বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন

প্রিয় পাঠকগণ, আপনারা অনেকেই আমাদের কাছে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন কীভাবে লিখতে হয় তা জানতে আগ্রহ প্রকাশ করেছেন। আজকের নিবন্ধে, আমি আপনাকে কয়েকটি নমুনার পাশাপাশি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম প্রদান করব। আমরা আপনাদের সিবিধার জন্য সবার নিচে PDF File লিংক দিয়ে দিয়েছি।

কখনও কখনও বিনা বেতনে অধ্যায়ন পত্র টি আপনি নিজের কাজে ব্যবহার করতে পারেন, আবার অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসলে তার উত্তর হিসেবে ব্যবহার করতে পারবেন। আবেদনপত্র কিংবা দরখাস্ত লেখার কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে।

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন
বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন

আপনি যদি সেই নিয়মগুলি অনুসরণ করে আবেদন বা আবেদনপত্র লিখেন তবে আপনার আবেদন বা আবেদনপত্র গ্রহণ করা হবে। অন্যথায় নিয়ম সঠিক না হওয়ায় আপনার আবেদন বা আবেদন গৃহীত হতে না ও পারে। তাই সঠিক নিয়ম অনুযায়ী আবেদনপত্র লেখা খুবই গুরুত্বপূর্ণ।

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন

কিভাবে আপনি বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত লিখবেন তার নমুনা নিচে দেয়া হলো।

তারিখঃ
বরাবর,
প্রধান শিক্ষক/অধ্যক্ষ
আপনার বিদ্যালয় এর নাম।
ঠিকানা
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের/কলেজের (শ্রেণি)শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবী। আমরা (যতজন) ভাই বোনের প্রত্যেকেই স্কুল,কলেজে পড়ছি। বর্তমানে আর্থিক শূন্যতার বাজারে সংসার চালিয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই শেষ হয়ে যাবে।

আরও পড়ুনঃ  শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন | শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন

অতএব,
মহোদয় সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী
নামঃ—————
শ্রেণীঃ—————-
রোলঃ————
বিভাগঃ———–

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন দরখাস্ত

আপনাদেরকে যেহেতু উপরে সঠিক নিয়ম সম্পর্কে বলা হয়েছে তাই আপনাদের সুবিধার্থে কিভাবে পুরোপুরি একজন ছাত্রের হিসেবেই আপনি এটি লিখবেন তা নমুনা করে দেখানো হলোঃ- 

বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন দরখাস্ত

তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩
বরাবর,
প্রধান শিক্ষক
হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
রুপগঞ্জ, নারায়ণগঞ্জ
বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন ৯ম শ্রেণীর নিয়মিত ছাত্র। আমার বাবা একজন খুবই সামান্য বেতনের চাকুরীজীবী। আমরা সব ভাইবোনের সকলেই স্কুল এবং কলেজে পড়াশোনা করছি। বর্তমানের এই দুর্মূল্যের বাজারে সংসার চালিয়ে আমাদের সকল ভাই বোনের পড়াশোনা চালানো আমার বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না।এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশোনা এখানেই বন্ধ হয়ে যাবে।

অতএব,
মহোদয় সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী
নামঃ আসলাম হোসাইন
শ্রেণীঃ নবম
রোলঃ ২৫
বিভাগঃ খ

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বাংলা

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বাংলা
বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র বাংলা

১০ ডিসেম্বর, ২০২২
বরাবর,
প্রধান শিক্ষক,
কলেজিয়েট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।

বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন নিয়মিত ছাত্রী। আমি ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত সন্তোষজনক ফলাফলের সাথে আপনার প্রতিষ্ঠানে অধ্যয়ন করে আসছি। ইতোপূর্বে আমার পূর্বের সকল শ্রেণির সকল পাওনা আমি পরিশোধ করেছি। কিন্তু হঠাৎ করে আমার বাবার কর্মস্থলে কর্মী ছাটাই হলে আমার বাবা কর্মহীন হয়ে পরেন। ফলে আমাদের ৬ সদস্যের পরিবারের ভরণ-পোষণ, বৃদ্ধা দাদা-দাদীর চিকিৎসা ও আমাদের দুই ভাই-বোনের পড়ালেখার খরচ বহন করার মত সক্ষমতা আমার বাবার নেই।

আরও পড়ুনঃ  চাকরি থেকে অব্যাহতি পত্র নমুনা PDF | চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত

অতএব, জনাবের কাছে আকুল প্রার্থনা, আমার বিগত শ্রেণির ফলাফল, একাডেমিক দায়িত্ব-কর্তব্য ও বর্তমান পারিবারিক আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়ে বাধিত করবেন।

নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্রী
আসলাম আলী।
শ্রেণি: নবম, রোল: ২৫, শাখা: বিজ্ঞান।

বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদন পত্র

বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদন পত্র
বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষের নিকট আবেদন পত্র

২৫ জুন, ২০২৩
বরাবর,
প্রধান শিক্ষক,
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়
গোপালপুর, টাঙ্গাইল

বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণি থেকে দ্বিতীয় স্থান অধিকার করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করেন। আমরা তিন ভাই-বোন লেখাপড়া করছি। আমার বাবা যে বেতন পান তার সঙ্গে গৃহ-শিক্ষকতার অর্থ মিলিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। এমতাবস্থায় আমাদের বইপত্র কেনাসহ পড়ালেখার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিনা বেতনে পড়ালেখার সুযোগ না পেলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে।

অতএব, আমার উপর্যুক্ত অসুবিধার কথা বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের অনুমতি দানে বাধিত করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।

আরও পড়ুনঃ  বাংলায় দরখাস্ত লেখার নিয়ম - সবার জন্য

বিনীত
আপনার একান্ত অনুগত ছাত্র
আলী হাসান
দশম শ্রেণি, রোল নং-২৫

আবেদন পত্র বিনা বেতনে অধ্যয়নের

 

তারিখ: ১১- ০১- ২০২৩
বরাবর
অধ্যক্ষ
খুলনা মডেল কলেজ
খুলনা।

বিষয়- বিনা বেতনে অধ্যায়নের জন্য অনুমতি প্রদান প্রসঙ্গে।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমাদের ৭ (সাত) সদস্যের পরিবারের পিতা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।আমার পিতা দৈনিক মজুরী ভিত্তিতে একটি দোকানের বিক্রয় কর্মীর কাজ করেন। আমার পরিবারের আমি সহ তিন ভাই বোন বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত। কিন্তু আমার বাবার স্বল্প আয়ে দুর্মূল্যের বাজারে সংসার চালিয়ে লেখাপড়ার খরচ দেওয়া অত্যন্ত দুঃসাধ্য।

অতএব, আকুল আবেদন এই যে, মানবিক বিবেচনায় আমাকে অত্র প্রতিষ্ঠানে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ দান করে আমার উচ্চতর শিক্ষা লাভের পথ সুগম করলে চির কৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
আলু আহমদ
শ্রেণি- একাদশ
শ্রেণী রোল নং- ২৫
বিভাগ- বিজ্ঞানবিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

সবশেষে আমাদের মতামত

সুপ্রিয় পাঠকবৃন্দ, আজ এতটুকুই ছিল বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন সম্পর্কিত আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি আমাদের দেওয়া নিয়মাবলী অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার মত করে আবেদন পত্র লিখতে সক্ষম হবেন। আর আমাদের অন্যান্য পোষ্টগুলিও দেখতে পারেন। আর আমাদের এই পোষ্ট ভালো লাগলে ও কিছু শিখতে পারলে অবশ্যই রেটিং দিয়ে যাবেন একটি।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link