বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন

Contents
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ২০২৩চাকরির আবেদনপত্র লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন:বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিনশিক্ষাগত যোগ্যতাঃঅভিজ্ঞতাসংযুক্তি সহকারী শিক্ষক পদে চাকরির আবেদনJob Application Simpleসরকারি চাকরির আবেদন পত্রস্কুলের চাকরির আবেদন পত্রচাকরির দরখাস্ত লেখার নিয়মআমাদের শেষ কথা,
স্বাগতম বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন এই পোষ্টে।

এখন অনেকেই বাংলায় চাকরির আবেদনপত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চান। চাকরি কে না চায়? আর এই চাকরি পাওয়ার প্রাথমিক এবং অন্যতম ধাপ হল চাকরির জন্য একটি সঠিক আবেদন লেখা। এবং নির্ধারিত পদ্ধতিতে আবেদনপত্র জমা দিন। চাকরির আবেদনপত্র মূলত কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠানে বা যেকোনো ক্ষেত্রে চাকরি পাওয়ার উদ্দেশ্যে লেখা হয়।

বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন
একটি আবেদনপত্র চাকরি পেতে আপনার জন্য একটি বড় ভূমিকা পালন করে। তাই এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। বরং আবেদনপত্র যত সুন্দর ও স্পষ্টভাবে লেখা হবে, চাকরিপ্রার্থীর পক্ষে চাকরি পাওয়া তত সহজ হবে।

চলুন আজ জেনে নেওয়া যাক চাকরির আবেদনপত্রে সথেকে গুরুত্বপূর্ণ বিষয় সহ খুঁটিনাটি বিষয়সমূহ।

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ২০২৩
আপনি চাকরির আবেদন পত্র বাংলা ভাষায় লিখেন আর ইংরেজি ভাষায় লেখেন বেসিক নিয়মাবলি গুলো কিন্তু একই। এখানে শুধুমাত্র ভাষা রূপান্তর মাত্র। আমরা এখানে আপনাকে বাংলা ভাষায় যে কোন চাকরির জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে জানাবো।

এইগুলি পড়ুনঃ

Top 10 E-commerce Online shopping BD list
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কত টাকা লাগবে ২০২৩ – কলেজের ভর্তি ফি কোথায় কত?
কাগজপত্র ছাড়াই ঋণ পাবার সুযোগ, ব্যবসায়ীদের জন্য বড় সুখবর!

চাকরির আবেদনপত্র লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন:
ভাষা:

প্রথমেই আবেদনপত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত ভাষার দিকে সর্বাধিক বার লক্ষ্য রাখতে হবে। যেন একটি শব্দ ও অস্পষ্ট বা অর্থহীন এবং বানান ভুল না থাকে। চাকরির ক্ষেত্রে ভাষাগত দক্ষতার কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে স্পষ্ট আবেদনপত্র আপনার ভাষাগত দক্ষতার একটি বহিঃপ্রকাশ হিসেবে কাজ করবে।

তারিখ:

চাকরির জন্য আবেদনপত্র লেখার একদম প্রথমে বাম দিকে লেখার দিনের তারিখ লিখতে হবে। উল্লেখিত তারিখ দুই ফর্মেটেই লেখা যেতে পারে। উদাহরণঃ ১২/০৬/২০২৩ অথবা ১২ জুন ২০২৩।

শুরু:

তারিখের পর “বরাবর” লিখতে হবে প্রারম্ভিক শব্দ হিসেবে। সম্মান, শ্রদ্ধা, অর্থে বোঝানো হয়ে থাকে যা চাকরির আবেদনপত্রে চাকরির জন্য অত্যন্ত ভুমিকা রাখে।

প্রাপক:

আবেদনপত্রের এই অংশে “প্রাপক” অর্থাৎ যার কাছে এই আবেদনপত্রটি প্রেরণ করবেন তার নাম, পদবি এবং ঠিকানা উল্লেখ থাকে।

অনেক সময়ে দেখা যায়, নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষার জন্য ঠিকানার পরিবর্তে পোস্ট বক্স নাম্বার উল্লেখ করে থাকে। অথবা কোনো পত্রিকা বা অনলাইন পত্রিকার মাধ্যমে আবেদনের আহ্বান করে থাকে। এমন হলে, তখন ঠিকানার জায়গায় পোস্ট বক্স নাম্বার উল্লেখ করতে হবে এবং আহ্বান করা পত্রিকার ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে। বর্তমানে বেশিরভাগ জব বা চাকরির আবেদন আহ্বানে এমন পদ্ধতি দেখা যায়। এতে ভয় বা গাবরে যাওয়ার কিছু নাই।

আরও পড়ুনঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন
বিষয়:

প্রাপকের যাবতীয় তথ্য লেখা শেষে চাকরির জন্য প্রার্থিত পদের নামকে বিষয় হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞপ্তির সূত্র:

বরাবরের পর জনাব বা মহোদয় লিখে যথাযথ সম্বোধন করতে হবে। এর পরে চাকরির বিজ্ঞপ্তির বিশ্বস্ত সূত্র এবং তারিখ উল্লেখ করে লিখতে হবে।

