স্কুলে ও মাদ্রাসাতে অনুপস্থিতির জন্য দরখাস্ত | স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত

স্কুলে ও মাদ্রাসাতে অনুপস্থিতির জন্য দরখাস্ত
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত
স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত

সবাইকে Sohobanglait তে স্বাগতম। আশাকরি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমরা জানবো ও Idea নিবো কিভাবে স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত লিখতে হয়। কারন স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত লিখা ছাত্র-ছাত্রীদের জন্য অতীব জরুরি বিষয়। অনেকে ইউনিক দরখাস্ত লিখতে পারেনা, তারা চাইলে আমাদের সহবাংলা এই ওয়েবসাইট থেকে দরখাস্ত লেখার আইডিয়া নিতে পারেন।

স্কুলে ও মাদ্রাসাতে অনুপস্থিতির জন্য দরখাস্ত

তো চলুন আমরা দেখে নেই কিভাবে স্কুলে ও মাদ্রাসাতে অনুপস্থিতির জন্য দরখাস্ত লিখতে হয়। এছাড়া আপনারা যদি অনলাইনে ইনকামে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে Online income BD সম্মন্ধে পোষ্ট পড়তে পারেন।

বিদ্যালয়ে অনুপস্থির জন্য ছুটি মঞ্জুরের আবেদন পত্র/ অসুস্থতার কারণে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কে আবেদন পত্র।

 

বরারবর

প্রাধান শিক্ষক 

স্কুলের নাম

স্কুলের ঠিকানা

বিষয়: বিদ্যালয়ে  অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন পত্র।

জনাব/মহশয়

আমার বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের (..)শ্রেণীর ছাত্র/ ছাত্রী ( নিজের নাম)। আমার জর (তোমার  যে অসুস্থতা বা যেই কারনে যাওনি সেটা লিখতে পারো ) জনিত অসুস্থাতার কারণে এই মাগে …. তারিখ …. হইতে ….. তারিখ অবধি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম।

আরও পড়ুনঃ  চাকরি থেকে অব্যাহতি পত্র নমুনা PDF | চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত

সুতরাং, আপনার কাছে আমার অনুরোধ এই যে , উক্ত দিন গুলির  ছুটি মঞ্জুর করলে আমি আপনার কাচে বাধিত / কৃতঙ্গ থাকিব। 

ধন্যবাদ।

নাম:

রোল: শ্রেনী

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত

তিারিখ: 

বরাবর

প্রধান শিক্ষক,

[স্কুলের নাম]

[স্কুলের ঠিকানা]

বিষয় : বিদ্যালয়ে অনুপস্থিরিতর জন্য ছুটির আদেন। 

জনাব,

নিীত নিবেদন এই যে , হঠাৎ অসুস্থতার কারনে আমি বিগত ৩১-০৩-২০২২ ইং তারিখ থেকে ০২-০৪-২০২২ পর্যন্ত স্কুলে হাজির হতে পারিণি । অসুস্থতা সম্পর্কে চিকিৎকের প্রশানপত্র এতদ্সঙ্ঘে সংযুক্ত করা হলো।

অতএব এ অবস্থঅর পরিপেক্ষিতে আমাকে উক্ত তিন দিরে ছুটি  মঞ্জ করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

নিবেদক / নিবেদিকা 

আপনার একান্ত অনুগত ছাত্র/ ছাত্রী

নাম 

শ্রেণি: রোল:   

অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত-অসুস্থতার জন্য ছুটির  আবেদন

২০-০৯-২০২২

বরাবর

প্রধান শিক্ষক 

তাসলিমা মেমোরিয়াল একাডেমি ।

বিষয় : অসুস্থতার কারণে ছুটির জন্য আবেদন্

জনাব,

সবিনয় নিবেদন এই যে , আজ স্কুলে এসে আমি যথানিয়মে ক্লাস শুরু করি। প্রথম ক্লাসের পর আমার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়েছে। গায়ে জ্বর জ্বল লাগছে ।এ অবস্থায় আর ক্লাস করা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। আমি দ্বিতীয় ক্লাসের পর ছুটি নিয়ে বাসায় যেতে চাই। 

অতএব, জনাবের নি আবেদন এই যে , উক্ত বিষয়টি মঞ্জুর করলে জনাবের নিকট চিরকৃতঙ্গ থাকব।

 

নিবেদক 

মো: নাজমুল 

শ্রেণি : 

বাংলা দরখাস্ত লেখার নিয়ম
বাংলা দরখাস্ত লেখার নিয়ম

ব্যাংকে ছুটি চেয়ে আবেদন

তারিখ :  ১৫-০৩-২০২২ ইং 

ররাবর

ব্যবস্থাপক

ব্যাংক এশিয়া লিমিটেড , উত্তর শাখা 

উত্তরা, ঢাকা।

বিষয় : অনুপস্থিতির জন্য ছটির আবেদন ।

জনাব,

সম্মানের সাথে  সথে জানাই যে , আমি আপনার অধীনস্থ ব্যাংক এশিয়া লিমিটেড, উত্তরা শাকার একজন সিনিয়ার অফিসার , আমি গত ১০-০৩-২০২২ ইং থেকে ১২-০৩-২০২২ ইং পযর্ন্ত অসুস্থ থাকার কারনে অফিসে উপস্থিত হতে পারিনি।

আরও পড়ুনঃ  বাংলায় চাকরির আবেদন পত্র লিখবেন কিভাবে নমুনা দেখে নিন

অতএব, মহেদয়ের নিকট আকুল  আবেদন , উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের ছুটি নিনে ছুটি দানে বাধিত করবেন।

 

বিনীত নিবেদক

নাজমুল হোসেন

সিনিয়র অফিসার 

স্কুলে অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন

 

তা: ১২-০২ -২০২২ ইং

প্রধান শিক্ষন

গাবতরী সরকারি উচ্চ বিদ্যালয় 

গাবতলী, বগুড়া

বিষয় : অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র । গত কয়েকদিন যাবৎ ০৮-০২-২০২২ ইং হতে ১১-০২-২০২২ ইং পর্যন্ত অসুস্থ থাকার কারনে বিদ্যালয়ে উপস্থিত  থাকতে পারিনি।

অতএব, বিনীত প্রার্থনা এই যে , আমার উক্ত দিনের ছুটি  মঞ্জুর করতে জানাবের  যেন মর্জি হয়। 

 

বিনীত নিবেদক

নাম:

শ্যেনী: 

রোল: 

ছুটির জন্য আবেদন পত্র

বরাবর 

মাননীয় প্রধান শিক্ষক

বিদ্যালয়ের নাম

বিদ্যালয়ের ঠিকানা

বিষয় : ছুটির জন্য আবেদন পত্র

 

জনাব / মহাশয়,

বিনীত নিবেদন সম্মান পূর্বক এই যে , আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র / ছাত্রী । স্যার , আগামী ১৬/০১-২০২২২ ইং থেকে ২০/০১/২০২২পর্যন্ত পারিবারিক বিশেষ প্রয়োজন থাকায় আমাকে গ্রামের বাড়ি যেতে হবে।

অতএব , আককুল আবেদন এই যে , আমাকে অনুগ্রহ পূর্বক উক্তদিনগুলো ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

 

নিবেদক

আপনার এমান্ত অনুগত ছাত্র/ছাত্রী 

নাম:

শ্রেনী:

রোল নং:

মাদ্রারাসা অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

২০-০৩০২০২২ ইং

বরাবর

অধ্যক্ষ সাহেব 

আলিয়া মাদ্রাসা,ঢাকা,

বিষয় : অনুপস্থিতির  জন্য ছুটির আবেদন ।

আরও পড়ুনঃ  বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন

 

জনাব,

সম্মানের সাথে জানাই যে , আমি আপনার  অধীনস্থ একজন সহকারী  শিক্ষক আমি গত ১৫ – ০৩-২০২২ ইং থেকে ১৮-০৩-২০২২ পযন্ত পারিপারিক সমস্যার কারণে মাদরাসায় উপস্থিত হতে পারিনি।

অতএব , মহোদয়ের নিকট আকুল আবেদন , উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৪ দিনের ছুটি দানে বাধিত করবেন। 

 

বিনীত নিবেদক

নাজমুল হলেসন

সহকারী শিক্ষক

আলিয়া মাদরাসা ঢাকা।

 

উপসংহার

আশা করি আপনারা কতৃপক্ষ বরাবর সুন্দর দরখাস্ত বা আবেদন পত্র  লিখতে পারবেন। আশা করি এই নিয়মের মাধ্যমে আপনি খুব সহজে আপনাদের জন্য একটি দরখাস্ত তৈরি করে নিতে পারবেন। এখানে সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। দরখাস্তের নিয়ম যে গুলো রয়েছে এই নিয়মগুলো অনুসারে দরখাস্ত লিখুন।

এখানে আমি লিখেছি আমার সমস্যা নিয়ে। এখন আপনাদের যে সমস্যা এখানে আপনি সেই সমস্যাটি উল্লেখ করে কতৃপক্ষ বরাবর দরখাস্ত লিখবেন। যে ভাবে লিখা হয়েছে ঠিক একইভাবে আমার সমস্যার জায়গায় আপনার সমস্যা দিয়ে দিবেন।

তাহলে হয়েই গেল না আপনার দরখাস্ত লেখা। খুব সহজে শুধু কিছুটা পরিবর্তন করলেই হবে আশা করি আপনারা এতক্ষনে একটি দরখাস্ত তৈরি করে ফেলেছেন। পোষ্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।


TAG: জ্বর থাকার কারনে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত,স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত,কলেজে অনুপস্থিতির জন্য দরখাস্ত,কলেজে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত,অনুপস্থিতির জন্য দরখাস্ত,পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত,মাদ্রাসায় অনুপস্থিতির জন্য দরখাস্ত,অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন,অনুপস্থিতির জন্য ছুটির আবেদন in english,অনুপস্থিতির জন্য ছুটির আবেদন বাংলা।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link