ে টেলিটক 4G সিমের মেলা হয়। সেখানে এই সিমের দাম ২০ থেকে ৩০ টাকা বিক্রি করা হয়। সেই সাথে আকর্ষণীয় সব ইন্টারনেট প্যাক ফ্রি দেওয়া হয়। বর্তমানে 4G টেলিটক সিমের দাম ১৫০ টাকা। কিছু দিন আগে এই সিমের দাম ছিলো ১০০ টাকা
দেশের বিভিন্ন স্থানে এই টেলিটক সিম বিক্রি করা হয়। এই পোস্টে টেলিটক সিমের দাম কত? কিভাবে নতুন সিম কিনবেন এবং রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। টেলিটক সিমের গুরুত্বপূর্ণ কোড এবং ইন্টারনেট ও মিনিট অফার সম্পর্কে একটি তালিকা শেয়ার করেছি। কিভাবে কম দামে টেলিটক 4G সিম কিনবেন তা জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

টেলিটক সিমের দাম কত  

টেলিটক দ্রুতগামী নেটওয়ার্ক এবং ভয়েস কলের জন্য এই সিমটি অনেক সুবিধা জনক। যারা সরকারি ভাবে টাকা লেনদেন করে থাকে তারাই এই সিম বেশি ব্যবহার করে থাকে। এই সিমটি বিভিন্ন সময়ে বিভিন্ন দামে বিক্রি করা হয়। সিমটির স্থায়ী দাম ১৫০ টাকা। অনেক আগের ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করা হতো। বিভিন্ন মেলা উপলক্ষে সিমের দাম রাখা হয় ২০ টাকা। অনেক সময় ৫০ টাকায় টেলিটক সিম বিক্রি করা হয়। আবার কখনো ৬০ টাকা মোবাইল রিচার্জের সাথে সিমটি ফ্রি দেওয়া হয়।

https://www.youtube.com/watch?v=i7tMr6SRTyw

আরও পড়ুনঃ  টেলিটক এসএমএস কেনার কোড | Teletalk SMS Offer Code

টেলিটক সিম কত টাকা  

টেলিটক কম রেটে ভয়েস কল, এসএমএস এর জন্য এই সিম থেকে অনেক ভালো ভালো অফার পাওয়া যায়। যার কারণে সবাই এই 4G সিমটি ব্যবহার করতে আগ্রহী হয়। বিভিন্ন অপারেটরের দোকানে সিম গুলো বিক্রি করা হয়। সিমের দাম ১৫০ টাকা মূল্য। অনেক জায়গায় সিমটি ২০০ থেকে ১৫০ টাকাও বিক্রি হয়। সেই সাথে মিনিট, এস এম এস এবং এম্বি ফ্রি দেওয়া হয়। সিম কেনার সময় আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে।

টেলিটক সিম কোথায় পাওয়া যাবে ?

দেশের সরকারি সিম হচ্ছে টেলিটক। যার কারণে এই সিমটি অনেক সহজেই কিনতে পারবেন। বাংলাদেশের সকল জেলায় এই সিমের বিক্রয় ক্রেন্দ্র রয়েছে। গ্রাহকদের সেবা প্রদানের লক্ষে কাস্টমার কেয়ার গঠন করা হয়েছে। আপনার নিকটস্থ সকল সিম বিক্রির দোকানে সিম গুলো পাবেন। এছাড়া অনেক সময় গন প্রচারের মাধ্যমে সিম গুলো বিক্রি করা হয়, সেখান থেকেও কিনতে পারবেন।
টেলিটক সিমের সুবিধা
টেলিটক সিমের সুবিধা

টেলিটক সিমের সুবিধা

অপারেটরটি মানুষের সেবা প্রদানের লক্ষেই তৈরি করা হয়েছে। সর্বনিম্ন কলরেট, ইন্টারনেট অফার প্রতিনিয়ত প্রদান করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ফ্রি জমা দেওয়া, মোবাইল আকাউন্ট এর মাধ্যমে টাকা আদান-প্রদান করা আরও সহজ করেছে এবং খুব কম খরচ হচ্ছে। পাবলিক পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের আবেদন ফি এই সিমের মাধ্যমেই করা যায়, যা অন্য কোনো সিম গ্রহণ যোগ্য নয়। বর্তমানে মোবাইলে ভর্তির আবেদন টেলিটক সিম ব্যবহার করে করা যায়। কিন্তু অন্য কোনো সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন না।

টেলিটক কোন সিম ভালো?

