বাঙালিরা ব্যবসা করতে পারে না এইসব বলার দিন শেষ। বর্ধমানের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে অঙ্কিতা নন্দী ব্যবসা করতে না পারে না বাঙালী এই দূর্নাম একেবারে ভেঙে দিয়েছেন তিনি। কঠোর পরিশ্রম আর অদম্য জেদ ধরে শূন্য থেকে শীর্ষে পৌঁছেছেন এই তরুনী।
১০০কোটি টাকার মালিক অঙ্কিতা নন্দীর জীবনের গল্প
একজন উদ্যোক্তা হওয়া অঙ্কিতা নন্দির পক্ষে জন্য সহজ ছিল না। অঙ্কিতা একটি সাধারণ মধ্যবিত্ত সনাতনী পরিবারের মেয়ে। নিজের শহর বর্ধমানের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। কলেজে পড়ার সময়ই তিনি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি শুরু করেন। এগুলি বিক্রি করে তিনি মোটা অঙ্কের টাকা আয় করতেন।
২০১৫ সাল নাগাদ, অঙ্কিতা তার আমেরিকান স্বামী জিন উজেনের সাথে একটি ব্যবসা শুরু করেছিলেন। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাদের দেখা হয়। কিন্তু তাদের কারো কাছেই তেমন টাকা ছিল না।
২টি কম্পিউটার ভাড়া করে নিয়ে তার কোম্পানি শুরু করেন। তারপর ২০২১ সালে তাদের বিয়ে হয়।অঙ্কিতা প্রতিষ্ঠিত এই কোম্পানির নাম টায়ার ৫ (Tire 5)।
তারপর ধীরে ধীরে তাদের কম্পানি গ্রো করতে থাকে। যদিও এই কোম্পানির প্রধান কার্যালয় রয়েছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে। কলকাতার সল্টলেকে অঙ্কিতার একটি অফিসও রয়েছে যেখানে আজ প্রায় ১০০ জন কর্মী কাজ করেন। কোম্পানিটিতে ২৫টি সফটওয়্যার পণ্য রয়েছে।
বর্তমানে, কোম্পানির বিশ্বব্যাপী ১৫০০ জনেরও বেশি গ্রাহক রয়েছে। ৮ বছরের ব্যবসায়িক ক্যারিয়ারে অঙ্কিতাও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। ২০২১ সালে, এই কোম্পানির মূল্য ছিল ১২ মিলিয়ন ডলার, যা এখন প্রায় ১০০ কোটিতে পৌছেছে। ব্যবসায় এমন সাফল্য মাত্র কয়েক বছরে অভূতপূর্ব।
তবে ২০১৫ সালে এই কোম্পানিটি মাত্র ২টি ভাড়া করা কম্পিউটার নিয়ে যাত্রা শুরু করে। একজন ডেভেলপার এবং একজন এইচআর এক্সিকিউটিভ সহ। বর্তমানে এই কোম্পানির টার্নওভার কয়েক কোটি টাকা। এই বঙ্গনারী নিঃসন্দেহে ভবিষ্যতে দেশের বড় শিল্পপতিদের পেছনে ফেলে যেতে পারে।
এই খবরটি পড়ে আপনাদের কেমন লাগলো আমাদের জানান। অন্যান্য খবর পড়তে মূলপাতা ভিজিট করুন। সবার আগে খবর পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হোন।