অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

অনিশ্চিত জীবন নিয়ে উক্তি
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি

বন্ধুরা জীবন খুবই মূল্যবান জিনিস। আর তাই আমাদের আজকের ব্লগ অনিশ্চিত জীবন নিয়ে উক্তি। এই জীবনকে যারা হেলায় কাটাচ্ছে তারা ভবিষ্যতে এক সময় তারা পস্তাবে। জীবনের প্রতিটি মুহূর্ত হচ্ছে কাজে লাগানোর সময়। এজন্য বিভিন্ন মনীষীরা সময় ও জীবন নিয়ে উক্তি বলে গিয়েছে। তারা জীবন নিয়ে অনেক কথা বলেছেন। আজকের এই ব্লগে আমরা জীবন নিয়ে উক্তি, ছবি সহ দেখব ও দেখাবো।

অনিশ্চিত জীবন নিয়ে উক্তি

স্বাগতম আমাদের এই সহবাংলা আইটি ওয়েবসাইটে। এখানে সাজানো-গোছানোভাবে বিভিন্ন মনিষীদের বাণী এবং জীবন নিয়ে ক্যাপশন কবিতা ইত্যাদি রয়েছে।এই জীবনকে উপভোগ করতে হলে প্রত্যেক মুহূর্ত নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে হবে। অলস ও গোমরাহীন ব্যক্তি জীবনকে উপভোগ করতে পারে না। সাহসীরাই একমাত্র জীবনকে উপভোগ করতে পারে। জীবন চলার পথে নানাবিধ সমস্যা, বিপদের সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে ধৈর্য ধারণ করে সেগুলোকে নির্দ্বিধায় মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া জীবনের অংশ।

জীবন নিয়ে উক্তি আপনারা প্রায় সবাই খুঁজে থাকেন। তাই জীবন নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরছি এই ব্লগে। বিভিন্ন জ্ঞানীগুনি ব্যক্তিদের জীবন নিয়ে উক্তি আমাদের আচার-আচরণকে পরিবর্তন করার জন্য যথেষ্ট ও সক্রিয় ভূমিকা পালন করে। প্রতিদিন নিয়মিত আপনারা এইসব উক্তি সমূহ পড়বেন তাহলে নিজের ভেতরে একটা সময় পরিবর্তন চলে আসবে।

সময় ও জীবন নিয়ে উক্তি

সাদা বা ফর্সা মানে কিন্তু সুন্দর নয়,
আর কালো মানেই কিন্তু কুৎসিত নয়!
কাফনের কাপন সাদা কিন্তু ভয়ানক,
কাবা ঘর কালো কিন্তু অপরুপ!
মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়,
চরিত্র দ্বারাই মানুষ সুন্দর হয়!
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

অন্য কারোর জন্য অপেক্ষা করো না!
তুমি যা করতে পারো সেটা করো!
কিন্তু অন্যের উপর আশা করোনা.!!
স্বামী বিবেকানন্দ

জীবন নিয়ে উক্তি ছবি স্বামী বিবেকানন্দ
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

জীবনের একটা মুহূর্ত যদি বৃথা হয়,
তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও
ফিরে পাওয়া যায় না!
সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে
বেশি ক্ষতি আর কিছু হতে পারে না!
চাণক্য

জীবন নিয়ে উক্তি ছবি চানক্য
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

জীবনে চলার পথ হচ্ছে ২টি,
হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা,
অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার!

জীবন নিয়ে উক্তি ছবি হুমায়ুন আহমেদ
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

তোমার যদি বড় হওয়ার আকাঙ্ক্ষা না থাকে,
তুমি যদি শুধু কেরানি হতে চাও
তাহলে কেরানি হবে,
আর কিছু হবে না।
কিন্তু তুমি যদি চাঁদকে স্পর্শ করতে চাও
তাহলে চাঁদকে স্পর্শ করতে না পারলেও
কাছাকাছি যেতে পারবে।
রবীন্দ্রনাথ ঠাকুর

জীবন নিয়ে উক্তি ছবি রবীন্দ্রনাথ ঠাকুর
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

আপনি যা ভালোবাসেন
তা অর্জন করতে হলে আপনাকে
অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে
ধৈর্য ধারণ করতে হবে!
শেখ সাদী

জীবন নিয়ে উক্তি ছবি শেখ সাদী
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

যদি তুমি একটি সুখী জীবন চাও,
তাহলে এটাকে একটি লক্ষ্যের সাথে বেঁধে ফেলো,
কোন মানুষ অথবা বস্তুর সাথে নয়!
আলবার্ট আইনস্টাইন

জীবন নিয়ে উক্তি ছবি আলবার্ট আইনস্টাইন
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

যারা তোমাকে পছন্দ করে না,
তাদেরকে নিয়ে কখনো ভাবতে যেও না!
তাদের নিয়েই সব সময় আনন্দের সাগরে
ডুবতে থাকো যারা তোমায় পছন্দ করে!
জালাল উদ্দিন রুমি

জীবন নিয়ে উক্তি ছবি জালাল উদ্দিন রুমি
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

আমি সব সময় নিজেকে সুখেই ভাবি,
কারণ আমি কখনো কারো কাছে
কিছু প্রত্যাশা করি না!
কারো কাছে কিছু প্রত্যাশা করাটা,
সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়!
শেক্সপিয়র

জীবন নিয়ে উক্তি ছবি শেক্সপিয়র
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো,
কিছু সময়সব লোককে বোকা বানাতে পারো!
কিন্তু সবসময় সব লোককে বোকা বানাতে পারো না!
আব্রাহাম লিংকন

জীবন নিয়ে উক্তি আব্রাহাম লিংকন
অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

মানুষের জীবন নিয়ে উক্তি

“জীবনে দুনিয়াকে নয়,
নিজেকে বদলাও।
যখন তুমি নিজে বদলে যাবে
তখন দুনিয়া ও আপনা আপনি
বদলে যাবে।
সেই কাজটাই কর,
যেটা তোমার সবচেয়ে বেশি পছন্দের।”

“ভয় তোমাকে জীবনেকোনদিনই
এগোতে দিবে না।
তাই নিজের ভয়কে
সবার আগে
জয় করতে শিখো!”

“এটার গুরুত্ব নেই যে
আপনি জীবনে কতদিন বাঁচলেন
বরং এটা গুরুত্বপূর্ণ যে
আপনি সেই জীবনকে কতটা
আনন্দে কাটালেন।”

” জীবনে মানুষ তোমাকে ঘৃণা করবে
অবহেলা করবে এমনকি
তুচ্ছ মনে করতেও দ্বিধা করবে না।
তাতে নিজেকে তুমি ছোট করো না!
তুমি সেরা, আর সেরা রা কোনদিন
ওইসব সামান্য বিষয় নিয়ে মাথা ঘামায় না।”

“জীবনে কোন কিছুর উপরেই
ভরসা করে বসে থেকো না।
নিজের ভাগ্যকে বদলাতে চাইলে,
নিজের লক্ষ্যকে পূরণ করার দিকে মন দাও।
সর্বদা নিজের উপর ভরসা রাখ,
কারণ এটা তোমাকে সাহস যোগাবে।”

“নিজের জীবনে গোপনীয়তা
বজায় রাখো এবং
সেটাকে কাউকে কোনদিনও বলোনা।
তা না হলে তুমি ভবিষ্যতে
ভীষণ বড় সমস্যায় পড়বে।”

“জীবনে কারোর সাহায্যের অপেক্ষা করো না।
তুমি এটা মানো আর নাই মানো,
তোমাকে সাহায্য করার জন্য কেউ বসে নেই।
তুমি একমাত্র তোমার সাহায্য করতে পারো সারাজীবন।”

“সবার আগে আমাদের প্রত্যেকের
নেগেটিভ চিন্তাগুলো দূর করতে হবে।
কারণ যখন আমাদের ভাবনা
পজিটিভ হতে শুরু করে দেয়,
তখন ধীরে কিরে আমাদের কাজে
সাফল্য আসা শুরু হয়ে যায়।”

“যখন মানুষের জীবনের পরিস্থিতি
খারাপ হতে থাকে
তখন মানুষ ভেঙ্গে পড়ে,
আর না হলে রেকর্ড ঘরে তোলে।”

“জীবনে যদি কোন জিনিস
তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়ায়,
তাহলে যত তাড়াতাড়ি সম্ভব
সেই ভয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করো,
এবং সেই ভয়কে নির্মূল কর।”

“জীবন হলো আনন্দের জন্য,
সহ্য করার জন্য মোটেও নয়।
জীবন হলো একটা সাইকেল চালানোর মতো,
ভারসাম্য রেখে তোমার
একে চালাতেই হবে।”

“জীবনের সবচেয়ে মূল্যবান
জিনিস হলো সময়।
যে এটাকে ভালোভাবে ব্যবহার করবে,
সে যে কোন কিছুই একদিন অর্জন করতে পারবে।
কিন্তু যে এটাকে ভালোভাবে ব্যবহার করবে না,
সে কোনদিনও কিছুই অর্জন করতে পারবে না।”

“জীবনে যখন তোমাকে কাঁদানোর মতো
১০০টা কারণ উপস্থিত হবে,
তখন তুমি জীবনকে দেখাও যে
হাসার মতো তোমার কাছে
১০০০টা কারণ রয়েছে।”

“ঝড় থেমে যাওয়ার অপেক্ষা করার নাম জীবন নয়।
বরং বাদলা হাওয়ায় নেচে বেড়ানোর নামই জীবন।
জীবনে যা কিছু হয়, তা ভালোর জন্যই হয়।
এবং যা কিছু ঘটবে, সেটাও তোমার ভালোর জন্যই ঘটবে।”

“কখনোই অন্যের কথা মত
নিজের জীবনে বড় সিদ্ধান্তগুলো নিও না।”
একটা প্রবাদ সর্বদা মনে রাখবে-
অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে
নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো।”

জীবন একটি সাইকেল চালানোর মত।
পরে যেতে না চাইলে অবশ্যই আপনাকে
চলতে থাকতে হবে। —আইনস্টাইন

তুমি যদি গরীব হয়ে জন্ম নাও
তাহলে এটা তোমার দোষ নয়!
কিন্তু তুমি যদি গরীব থেকেই মারা যাও
তাহলে সেটা তোমার দোষ!
বিল গেটস।

তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও
তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু কর!
সাইরাস

জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে
সবচেয়ে বড় সমস্যা হলো
তুমি সারা জীবন ফাঁকা মাঠের
ভিতরে ছুটলেও গোল দিতে পারবেনা!

মানুষের জীবনে ২০ বছর পর্যন্ত
ইচ্ছার রাজত্ব চলে।
৩০ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব
ও ৪০ বছর বয়সে চলে বিচার-বিবেচনার রাজত্ব। –ফ্রাংকলিন


বাস্তব জীবন নিয়ে উক্তি

আল্লাহর ভয়ে তুমি
যা কিছু ছেড়ে দিবে,
আল্লাহ্ তোমাকে তার চেয়ে
উত্তম কিছু অবশ্যই দান করবেন।
হযরত মোহাম্মদ (সঃ)

জীবন একটি গাছের মতো
ধীরে ধীরে বড় হয়।
কিন্তু জীবনে হটাৎ কেউ এসে
ঝড়ের মতো গাছটা ভেঙ্গে দেয়।

জীবন কারো জন্য থেমে থাকেনা,
যেমন সময় আর স্রোত কারো জন্য
অপেক্ষা করে না।

তোমার জন্য সব কিছু জানা আবশ্যক নয়।
কিন্তু যা কিছু তুমি বলছো তার
সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

যখন তোমার পকেটে অনেক টাকা থাকবে
তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে
তুমি কে?
কিন্তু যখন তোমার পকেটে
টাকা থাকবে না তখন
সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে!
বিল গেটস।

স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়।
তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়,
বরং তাকে সঙ্গে নিয়ে চলো।
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
ব্রায়ান ডাইসন।

তোমার জীবকে সামনে এগিয়ে
নেওয়ার জন্য একটি লক্ষ্য ঠিক করো,
তারপর তার দিকে সজোরে এগিয়ে যাও
জর্জ পিরি

জীবনের সবচেয়ে চলমান ও জরুরী প্রশ্নটি হলো,আপনি অন্যের জন্য কী করছেন?
মার্টিন লুথার কিং,জেআর

আমি আগে নষ্ট করেছি সময়,
এখন সময় নষ্ট করছে আমায় ।
বিখ্যাত লেখক শেকসপীয়ার।

তুমি চলে গেলে যদি কেউ
তোমার জন্য না কাঁদে,
তবে তোমার জীবনের কোন মূল্য নেই!
সুইফট

যে নিজেকে ঠিক রাখতে পারে না
সে নিজের জন্যেও যেমন বিপদজনক
তেমনি অন্যের জন্যেও বিপদজনক।
থেলিস

আমি বলবনা আমি জীবনে ১০০০ বার হেরেছি!
বরং আমি বলবো আমি হারার ১০০০ টি কারণ বের করতে পেরেছি।
টমাস আলভা এডিসন

যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে
সে ব্যক্তি নাস্তিক হবে,
আর যে ব্যক্তি বিজ্ঞানকে
ভালো ভাবে জানবে
সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে!
ফ্রান্সিস বেকন


অনিশ্চিত জীবন নিয়ে উক্তি | সময় ও জীবন নিয়ে উক্তি

কর্মময় জীবন নিয়ে উক্তি

মৃত্যুর যন্ত্রণার থেকে
বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
তার ভয়াবহতা তা একমাত্র
ভুক্তভুগিই বোজতে পারে!
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

চোখের জল সবাই দেখে,
হৃদয়ের কষ্ট কেউ দেখে না।
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে,
কিন্তু না পাওয়ার বেদনা
সারা জীবনেও ভোলা যায় না।
রবীন্দ্রনাথ ঠাকুর

যাহারা তোমার বিষাইছে বায়ু,
নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ,
তুমি কি বেসেছ ভালো?
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন।
কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়।
সুযোগ পেলে উপহাস করে।
সময় পেলে আঘাত করে।

অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন
কখনও দেবেন না।
তাহলেই গেম খেলতে শুরু করে দেবে।

সব সময় মজাতে থাকি,
যতই কষ্ট হোক না কেন
All Time হাসতে থাকি! হ্যাঁ এটাই আমি।

জীবনে সবাই তোমাকে কষ্ট দিবে,
কিন্তু তা থেকে তোমার জীবনে
শুধুমাত্র এমন একজন কে বেছে নিতে হবে
যার দেওয়া দুঃখ তুমি সহ্য করতে পারবে।
হুমাযুন আহমেদ

দুঃখ কষ্ট মানুষের জীবনের
একটি ব্যক্তিগত গান,
যে গান মানুষ নিজে ছাড়া
অন্য কেউ শোনে না।
রুদ্র গোস্বামী

নিজে থেকে কথা বলা
একবার বন্ধ করে দেখো,
দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে।
আসলে কেউই আপন নয়।

মন কখনো একটুও আশা হারায় নি,
ব্যর্থ হয়েছি যদিও,
কেটে যাবে এই কষ্টের সন্ধ্যে,
যতোই লম্বা হোক তা তবুও।

কান্না করে লাভ নেই,
চোখের জলে কখনো কষ্ট মুছে যাবে না..!!

ভুল সন্দেহ একটা সুন্দর সম্পর্ককেও নষ্ট করার জন্য যথেষ্ট।

উলঙ্গ শরীর ঢাকতে কেউ
এক পয়সাও দিতে আসে না!
কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য
অনেকেই হাজর হাজার টাকা ওড়ায়।

অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে,
তখন চুপ থাকাটাই সব থেকে ভালো।
কারণ চিৎকার করে কখনো
নির্দোষ প্রমান করা যায়না।

যে মানুষটি মনের দিক
থেকে অনেক ভালো হয়।
তার কপালটা অনেক খারাপ হয়।
তার এই সরল মনটা নিয়ে সবাই খেলা করে!,,

দুঃখ-কষ্ট নিয়েই মানুষের এই জীবন,
কিন্তু দুঃখের পর যে সুখ আসবে,
এটাই ধ্রুব সত্য।
এডওয়ার্ড ইয়ং

জীবনে অসৎ আনন্দের চেয়ে
পবিত্র বেদনা অনেক ভালো।—হোমার

জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ বন্ধু
তারা একে অপরের খুব কাছাকাছি থাকে!
মির্জা রাশেদ

জীবনে দুঃখ, কষ্ট ,ঘৃণা এবং ভয়কে
হাসিমুখে বরণ করতে পারলে
সংসার জীবনে শান্তি আসবেই ।
—-মির্জা রাশেদ

সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায়
সংজ্ঞায়িত করা যায়,
কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সঙ্গায়
সংজ্ঞায়িত করা যায় না।
কারন কষ্ট এমন একটি বিষয়
যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়!
রেদোয়ান মাসুদ।

একজন আহত ব্যক্তি তার
কষ্ট যন্ত্রনা যত সহজে ভোলেযায়,
কিন্তু একজন অপমানিত হওয়া ব্যক্তি
তত সহজে অপমান ভোলেনা!
জর্জ লিললো

দুনিয়ার জীবন বড় অদ্ভুত,
যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে,
সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে।

একাকী জীবন নিয়ে উক্তি

নিজের জীবনকে এমন ভাবে সাজিয়ে নাও যেন,
তারাই তোমাকে দেখে আফসোস করে,
যারা তোমাকে একদিন একা করে গেছে!

