সোনার দাম বাংলাদেশ: বাজুস গোল্ড প্রাইস ইন বাংলাদেশ টুডে, জমি বিক্রি করে কিনুন স্বর্ন!

সোনার দাম বাংলাদেশ

সোনার দাম বাংলাদেশ: বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আরেকবার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোত্তম মানের স্বর্ণের ভরির দাম ১,৭৫০ টাকা বেড়ে ১লাখ ৮হাজার ১২৫ টাকা হয়েছে। যা এই দেশের ইতিহাসে প্রথম এবং সর্বোচ্চ।

বাজুস গোল্ড প্রাইস ইন বাংলাদেশ টুডে – কার্যকরের দিন!

গত ২৬ নভেম্বর রোবিবার বাজুস একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গত ২৭ নভেম্বর সোমবার থেকে এই নতুন দামটি কার্যকর করা হবে বলে জানা যায়।

খনর অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি (Pure Gold) সোনার দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাংলাদেশ – বর্তমান সোনার দাম!

নতুন দাম অনুযায়ী:

  • ১) ১১.৬৬৪গ্রাম (প্রতি ভরি) ২২ ক্যারেটের সোনার দাম ১লাখ ৮ হাজার ১২৫ টাকা
  • ২) ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩ হাজার ২২৬টাকা
  • ৩) ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৮ হাজার ৪৭১ টাকা
  • ৪) সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকা

কদিন আগের সোনার দাম – Gold Price in Bangladesh!

চলতি মাসের ১৮ নভেম্বর পর্যন্ত সোনার দাম যত ছিলো:

  • ১) ২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা
  • ২) ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা।
  • ৩) ১৮ ক্যারেটের প্রতি ভরি ৮৭ হাজার ১৩ টাকা
  • ৪) সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ৭২ হাজার ৫৫০ টাকা
বাজুস গোল্ড প্রাইস ইন বাংলাদেশ টুডে
বাজুস গোল্ড প্রাইস ইন বাংলাদেশ টুডে

উপসংহার – Gold Price Conclusion

চলতি নভেম্বর মাসে এটি নিয়ে ৩বার বাড়ানো হলো সোনার দাম। এর আগে অক্টোবর মাসে সোনার দাম ৪ বার বাড়ানো হয়েছিলো। গত ৪, ১১ এবং ১৫ অক্টোবরে সোনার দাম বাড়ানো হয়। এর আগেউ ২বার বাড়ানো হয়েছিলো সোনার দাম সেপ্টেম্বর মাসে।

আপনার কি মনে হয়, এইভাবে সকল কিছুর দাম উর্ধদিকে চলে গেলে সাধারন মানুষ কিভাবে চলবে? কারন স্বর্ণের দাম বেড়ে যাওয়া মানেই সকল কিছুর দাম বাড়ার সংকেত। কমেন্ট করে জানান আমাদের। আপনাদের প্রতিবাদ সবার নিকটেই যাবে। অন্যান্য খবর পড়তে মূলপাতায় চলে যান।

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

No Related Post

Share via
Copy link