টেলিটকের সকল প্যাকেজের সিম অনেক ভালো। তবে কম খরচের দিক দিয়ে বর্ণমালা এই সিমটি বেশ ভালো। বাংলাদেশের বেশির ভাগ মানুষ এই বর্ণমালা সিমটি কিনে থাকে। সিমের দাম ১৫০ টাকা। অনেক সময় ২০০ বা ১৮০ টাকার মধ্যে সিম টি বিক্রি করা হয়। বিশেষ মূল্য ছারে সিমটি ২০ থেকে ৫০ টাকাও বিক্রি করা হয়ে থাকে। অনেক সময় ৬৯ টাকা রিচার্জের মাধ্যমে সিমটি ফ্রিতে কিনতে পাওয়া যায়। টেলিটক বর্ণমালা সিমের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সময় অনেক বেশি সুবিধা পাওয়া যায়।

টেলিটক ফ্রি সিমের অফার এবং নির্দেশনাঃ

সিমটি ফ্রি পাবার জন্য গ্রাহককে ১০০ টাকা রিচার্জ করতে হবে। এই ১০০ টাকার মাধ্যমে ফ্রিতে সিম টি পেয়ে যাবেন। আপনার বালেঞ্চে ১০০ টাকা যোগ হবে। সেই সাথে মিনিট এবং ইন্টারনেট অফার দেওয়া থাকবে। ফ্রিতে কয়েকশ মিনিট এবং ১০ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। আরও অফার কিভাবে পাবেন তা বিস্তারিত দেওয়া আছে দেখেনিন।
টেলিটক ফ্রি সিমের অফার
টেলিটক ফ্রি সিমের অফার

১০০ টাকা রিচার্জে  রয়েছে (একবার রিচার্জে)

  1. ১০০ টাকা মূল ব্যালেন্স,
  2. ৩৩.৩৩ মিনিট
  3. ৩৩ এসএমএস
  4. ৫.৯৪ জিবি ডাটা
  5. মেয়াদ ৩০ দিন
আরও পড়ুনঃ  নতুন টেলিটক ইন্টারনেট প্যাকেজ এর দাম এবং টেলিটক ইন্টারনেট অফার কোড - দাম একবারেই কম!

২য় মাসেঃ

  1. ৩৩.৩৩ মিনিট
  2. ৩৩ এসএমএস
  3. ৫.৯৪ জিবি ডাটা
  4. মেয়াদ ৩০ দিন

৩য় মাসেঃ

  1. ৩৩.৩৩ মিনিট
  2. ৩৩এসএমএস
  3. ৫.৯৪ জিবি ডাটা
  4. মেয়াদ ৩০ দিন

টেলিটক সিমের অফার স্পেশাল ইন্টারনেট অফার  

  • ২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত); মেয়াদ ১৫ দিন
  • অফারটি পেতে ১৭ টাকা রিচার্জ করুন।
  • স্পেশাল ইন্টারনেট অফারটি প্রতি ১৫ দিনে একবার, মাসে সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে।
টেলিটক বর্ণমালা সিমের অফার
টেলিটক বর্ণমালা সিমের অফার

টেলিটক বর্ণমালা সিমের অফার  

অনেক সময় কম দামে টেলিটক বর্ণমালা অফার পাওয়া যায়। এর জন্য আপনাকে কিছু কোড ডায়াল করতে হবে। নিচে টেলিটক বর্ণমালা অফার মূল্য এবং তালিকা দেওয়া আছে। অফার সম্পর্কে জানতে নিচের দিকে খেয়াল করুন।
  • ১ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে মাত্র ২৪ টাকায় নিতে ডায়াল করুন *১১১*৬১১#
  • ১ জিবি ইন্টারনেট ৩০ দিন মেয়াদে মাত্র ৪৬ টাকায় নিতে ডায়াল করুন *১১১*৬১২#
  • ২ জিবি ইন্টারনেট ৩০ দিন মেয়াদে মাত্র ৮৩ টাকায় নিতে *১১১*৬১৩# ডায়াল করুন
  • ৪জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে মাত্র ৬২ টাকায় নিতে *১১১*৬১৪# ডায়াল করুন
  • ৫ জিবি ইন্টারনেট ১৫ দিন মেয়াদে ৯৬ টাকায় নিতে ডায়াল *১১১*৬১৫#
  • ১০জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য ১৮৬টাকায় নিতে ডায়াল করুন *১১১*৬১৬# কোড
  • ১৭ টাকা রিচার্জ কররে প্রতিমাসে দুইবার ২ জিবি ইন্টারনেট পাবেন।

