প্রকাশিত হলো এইচএসসি ফলাফল ২০২৩, দেখুন মার্কশিট সহ!

প্রকাশিত হলো এইচএসসি ফলাফল ২০২৩

যেকোনো বিষয়ে প্রাপ্ত নম্বরের সংখ্যা শুধুমাত্র মার্কশিটে দেখা যায়। আজ আমরা দেখাব কিভাবে শিক্ষার্থীরা এইচএসসি ফলাফল ২০২৩ কিভাবে দেখতে পারবে অনলাইনে, তবে মার্কশিট সহ।

শিক্ষা মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের রেজাল্ট দেখার ব্যবস্থা করা হয়েছে। তাই অবশ্যই সঠিক নিয়ম জানতে হবে সবাইকে। শিক্ষার্থীরা তাহলে খুব সহজেই তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে।

ফলাফল প্রকাশের সময়, লক্ষাধিক শিক্ষার্থী এবং অভিভাবক একই সাথে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে ভিজিট করবে, যার কারণে ওয়েবসাইট ডাউন থাকতে পারে। সেজন্য কয়েকবার চেষ্টা করার পরেও ফলাফল প্রদর্শিত হয় না।

প্রকাশিত হলো এইচএসসি ফলাফল ২০২৩

দেশের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নির্ধারিত নিয়ম ছাড়া অন্য কোনো জায়গা থেকে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে না। তাই সঠিক নিয়ম জানতে হবে। এছাড়া শিক্ষা বোর্ড ২০২৩ সালের এইচএসসি ফলাফল মার্কশিটের সঙ্গে প্রকাশ না করে তবে মার্কশিটের সঙ্গে রেজাল্ট দেখা যাবে না। তাই শিক্ষা বোর্ড এবং মার্কশিট ফলাফল প্রকাশের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আরও পড়ুনঃ  ISDB-BISEW: বিনামূল্যে সাড়ে আট মাসের জন্য iT প্রশিক্ষণ | সাথে আছে কর্মসংস্থানের বড় সুযোগ

মার্কশিট সহ ফলাফল প্রকাশ করা শিক্ষাবোর্ডগুলি:

  1. ~ ঢাকা শিক্ষা বোর্ড
  2. ~ চট্টগ্রাম শিক্ষা বোর্ড
  3. ~ কুমিল্লা শিক্ষা বোর্ড
  4. ~ দিনাজপুর শিক্ষা বোর্ড
  5. ~ রাজশাহী শিক্ষা বোর্ড
  6. ~ বরিশাল শিক্ষা বোর্ড
  7. ~ যশোর শিক্ষা বোর্ড
  8. ~ সিলেট শিক্ষা বোর্ড
  9. ~ ময়মনসিংহ শিক্ষা বোর্ড
  10. ~ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  11. ~ কারিগরি শিক্ষা বোর্ড

শিক্ষার্থীরা তাদের নিজেদের মোবাইল ফোন থেকে মাত্র পাঁচ মিনিট ব্যয় করে সহজেই সমস্ত মার্কশিটের ফলাফল হাতে পেয়ে যেতে পারে।

  • ~ মার্কশিট সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ
  • ~ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  • ~ পরীক্ষার নাম এইচএসিসি সিলেক্ট করতে হবে
  • ~ পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
  • ~ পরীক্ষার বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
  • ~রেজাল্ট টাইপ অপশনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে
  • ~শিক্ষার্থীর রোল নাম্বার সঠিকভাবে বসতে হবে
  • ~ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে বসতে হবে
  • ~ সাইটে দেখানো চারটি সংখ্যা সামনে ফাঁকা করে বসাতে হবে
  • ~ গেট রেজাল্ট আসেন ক্লিক করলে ফলাফল চলে আসবে

আরও পড়ুনঃ একাদশ শ্রেণী উপবৃত্তির জন্য আবেদন ফরম PDF 2023 এবং ফরম পূরণের নিয়ম – এখনি জানুন!

আশাকরি আমাদের লেখা নিয়মগুলি অনুসরণ করে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পেরেছেন। তাহলে আপনাকে আন্তরিক অভিনন্দন। এছাড়া আপনি কি রেজাল্ট করেছে তা আমাদের জানাতে ভুলবেন না যেনো।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষার রুটিন ২০২৪ কবে প্রকাশিত হবে? এসএসসি এক্সাম রুটিন

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link