Meta ফেসবুকে আনলো নতুন আয়ের উৎস, জেনে নিন ফেসবুকে কিভাবে আয় করবেন!

Meta ফেসবুকে আনলো নতুন আয়ের উৎস

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় Tech জায়েন্ট হচ্ছে মেটা (Meta)। যার আন্ডারে আছে জনপ্রিয় সকল Social Media platform যেমন Facebook, Instagram, Whatsapp ইত্যাদি। পৃথিবীর প্রায় প্রত্যাকটি দেশেই রয়েছে Facebook এর ইউজার (User)।

Meta ফেসবুক ব্যাবহার কারিদের জন্য কেমন আয়ের উৎস আনলো?

মেটা তাদের ইউজারদের জন্য অনেক ধরনের আয়ের উপায় এনেছে। বিভিন্ন ভাবে Facebook ঠেকে ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করা যায়।

আরও পড়ুনঃ  সরকার অনুমোদিত অনলাইন ইনকাম করার অ্যাপ | বিস্বস্থ অনলাইন ইনকাম সাইট

তবে বর্তমানে ইউজারদের জন্য নতুন এক আয়ের উপায় এনেছে মেটা কম্পানী। আপনি মনিটাইজেশন ছাড়া আর কিভাবে ফেসবুক থেকে টাকা আর্ন করবেন সেই পথ দেখিয়ে দিয়েছে মেটা। নতুন কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি পুরাতন কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও থাকছে এই দারুন সুযোগ।

মেটা মোট ৩৫টি দেশে আপাতত এই নতুন সাবস্ক্রিপশন মডেলটি রানিং করেছে। নতুন এই সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা প্রতিমাসে বেশ মোটা অংকের টাকা কামাই করে নিতে পারবে।

ফেসবুক থেকে যারা ইতিমধ্যেই টাকা আয় করতে পেরেছে তাদের জন্য বেশকিছু আপডেট আনা হয়েছে।

আসুন দেখে নেই Meta কী কী উপায়ে আয় করার উপায় আনলো!

বোনাস দিবে ফেসবুক – Facebook is giving Bonus

ফেসবুক তাদের ইন্সটাগ্রামে (Instagram) Invite Only বোনাসের ঘোষণা দিয়েছে। সৃজনশীল কাজের মাধ্যমে Reels এবং Photo Share করে এই রিওয়ার্ড পেতে পারে ক্রিয়েটররা।

আরও পড়ুনঃ  কিভাবে ফেসবুক রিলস থেকে ইনকাম করতে হয় জেনে নিন

নির্বাচন করা কয়েকজন ক্রিয়েটরের কাছে প্রাথমিকভাবে পাঠানো হবে এই ইনভাইট অনলি বোনাসটি। Reels আর Image এ কত ভিউ হইছে সেটির উপর ভিত্তি করে বোনাস দেওয়া হবে বলে জানায় ফেসবুক।

ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন – Instagram subscription

আপনার কি ইন্টাগ্রামে অনেক Followers আছে? তবে আপনি এক্সক্লুসিভ কনটেন্ট তৈরি করে সাবস্ক্রিপশন চার্জ নিতে পারবেন।

৩৫টি দেশে ইন্সটাগ্রামের এই সাবস্ক্রিপশন চালু করে দিয়েছে মেটা। যখন আপনার রিলস ফলোয়াররা দেখবে তখন সেখানেই থাকবে সেই সাবস্ক্রিপশন বাটনটি।

ফেসবুক সাবস্ক্রিপশন আপডেট – Facebook subscription update

ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও সাবস্ক্রিপশন রয়েছে। মেটা বলেছে যে আগামী দিনে কয়েক হাজার ক্রিয়েটর অ্যাকাউন্টে এটি চালু করা হবে।

সেই সাবস্ক্রিপশনগুলি রিল, ফেসবুক স্টোরিজের মাধ্যমে প্রচার করা যেতে পারে।এছাড়া ইউজারদের জন্য ৩০ দিনের ফ্রি সাবস্ক্রিপশনও রাখা হবে। কেমন লাগলে এই টেক নিউজটি আমাদের জানাবেন। আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে যুক্ত থাকবেন।

আরও পড়ুনঃ  ইউটিউব মনিটাইজেশন পলিসি ২০২৩ | ইউটিউব মনিটাইজেশন পলিসি
  1. কয়টি দেশে ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন চালু হয়েছে?

    ৩৫টি দেশে ইন্সটাগ্রামের এই সাবস্ক্রিপশন চালু করে দিয়েছে মেটা।

  2. মেটাতে আয়ের জন্য কয়টি আপডেট নিয়ে এসেচে?

    Meta তে আয়ের জন্য ৩টি আপডেট নিয়ে এসেছে।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link