কোনো কোনো সময় তোমার
একা থাকা প্রয়োজন।
একাকী হওয়ার জন্য নয়,
বরং তোমার অবসর সময়
নিজে উপভোগ করার জন্য!

জীবনে একা থাকা শিখতে হয়,
কারণ জীবনের কঠিন মুহূর্ত গুলো
একা কাটাতে হয়।

অন্ধকার জীবন নিয়ে উক্তি

সুখ হলো কাগজের নৌকার মত!
কিছুক্ষণ ভেসে পড়ে ডুবে যায়.!!

কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিয়ো,
এই মৃত্যুর মিছিলে হয়তো
আমিও চলে যেতে পারি!
ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারি!

সত্যি করে ভালোবাসা সেটাই,
যে জীবনের শেষ দিন পর্যন্ত
তোমার সাথে থাকতে চায়!

দুনিয়ার জীবনটা মোমবাতির মতো!
সময়ের সাথে সাথে জীবন ছোট হয়ে যাচ্ছে!

ফটো এডিট নয়! চরিত্র এডিট করো!
ভবিষ্যৎ ভালো হবে.!!

নীরবে কাজ করে যান,
আপনার কাজই একদিন
চিৎকার করে সবার নজর কাড়বে!

কখনও না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়!
বার বার হেরে গিয়ে উঠে দাড়ানোই
মানুষের সবচেয়ে বড় বীরত্ব.!!
– কনফুশিয়াস

আমরা যখনি হতাশ হই
তখনি ভাগ্যকে দোষারোপ করি।
কিন্তু আমরা বুঝতে চাই না যে
এর জন্য আমাদেরকে আরেকটু
বেশি পরিশ্রম করতে হতো।

চকচক করলেই যেমন সোনা হয়না,
ঠিক তেমনি দামী পোষাক আর
কথায় কথায় ইংরেজি বললেই
ভালো মানুষ হওয়া যায় না।

বেইমান আর স্বার্থপর লোক,
কখনো নিজের ভালো ছাড়া
অন্যের অনুভূতি বোঝে না।

যে তোমায় পাত্তা দেয় না,
তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই!
কারণ সবসময় এটা জানবে যে,
“তুমিই তোমার কাছে সেরা”!
– এ.পি.জে. আব্দুল কালাম

শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না!
তুমি ভালো কাজ করো
এমনি তোমার শত্রু হয়ে যাবে।
– নেতাজি সুভাষচন্দ্র বসু

জীবনে যদি বার বার পরে যাও,
তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়।
কারণ একটা গাছও তার পাতা বদলায়,
জায়গা টা নয়।

সম্পর্ক একটা পাখির মতো।
যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো
তবে সে চাপে মরে যাবে।
আর যদি খুব হালকা করে ধরো
তাহলে সে উড়ে যাবে।
কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো
তবে সে থেকে যাবে।

প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না,
ফুলের চাষ করো
দেখবে প্রজাপতিই তোমার পিছনে ছুটবে।


শেষ কথা,

বন্ধুরা আশা করছি আমাদের আজকের এই অনিশ্চিত জীবন নিয়ে উক্তি স্ট্যাটাস আপনাদের ভালো লেগেছে। আমরা নিয়মিত আমাদের এই ব্লগে জীবন নিয়ে উক্তি আপডেট করব। আপনারা চাইলে আমাদের ব্লগসাইট ফ্রিতে সাবস্ক্রাইব বাটনে চেপে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আপনার খুঁজে বের করতে সুবিধা হবে। আপনি আপনার বন্ধুর মাঝে পোস্টটিকে শেয়ার করতে পারেন, যেন তারা জীবন নিয়ে উক্তি সম্পর্কে জানতে পারে।

আরও পড়ুনঃ  ২০২৩ সালের কষ্টের স্ট্যাটাস এছাড়া কষ্টের স্ট্যাটাস বাংলা ২০২৩

অন্য পোষ্ট পড়ুন>> 

  1. >>কারো প্রতি মায়া নিয়ে উক্তি | পৃথিবীর মায়া নিয়ে উক্তি
  2. >>ইংরেজি ফেসবুক স্ট্যাটাস বাংলা অর্থ সহ | অনুপ্রেরণামূলক ইংরেজি উক্তি
  3. >>শিক্ষামূলক উক্তি, বাণী, কবিতা, ছন্দ, ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন – মনিষীদের সেরা উক্তি ও বাণী সমূহ

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link