বাংলালিংক অপারেটর দিচ্ছে ৬৩টাকা ক্যাশব্যাক | নগদ রিচার্জ ক্যাশব্যাক অফার ২০২৩

Contents
বাংলালিংক নগদ রিচার্জ ক্যাশব্যাক অফার ২০২৩শেষ কথা:
বন্ধুরা বাংলালিংক ব্যবহারকারীদের জন্য রিচার্জে ১ টাকার অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস “নগদ“।

বাংলালিংক অপারেটর দিচ্ছে ৬৩টাকা ক্যাশব্যাকনগদ রিচার্জ ক্যাশব্যাক অফার ২০২৩
এ অফারে নগদ দিয়ে বাংলালিংক নম্বরে ৬৪ টাকা রিচার্জ করলে প্রতি ঘণ্টায় প্রথম ৩০০ জন গ্রাহক ৬৩ টাকা ক্যাশব্যাক পাবেন।

এছাড়াও এই ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সর্বোচ্চ টাকা রিচার্জকারী গ্রাহককে দেয়া হবে একটি স্মার্ট মোবাইলফোন। ডিজিটাল লেনদেনকে আরো উৎসাহিত করতে মোবাইল রিচার্জে এই অফার নিয়ে এসেছে নগদ।

বাংলালিংক নগদ রিচার্জ ক্যাশব্যাক অফার ২০২৩
গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নগদ থেকে বাংলালিংক নম্বরে রিচার্জ করে এই ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করা যাবে। ক্যাশব্যাকটি পেতে অফার চলাকালীন নিজের বা অন্যের বাংলালিংক প্রিপেইড বা পোস্টপেইড নম্বরে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে ৬৪ টাকা রিচার্জ করতে হবে এবং প্রতি ঘণ্টায় প্রথম ৩০০ জন দিনে মোট ৯০০ জন রিচার্জকারী ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ বাংলালিংক নতুন সিম অফার 2023 | Banglalink New SIM Offer 2023
ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সর্বোচ্চ পরিমাণের রিচার্জকারী একজন পাবেন আকর্ষণীয় একটি স্মার্টফোন।

একটি এসএমএস-এর মাধ্যমে মনোনীত বিজয়ীদের অবহিত করা হবে ও নগদ লিমিটেড-এর অফিসিয়াল ফেসবুক পেইজে বিজয়ী তালিকা (ছবিসহ) প্রকাশ করা হবে।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, “নগদ চায় যে, দেশের যত বেশি সম্ভব মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠুক। তারা মোবাইল রিচার্জের মতো দৈনন্দিন কাজে মোবাইল আর্থিক সেবা ব্যবহার করুক, সেজন্যই দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক-এর সঙ্গে এ অফার নিয়ে এসেছে নগদ।”

শেষ কথা:
আশাকরি আপনারা এই নিউজ পেয়ে খুশি যে বাংলালিংক এমন একটি অফার নিয়ে এসেছে যাতে অনেকেরই সুবিধা হবে। তবে আমি বলব যে অনেক কম্পানিই অনেক অফার দেয় তবে আপনার পকেট থেকে টাকা কেটেই অফার দেয়। তাই প্রয়োজন না হলে এই অফার নেয়ার কোনো দরকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *