১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের স্ট্যাটাস | বঙ্গবন্ধুর জন্মদিনের উক্তি

বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা লিখে ব্যানার বানাচ্ছে। তাই আপনাদের জন্য সর্বশেষ প্রকাশিত বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হলো sohobangla.com এ।


১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন


হে বঙ্গবন্ধু! শুভ হোক, আজ তোমার শুভ জন্মদিন,

তোমার চেতনায় গর্জে উঠুক দেশ ও জাতি এই দিন,

তোমাকে জানাই; অন্তস্থল থেকে ভালোবাসার সালাম,

তোমার কাছে হয়ে আছি; জানা-অজানা কত শত ঋণ।


পাইলস একটি মারাত্মক রোগ। বর্তমানে এই রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। তাই পড়ুনঃ পাইলস এর ঘরোয়া চিকিৎসা – ২০২৩


তোমার জন্মদিনের আলোকিত হোক বাঙালির প্রতিটি গৃহকোণ

আরও পড়ুনঃ  ইংরেজি প্রবাদ বাক্য বাংলা অর্থসহ

শুভ জন্মদিন প্রিয় নেতা


শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙিন।

পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,

ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায়।

শুভ জন্মদিন প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!

শুভ জন্মদিন প্রিয় নেতা


জন্মে তোমার পেলাম বাংলা স্বাধীন,

মোরা নই আজ হেথা কারোর অধীন

শুভ জন্মদিন প্রিয় নেতা


সাহসে, স্নেহে, ভালোবাসায়, মমতায়, দুর্বলতায়,

আপামোর বাঙালির স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।

তুমি থাকবে বাঙালির হৃদয়ে, অস্তিত্বে বহমান,

শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান


বঙ্গবন্ধুর জন্মদিনের স্ট্যাটাস ২০২৩

বঙ্গবন্ধুর জন্মদিনের স্ট্যাটাস ২০২৩

সবাই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে। নিচ থেকে পছন্দের জন্মদিনের স্ট্যাটাস সংগ্রহ করে বঙ্গবন্ধুর নামে ফেসবুকে শেয়ার করে দিন।

আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি।

আরও পড়ুনঃ  ভালোবাসার ছন্দ স্ট্যাটাস এবং ভালোবাসার ছন্দ SMS

ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।

– ফিদেল কাস্ত্রো


আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য

– ইয়াসির আরাফাত


“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম


১০

কোনো জেল জুলুমই কোনোদিন আমাকে টলাতে পারেনি, কিন্তু মানুষের ভালবাসা আমাকে বিব্রত করে তুলেছে

– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


১১

ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও

মুজিবাদর্শের মৃত্যু নেই

আরও জানতে ভিজিট করুনঃ webmission24.com

১২

হে বঙ্গবন্ধু তোমার শুভ জন্মদিন,

কেমনে শুধি তব ভালবাসার ঋন


বঙ্গবন্ধুর জন্মদিনের উক্তি

বঙ্গবন্ধুর জন্মদিনের উক্তি


১৩

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে ক্ষণজন্মা নেতা,

তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা।

তুমি না হলে বাংলাদেশ হতোনা হে চিরঞ্জীব নেতা,

তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুতোই গাঁথা


১৪

‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান

ততকাল রবে কীর্তি তােমার শেখ মুজিবুর রহমান’

আরও পড়ুনঃ  ইংরেজি ফেসবুক স্ট্যাটাস বাংলা অর্থ সহ | অনুপ্রেরণামূলক ইংরেজি উক্তি


১৫

আমরা বাহান্নতে মরেছি দলে দলে,

আমরা একাত্তরে মরেছি ঝাঁকে ঝাঁকে,

আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে।


১৬

জাতী আজ স্মরণ করিছে তোমায় বিনম্র শ্রদ্ধায়,

তুমি থাকবে চিরঅমর হয়ে অনিঃশেষ ভালবাসায়।

শুভ জন্মদিন বঙ্গবন্ধু


বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

১৭

আমি সেইদিন হব শান্ত

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না


১৮

শত বছরে শত সংগ্রাম শেষে,

রবীন্দ্রনাথের মতাে দৃপ্ত পায়ে হেঁটে

অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।

তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,

হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার

সকল দুয়ার খােলা। কে রােধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?

গণসূর্যের মঞ্চ কাপিয়ে কবি শােনালেন তাঁর অমর কবিতাখানি :


১৯

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

Thank You All

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link