What was searched for first: জেনে নিন Google সার্চ ইঞ্জিনে সর্বপ্রথম কী সার্চ হয়েছিলো!

What was searched for first: যেকোনো প্রতিযোগিতার ক্ষেত্রে সাধারন জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এগুলি জানতে যেমন ভালো লাগে তেমনি অতি কষ্ট করে মুখস্ত করে মনেউ রাখতে হয়না। এই লেখাটিতে আপনি এমই অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে পারবেন।

আপনার জ্ঞানের পরিধিও বৃদ্ধিপাবে। মনোযোগ সহকারে লেখাটি পড়ুন। এই ধরনের লেখা পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

জানুন এখানে | What was searched for first?
১) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশ প্রথম ইলেকট্রিক রোড তৈরি করেছে?

উত্তরঃ সুইডেন।

২) প্রশ্নঃ গৌতম বুদ্ধের ছেলের নাম কী?

উত্তরঃ রাহুল।

৩) প্রশ্নঃ কোন দেশে ভ্যালেন্টাইনস ডে পালন করা নিষিদ্ধ?

উত্তরঃ পাকিস্তানে।

৪) প্রশ্নঃ হাইব্রিড কথাটির বাংলা মানে কী?

আরও পড়ুনঃ বাজারে চলে এলো জনপ্রিয় টু হুইলার কোম্পানি Royal Enfield এর নতুন Himalayan 450 – মন কেড়েছে সবার!
উত্তরঃ সংকর।

৫) প্রশ্নঃ মাটি নিয়ে পড়াশোনা করাকে কী বলা হয়?

উত্তরঃ পডোলজি।

৬) প্রশ্নঃ ডলফিন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?

উত্তরঃ সাঁতার।

৭) প্রশ্নঃ Google এ প্রথম কী সার্চ করা হয়েছিল?

উত্তরঃ Gerhard Casper

৮) প্রশ্নঃ মানুষের রক্তের রঙ কখন সবুজ হয়ে যায়?

উত্তরঃ সমুদ্রের গভীরে লাল রঙের রক্তকে সবুজ দেখায়।

৯) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে সরু দেশ কোনটি?

উত্তরঃ চিলি।

১০) প্রশ্নঃ কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকে?

উত্তরঃ স্পঞ্জ।

১১) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে প্রেমিকা ভাড়া পাওয়া যায়?

উত্তরঃ জাপান ও চীন দেশে।

১২) প্রশ্নঃ ১ ভরি সোনা সমান কত গ্রাম সোনা?

উত্তরঃ প্রায় ১১.৬৬ গ্রাম।

আরও পড়ুনঃ কোন মোবাইল কোম্পানির ফোন ভালো | কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৩
১৩) প্রশ্নঃ ভারতের কোহিনুর কোন রাজ্যকে বলা হয়?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশকে।

১৪) প্রশ্নঃ কোন জঙ্গলকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়?

উত্তরঃ আমাজনের জঙ্গলকে। কারণ পৃথিবীর ২০% অক্সিজেন আসে আমাজন থেকে। এর জন্যে একে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।

১৫) প্রশ্নঃ পশুদের রাজা তো সিংহ, জানেন পাখিদের রাজা কাকে বলা হয়?

উত্তরঃ ঈগলকে পাখিদের রাজা বলা হয়।

Note: আশাকরি আজকের এই লেখাটি পড়ে অতীতের ইন্টারনেট ব্যাবহার সম্মন্ধে একটু হলেউ আইডিয়া পেয়েছেন। এমন তথ্য আরও পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। এছাড়া আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে আপনি গেস্টপোষ্ট লিখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *