ISDB-BISEW: বিনামূল্যে সাড়ে আট মাসের জন্য iT প্রশিক্ষণ | সাথে আছে কর্মসংস্থানের বড় সুযোগ

Contents
এই ISDB-BISEW প্রোগ্রামের বিশেষ সুবিধা | isdb-bisew it scholarship programmeISDB-BISEW Scholarship আবেদনের যোগ্যতাআরও পড়ুন
ISDB-BISEW আইটি স্কলারশিপ প্রোগ্রাম নন-আইটি ব্যাকগ্রাউন্ড স্নাতকদের জন্য বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। চাকরির বাজারের সাথে তাল মিলিয়ে এই কোর্সটি পরিচালিত হয়।

এই কার্যক্রমের আওতায় যারা কোর্স সম্পন্ন করেছেন তারা দেশে ও বিদেশে সফলতার সাথে কাজ করছেন। ISDB-BISEW হল বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরবের যৌথ উদ্যোগ। 2003 সালে প্রতিষ্ঠার পর থেকে, 11,600 এরও বেশি শিক্ষার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে।

এই ISDB-BISEW প্রোগ্রামের বিশেষ সুবিধা | isdb-bisew it scholarship programme
এটি সম্পূর্ণ বিনামূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম। যেখানে শিক্ষার্থীদের প্রশিক্ষণের খরচ, থাকা-খাওয়ার যাবতীয় ব্যয় ও হাতখরচ প্রদান করা হয়।
এটি দেশসেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম।
প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২লাখ টাকা সমমূল্যের কোর্স।
সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট কল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ দশ হাজার টাকা উপবৃত্তি দিচ্ছে শিক্ষার্থীদের – আবেদন করুন এখনি
ISDB-BISEW Scholarship আবেদনের যোগ্যতা
স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেকট্রনিকস/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার, আইনজীবী ও চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

Notes: স্কলারশিপ–সম্পর্কিত তথ্য জানতে ভিজিট করুন: isdb-bisew.org/it-scholarship-programme

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *