Open Ai News: ভয়ানক প্রোগ্রাম বানাচ্ছে Open Ai, সেজন্যই বরখাস্ত হয়েছিলেন স্যাম

Open Ai News

Open Ai News: ওপেনএআই এর স্যাম অল্টম্যানকে ঘিরে সংগঠনের মধ্যে বিতর্ক বাড়ছেই। কিছুদিন আগে তাকে বরখাস্ত করেছিলো কম্পানির পরিচালনা পর্ষদ। কিন্তু কেন তাকে চাকরিচ্যুত করা হলো জানতে চেয়েছিলো অনেকেই? সম্প্রতি নতুন এক তথ্য উঠে এসেছে সকলের সামনে।

Open Ai News এর বিস্তারিত

জানা গেছে, স্যাম একটি বিশেষ প্রোগ্রামের উপর কাজ করছিলেন। বাজারে এলে চরম বিপদে পড়বে মানুষ। এ নিয়ে কয়েকদিন আগে প্রতিবাদ করেন সংগঠনের দুই কর্মী।

তারা পরিচালক সমিতিকে চিঠি দিয়েছে আর এই চিঠিতে তারা এই প্রোগ্রামের কথা উল্লেখ করেছিলেন এর ভিত্তিতে স্যামকে চাকরিচ্যুত করা হয়। কি ছিল সেই প্রোগ্রাম?

আরও পড়ুনঃ  Chrome browser: কাদের জন্য দুঃসংবাদ দিলো চরম ব্রাউজার, না মানলেই বিপদ!

চিঠি অনুসারে, প্রকল্পটি মূলত একটি Math Tools। ছোট বাচ্চারা এই গণিত টুল ব্যবহার করতে পারবে। এই টুলের সাহায্যে স্কুল পর্যায়ের গণিত দ্রুত সমাধান করা যাবে। এই গাণিতিক টুলসটি অজানা যেকোনো সংখ্যা সমাধান করতে পারবে। এর ফলে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় আসতে পারে বলে জানিয়েছেন Open Ai এর কর্মকর্তারা।

Open Ai সম্মন্ধে বিশেষজ্ঞদের মতামত – উপসংহার

এই আশঙ্কাটিকে হেলা করে উড়িয়ে দিতে পারছেন না বিশেষজ্ঞরা। কিন্তু কষ্টের খবর এই যে এসব অবস্থাতেউ স্যামকে ফিরিয়ে আনা হয়েছে Open Ai তে। অনেক বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে AI মানুষের জন্য বড় বিপর্জয়ের কারণ হয়ে দাঁড়াবে।

আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা প্রতিনিয়ত টেকনোলজি সম্পর্কিত নিউজ পাবলিশ করে থাকি। অন্যান্য খবর পড়তে মূলপাতা ভিজিট করুন।

আরও পড়ুনঃ  মোবাইল ব্যাংকিংঃ মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিরাপদ থাকার উপায়

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link