সকল তথ্যাদি:

চাকরির আবেদন লেখার এই পর্যায়ে আবেদনকারীর ব্যক্তিগত সকল তথ্য যেমন, (নিজের নাম, পিতা এবং মাতার নাম, জন্ম তারিখ, ধর্মীয় পরিচয়, জাতীয়তা, বৈবাহিক তথ্য, স্থায়ী এবং বর্তমান ঠিকানা, যোগাযোগের জন্য- মোবাইল নাম্বার, ইমেইল আইডি, পরিবারের যেকারোর একজনের সচল মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ( সার্টিফিকেট সহ ) এবং কাজের অভিজ্ঞতা সম্পর্কে সকল তথ্য সঠিক ও সাবলীল ভাবে উল্লেখ করতে হবে।

যদি থাকে:

যে সকল তথ্য দরকার তা ইতিমধ্যে উপরের প্যারায় উল্লেখ করা হয়েছে। কিন্তু এর বাহিরে যদি অতিরিক্ত বা বাড়তি কোনো অভিজ্ঞতা যেমন, কোনো বিশেষ বিষয়ে প্রশিক্ষণ, ভাষিক দক্ষতা, খেলাধুলা বিষয়ে পারদর্শী, গানবাজনা বিষয়ে আগ্রহি এগুলো উল্লেখ করতে হয়। তবে খেলাধুলা এবং গানবাজনা এই দুইটি অভিজ্ঞতা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির আবেদনে উল্লেখ করাই শ্রেয়।

অতিরিক্ত যোগ্যতার অন্যতম একটি হল আইসিটি বা কম্পিউটার বিষয়ে কতটা পারদর্শী। এটা সব চাকরির আবেদনে বর্তমান সময়ে বিশেষ অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে এক্সএল, মাইক্রোসফট অফিস এই কাজগুলি জানা ভীষণ জরুরি।

অনুরক্তি বা সংযুক্তি:

সবশেষ চাকরির জন্য আবেদন পত্র লেখা। এখন আবেদনপত্রে উল্লেখিত তথ্যের প্রমাণাদি হিসেবে সকল পরিক্ষার সনদপত্র, প্রশাংসাপত্র এবং নম্বর পত্রের সত্যায়িত কপি, অল্প দিনের মধ্যে তোলা পাসপোর্ট আকারের দুই কপি ছবি, গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করা চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে।

এছাড়াও প্রতিষ্ঠানের চাহিদা এবং উল্লেখ সাপেক্ষে অন্যান্য বিষয়ের প্রমানপত্র উল্লেখ করতে হবে। যেমন; একজন স্বনামধন্য ব্যক্তির কাছ থেকে প্রশাংসাপত্র।

বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন
মনে করি, জনাব নাজমুল সাহেব দেশের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান, পিসি কলেজ বাগেরহাটে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে উল্লেখিত কলেজ প্রিন্সিপাল মহোদয়ের কাছে একটি আবেদনপত্র লিখবেন।

বরাবর,
অধ্যক্ষ মহোদয়
সরকারি পিসি কলেজ, বাগেরহাট।
বিষয়ঃ ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, গত ২৮.০২৪.২০২৩ তারিখে “দৈনিক কণ্ঠ”-এ বিজ্ঞপ্তির সুবাদে অবগত হয়েছি যে, আপনার প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ে কয়েকজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার যােগ্যতা ও অভিজ্ঞতা আপনার সুবিবেচনার জন্য নিচে উপস্থাপন করছি-

আরও পড়ুনঃ বাংলায় দরখাস্ত লেখার নিয়ম – সবার জন্য
নামঃ আপনার নাম।

পিতার নামঃ আপনার পিতার নাম।

মাতার নামঃ আপনার মায়ের নাম।

বর্তমান ঠিকানাঃ নিজের ঠিকানা দিবেন।

স্থায়ী ঠিকানাঃ যা আছে সেটা দিবেন।

জন্ম তারিখঃ ১০-১০-২০০৩ (নিজের জন্ম)।

জাতীয়তাঃ বাংলাদেশী।

বৈবাহিক অবস্থাঃ যা আছেন তাই।

ধর্মঃ যে ধর্মের অনুসারি।

যোগাযোগের জন্যঃ

মোবাইলঃ ০১৬********

ফোনঃ ০৯৬৮*****

ইমেইলঃ example@gmail.com

শিক্ষাগত যোগ্যতাঃ
পরীক্ষা বিষয় / বিভাগ সাল গ্রেড পয়েন্ট বোর্ড / প্রতিষ্ঠান
এস এস সি বিজ্ঞান ২০১০ ৫.০০ ঢাকা বোর্ড
এইচ এস সি মানবিক ২০১২ ৫.০০ ঢাকা বোর্ড
স্নাতক ইংরেজি ২০১৭ ৩.৭৫ বরিশাল বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর ইংরেজি ২০১৯ ৩.৬৫ বরিশাাল বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত যোগ্যতাঃ

অভিজ্ঞতা
১. দীর্ঘ ২ বছরের অধিক সময় একটি বেসরকারি কলেজের ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছি।