টেলিটক সিমের অফার দেখার নিয়ম  

টেলিটক সিমের রেগুলার অফার মূল্য ও ডায়াল কোডঃ

  1. ৬ জিবি
  2. টাকাঃ ১২৭
  3. মেয়াদঃ মেয়াদবিহীন দিন
  4. কোডঃ *১১১*১২৭#
  1. ২৬ জিবি
  2. টাকাঃ ৩০৯
  3. মেয়াদঃ মেয়াদবিহীন দিন
  4. কোডঃ *১১১*৩০৯#
  1. ১০০ এমবি
  2. টাকাঃ ৯
  3. মেয়াদঃ ৩ দিন
  4. কোডঃ *১১১*৫০১#
  1. ৫০০ এমবি
  2. টাকাঃ ৩৯
  3. মেয়াদঃ ৩০ দিন
  4. কোডঃ *১১১*৫০৩#
  1. ১ জিবি
  2. টাকাঃ ২৭
  3. মেয়াদঃ ৭ দিন
  4. কোডঃ *১১১*২৭#
  1. ১ জিবি
  2. টাকাঃ ২১
  3. মেয়াদঃ ৩ দিন
  4. কোডঃ *১১১*৫৩৪#
  1. ৫০০ এমবি
  2. টাকাঃ ২৫
  3. মেয়াদঃ ৭ দিন
  4. কোডঃ *১১১*৭১৮#
আরও পড়ুনঃ  টেলিটক ব্যালেন্স ট্রান্সফার এর সহজ পদ্ধতি স্বল্প সময়ে শিখে নিন
  1. ১ জিবি
  2. টাকাঃ ৫৯
  3. মেয়াদঃ ৩০ দিন
  4. কোডঃ *১১১*৪৯#
  1. ৪ জিবি
  2. টাকাঃ ৬৯
  3. মেয়াদঃ ৭ দিন
  4. কোডঃ *১১১*৬৬#
  1. ২ জিবি
  2. টাকাঃ ৯৩
  3. মেয়াদঃ ৩০ দিন
  4. কোডঃ *১১১*৯৩#
  1. ৩ জিবি
  2. টাকাঃ ৪৪
  3. মেয়াদঃ ৩ দিন
  4. কোডঃ *১১১*৪৪#

টেলিটক আগামী সিমের অফার  

  1. ১ জিবি
  2. টাকাঃ ২২
  3. মেয়াদঃ ৭ দিন
  4. কোডঃ *১১১*৬০০#
  1. ১ জিবি
  2. টাকাঃ ৪৫
  3. মেয়াদঃ ৩০ দিন
  4. কোডঃ *১১১*৬০১#
  1. ২ জিবি
  2. টাকাঃ ৮১
  3. মেয়াদঃ ৩০ দিন
  4. কোডঃ *১১১*৬০২#
  1. ৪ জিবি
  2. টাকাঃ ৫৫
  3. মেয়াদঃ ৭ দিন
  4. কোডঃ *১১১*৬০৩#
  1. ৫ জিবি
  2. টাকাঃ ৯১
  3. মেয়াদঃ ১৫ দিন
  4. কোডঃ *১১১*৬০৫#
  1. ১০ জিবি
  2. টাকাঃ ১৭৭
  3. মেয়াদঃ ৩০ দিন
  4. কোডঃ *১১১*৬১০#

পড়ুন>> টেলিটক ব্যালেন্স ট্রান্সফার এর সহজ পদ্ধতি স্বল্প সময়ে শিখে নিন

টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার

কাস্টমারদের সেবা প্রদানের লক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলায় টেলিটক কাস্টমার কেয়ার তৈরি করেছে। এবং এর একটি হেড অফস ও সকল জেলেয় কয়কটি করে শাখা রয়েছে।  টেলিটক সিম সম্পর্কিত সমস্যার সমাধান পেতে আপনারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সরাসরি যোগাযোগের জন্য এই ঠিকানায় চলে যান। নিচে টেলিটক কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে দেখেনিন।
সাধারণ সেবা:  ১২১
হেল্প লাইন [প্রিপেইড]: অন্য অপারেটর]: ০১৫০০১২১১২১-৯
হেল্প লাইন [কর্পোরেট]: ২৬৭
হেল্প লাইন [টেলি চার্জ]:  ৮৫২

ব্লগের শেষ কথা  

কম দমে ভালো ভালো অফার উপভোগ করতে টেলিটক ব্যবহার করতে পারেন। স্কুল বা কলেজ শিক্ষার্থীদের জন্য টেলিটক বর্ণমালা অনেক কম রেটে ভয়েস কল, এস এম এস ও ইন্টারনেট ব্যবস্থা চালু করেছি। টেলিটক সিমের দাম অনেক সময় পরিবর্তিত হতে পারে। তাই আমার দেওয়া দামের সাথে এই সিমের মূল্য নাও মিলতে পারে। আশা করছি এই টেলিটক সিম কেনার উপায় পোস্ট টি আপনাদের ভালোলেগেছে এবং এই পোস্ট থেকে টেলিটক সিমের দাম কত এবং টেলিটক সিমের বিস্তারিত সম্পর্কে জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকবেন।

TAG: টেলিটক সিমের অফার দেখার নিয়ম,টেলিটক সিমের এমবি দেখার কোড,টেলিটক সিমে কোন প্যাকেজ জানার উপায়,টেলিটক সিমে টাকা দেখার নিয়ম,টেলিটক সিমে টাকা ধার করার নিয়ম।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link