অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩ | অনার্স ফরম ফিলাপ 2023

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩

পরিক্ষা খুব সামনে এসে পড়েছে। আর তাই আজকের এই ব্লগ সাজানো হয়েছে অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩ এর তথ্য দিয়ে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২ সালের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফরম পূরণ ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ১৫ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩

শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে www.nubd.info/formfillup -এ অনলাইনে ফর্মফিলআপের জন্য আবেদন করতে হবে। তারপর আবেদনটি ডাউনলোড করে ফি পরিশোধ করে কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। নীচের বিজ্ঞপ্তি থেকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 12 সেপ্টেম্বর 2023 খ্রি. বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণী উপবৃত্তির জন্য আবেদন ফরম PDF 2023 এবং ফরম পূরণের নিয়ম - এখনি জানুন!

পড়ুনঃ ??Honours 1st Year Exam Routine 2023 | অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সূচী, পরীক্ষার ফি এবং কারা এই পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন তার বিবরণ প্রকাশ করা হয়েছে। 2022 অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ফর্ম পূরণ 18 সেপ্টেম্বর থেকে শুরু হবে। 15 অক্টোবর 2023 খ্রিস্টাব্দে ফরম পূরণ চলবে।

17 অক্টোবরের মধ্যে ডেটা এন্ট্রি এবং যাচাইকরণ করা উচিত। টাকা 18/10/2023 থেকে 19/10/2023 খ্রিস্টাব্দের মধ্যে জমা দিতে হবে

অনার্স ফরম ফিলাপ এর টাকা

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ফি কত টাকা পরিশোধ করতে হবে, তার পরিমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ নোটিশে নির্ধারণ করা হয়েছে।

  • তত্ত্বীয় প্রতি পূর্ণ পত্রের ফি ২৫০/= টাকা।
  • তত্ত্বীয় অর্ধ পত্রের ফি ২০০/= টাকা।
  • ব্যবহারিক প্রতি পত্র/কোর্স ফি ২৫০/= টাকা।
  • ইনকোর্স পরীক্ষার ফি (পরীক্ষার্থী প্রতি) ৩০০/= টাকা।
  • শিক্ষার্থী প্রতি কেন্দ্র ফি তত্ত্বীয় শিক্ষার্থী প্রতি ৪৫০/= টাকা।
আরও পড়ুনঃ  ২০২৪ সালের এসএসসি পরীক্ষার বাংলা ২য় সাজেশন | Bangla 2nd Paper Suggestion for SSC 2024

গ্রেড উন্নয়ন/অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পত্র প্রতি ফি এর অতিরিক্ত প্রতি পরীক্ষার্থী ৩০০/= টাকা হারে ফি পরিশোধ করতে হবে। নিচের বিজ্ঞপ্তি থেকে ফরম ফিলাপ এর ফি এর হার সম্পর্কে জানুন। আয়ের সমস্যা থাকলে দেখুনঃ টাকা ছাড়াই কীভাবে Drop Shipping Business শুরু করবেন?

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২২

২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম ফিলাপ করার আগে এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত ফরম পূরণের বিজ্ঞপ্তি থেকে। কোন বিষয় বুঝতে না পারলে আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন

অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩

অনার্স ফরম ফিলাপ 2023

অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২৩ (প্রকাশ)

আমাদের শেষ কথা, 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ ফরম ফিলাপ ২০২৩ সম্পর্কে আরো জানতে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। তথ্যটি সবাইকে জানাতে সোসাল মিডিয়াতে শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার আমাদের কাজে উতসাহিত করে। আমাদের সাথে ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।  তথ্যটি নেয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর থেকে।

আরও পড়ুনঃ  Download HSC Short Syllabus 2024 | HSC Short Syllabus 2024

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link