২. ১ বছর একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালইয়ে ইংরেজি পড়িয়েছি।

অতএব, জনাবের আমার আকুল আবেদন এই যে, আমকে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

তারিখঃ ১২-০৫-২০২৩
নিবেদক,
একান্ত অনুগত নিয়োগ প্রার্থী
(আপনার নাম)।

সংযুক্তি
১) সকল পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি।

২) সকল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।

৩) অভিজ্ঞতা সনদের ফটোকপি।

৪) গেজেটেড কর্মকর্তা (প্রথম শ্রেণীর) প্রদত্ত চারিত্রিক সনদ।

৫) সদ্যতােলা পাসপাের্ট আকারের দুই কপি ছবি।

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলায় এভাবে লিখতে হয়। এনজিও, বিমা, ব্যাংকে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম হচ্ছে ঐ আবেদনে আপনার চাকরির অভিজ্ঞতা ও যাবতীয় তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
তারিখ-০১/০১/২০২১ খ্রিঃ
বরাবর
সভাপতি
……………….. উচ্চ বিদ্যালয়
কুলাউড়া, মৌলভীবাজার।

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, গত ০১/০১/২০২১ খ্রিঃ তারিখে “দৈনিক যুগান্তর” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট উপস্থাপন করছি।
১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। জাতীয় পরিচয় পত্র নংঃ
৯। বৈবাহিক অবস্থাঃ
১০। ধর্মঃ
১১। মোবাইল নাম্বারঃ
১২। রক্তের গ্রুপঃ
১৩। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম গ্রুপ/বিষয় বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের সন প্রাপ্ত গ্রেড
এসএসসি বিজ্ঞান সিলেট ২০০৬ জিপিএ-৫
এইচএসসি বিজ্ঞান সিলেট ২০০৮ জিপিএ-৫
বিএসএস রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১২ প্রথম শ্রেণী
এমএসএস রাষ্ট্রবিজ্ঞান জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৩ প্রথম শ্রেণী
১০। অভিজ্ঞতাঃ

আরও পড়ুনঃ স্কুলে ও মাদ্রাসাতে অনুপস্থিতির জন্য দরখাস্ত | স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনাপূর্বক উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করতে আপনার মর্জি হয়।

বিনীত

(আলু আহমদ)
মোবাঃ +৮৮ ০১৭১০-০০০০০০

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
৬। ১০০০ টাকার ব্যাংক ড্রাফট।

ডাউনলোড ডক ফাইল

Job Application Simple
Date:

To
The Country Director
Lepra Bangladesh
Flat A1, House- 80, Road No- 07, Block- H
Banani Dhaka- 1213

Subject: Application for the position of “Health and Social Welfare Assistant” .

Dear Sir.

With due respect that in response to “Prothom Alo” Posting date 13.10.2013. you are looking for “Health and Social Welfare Assistant” for your organization. I am confident enough to give you the optimum satisfaction to carry out all over responsibilities and challenges as required by the position,

Therefore, I would like to offer myself as a candidate for the same and my CV & cover letter enclose herewith for your kind information and justification. I believe that if you give me an opportunity than I can prove myself as a worthy candidate for the position as you are looking for.

Sincerely yours

Signature:
(your name here)

সরকারি চাকরির আবেদন পত্র
সরকারি চাকরির আবেদন পত্র
স্কুলের চাকরির আবেদন পত্র
আমরা উপরে যে চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম আপনাদের জানিয়েছি এই আবেদনপত্রটি আপনি স্কুলে চাকরির জন্য আবেদন পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে উল্লেখিত তথ্যগুলো তে আপনি আপনার নাম এবং আপনার ডকুমেন্টস তথ্য পূরণ করে সহজেই চাকরির জন্য আবেদন পত্র হিসেবে জমা দিতে পারবেন।

এইগুলি পড়ুনঃ

শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন | শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন
বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন
স্কুলে ও মাদ্রাসাতে অনুপস্থিতির জন্য দরখাস্ত | স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত
চাকরি থেকে অব্যাহতি পত্র নমুনা PDF | চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত
চাকরির দরখাস্ত লেখার নিয়ম
প্রিয় পাঠক, চাকরির আবেদন লেখার নিয়ম যাই বলুন না কেন, অর্থ একই।

চাকরির আবেদনপত্র লেখার নিয়ম আপনার যদি বাংলা লিখতে হয়, আপনি এই আবেদনপত্র লেখার নিয়ম অনুসরণ করতে পারেন। আপনি কোম্পানির চাকরির আবেদনপত্র সহ যেকোনো চাকরিতে এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন।

আমাদের শেষ কথা,
আশা করি আপনি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি চাকরির আবেদনপত্র লেখার নিয়ম বা চাকরির আবেদন লেখার নিয়ম সম্পর্কে আরও জানতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের কমেন্ট করুন।

আপনি চাইলে আমাদের অন্যান্য পোষ্ট অনুসরন করতে পারেন। এছাড়া আপনি আমাদের কনটেন্টের আপডেট তারাতারি পেতে চাইলে আমাদের সোসাল মিডিয়া গুলি ফলো করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *