শ্রেণিসংখ্যা কাকে বলা হয় বিস্তারিত জেনে নিন, পরিসংখ্যান (Statistics)

What is Sreni Songkha

শ্রেণিসংখ্যা কাকে বলা হয় হয়ত অনেকেই জানেন না বা ভুলে গেছেন। শিক্ষার্থীদের জন্য এখানে আরেকটি শিক্ষা সংক্রান্ত পোস্ট করলাম। শেখার কোন শেষ নেই। যে কেউ চাইলে শ্রেণিসংখ্যা সম্পর্কে জানতে পারে। মানুষের সৃষ্টির সময় থেকেই সংখ্যার ব্যবহার হয়ে আসছে। যাইহোক, আজ মানবজাতি বিকাশ করেছে এবং অনেক ধরণের সংখ্যা ব্যবহার করা শুরু করেছে।

স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা,যৌগিক সংখ্যা,সহমৌলিক সংখ্যা ইত্যাদি। এগুলির মত আরেকটি সংখ্যা হচ্ছে শ্রেণি সংখ্যা।

শ্রেণিসংখ্যা কাকে বলা হয়? – What is Sreni Songkha?

কোনো নির্দিষ্ট ব্যাপ্তির ভেতরে পরিসংখ্যানভুক্ত উপাত্তগুলো নিয়ে যে কয়টি শ্রেণি গঠন করা যায়, তাকে শ্রেণি সংখ্যা বলে।

আরও পড়ুনঃ  সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র - ১০০% কমন

যদি আমি আরও বিস্তারিত বলি তাহলে, শ্রেণি সংখ্যা সংখ্যা হল একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিসংখ্যানগত তথ্য (ডেটা) দিয়ে তৈরি করা শ্রেণি সংখ্যা গননার একটি হিসাব।

তবে সংখ্যার আরও অনেক ভাগ রয়েছে, আপনি সংখ্যাগুলির অর্থ কী তা জানতে এবং পড়তে পারেন। সংখ্যা কাকে বলে তা নিচেই আলোচনা করেছি। মন দিয়ে পড়ুন তাহলে শেখাও হয়ে যাবে।

আরও পড়ুন: সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি | সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র

শ্রেণিসংখ্যা কি?

আপনি ইতিমধ্যে শ্রেণিসংখ্যা সম্পর্কে শিখেছেন। তারপরও জানতে পারবেন শ্রেণি সংখ্যা কী। মূলত, একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে পরিসংখ্যানগত তথ্য দিয়ে যে শ্রেণী তৈরি করা হয় তাকে শ্রেণী সংখ্যা বলে।

শ্রেণিসংখ্যা কোথায় ব্যাবহার হয়? Where are Sreni Songkha used?

শ্রেণিসংখ্যা মূলত তৃতীয় শ্রেণিতে ব্যাবহার করা হয়। তবে এটি শুধু ৩য় শ্রেণিতেই সীমাবদ্ধ নয়, সকল ক্লাসেই শ্রেণি সংখ্যার অংক রয়েছে।

আরও পড়ুনঃ  সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র - ১০০% কমন

আরও পড়ুন: কিভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩? – এখনি জেনে নিন!

শ্রেণিসংখ্যা বিষয়ক ভিডিও

উপসংহার

গণিতের গুরুত্বপূর্ণ এক অংকের মধ্যে রয়েছে শ্রেণিসংখ্যা। আর এই শ্রেণিসংখ্যা নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করলাম। যারা জানেন না শ্রেণিসংখ্যা কি? শ্রেণিসংখ্যা কাকে বলে? তারা আজ এই লেখাটি পড়ে জানতে পারলেন শ্রেণিসংখ্যা কি ও কাকে বলে। গণিতের গুরুত্বপূর্ণ বিষয়াদি জানতে আমাদের ব্লগ নিয়মিত পরিদর্শন করুন।

শ্রেণিসংখ্যা কাকে বলা হয়
শ্রেণিসংখ্যা কাকে বলা হয়

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link