স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি | স্বাধীনতা দিবসের ছোট কবিতা | ২৬ মার্চ কবিতা আবৃত্তি

স্বাধীনতা দিবসের ছোট কবিতা

26 March স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ শে মার্চের কবিতা যা আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের নিকট পাঠাতে পারেন বা পোস্ট করতে পারেন নিজ টাইমলাইনে। আমাদের দেশে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করতে কবিতা, স্বাধীনতা দিবসের ছন্দ, মেসেজ, অনেকেই খুঝে থাকেন। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে মানুষের আবেগ, অনুভুতি যুক্ত থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। 


এখানে কিছু স্বাধীনতা দিবসের কবিতা শেয়ার করা হয়েছে। অনেকেই আছেন যারা অনলাইনে স্বাধীনতা দিবসের কবিতা সার্চ করেন। বাঙালিরা কবিতা পড়তে ভালোবাসে, তাই দেশের সব কবিই নানা বিষয়ের ওপর ভিত্তি করে কবিতা লিখছেন। বর্তমানে বই এবং কাগজের মাধ্যমে কবিতা প্রকাশিত হয়, তাই আমরা আপনাদের জন্যওয়েবসাইট kobita নিয়ে এসেছি। আজ আমরা আমাদের ওয়েবসাইটে একটি নতুন নিবন্ধ প্রকাশ করেছি যা স্বাধীনতা দিবসের কবিতা স্বাধীনতা দিবসের কবিতার লিরিক্স নিয়ে আলোচনা করবো।


স্বাধীনতা দিবস সম্পর্কিত কবিতাগুলো সব শ্রেণীর মানুষেরই আগ্রহের বিষয়, এই কবিতাগুলো দেশপ্রেমও বাড়ায়। তাই আমরা এই প্রবন্ধে এমনই কিছু কবিতা উপস্থাপন করেছি যেগুলোতে স্বাধীনতার চেতনা থাকবে। আপনারা যারা স্বাধীনতা দিবসের ছোট কবিতায় আগ্রহী তাদের আমাদের নিবন্ধটি শেষ পর্যন্ত অনুসরণ করা উচিত কারণ দেশপ্রেমিক লোকেরা এই ধরনের কবিতা অনেক পছন্দ করে।


১) স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তে ভেজা স্বপ্ন!

আরও পড়ুনঃ  কাজী নজরুল ইসলামের সেরা বিদ্রোহী কবিতা | বাংলা কবিতাঃ বিদ্রোহী - কবি কাজী নজরুল ইসলাম

স্বাধীনতা তুমি বাঙ্গালী মায়ের হারিয়ে যাওয়া রত্ন।

স্বাধীনতা তুমি লাখো বাঙ্গালীর অশ্রুর নোনাজল!

স্বাধীনতা তুমি শেখ মুজিবের জয় বাংলার ফল।


২) স্লোগানে স্লোগানে মুখরিত আজ বিশ্বমঞ্চময়!

সকলেই আজ মাতিছে সাদরে বাঙ্গালীর নাহি ভয়।

স্বাধীনতাটারে অর্জিতে আজি নামিছে কত ভক্ত!

দেশের নেশায় ভাষার নেশায় ঝরিয়াছে কত রক্ত।


৩) দেশের টানে ভাষার মানে জাগিছে নতুন দিন।

না পারিবে কেও সোধ করিতে শহীদদের এই রিণ।

সকলে মিলিয়া গাহিব উঠিয়া স্বাধীনতার এই গান!

ক্ষমা করো প্রভু তাহাদের যারা দিয়েছে নিথর প্রাণ।

Read: ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা | স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

৪) গাহি শহীদের গান!

তাহাদের চেয়ে নাহি কেও বড়!

নাহি তো চির মহান।

আরও পড়ুনঃ  জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার মূলভাব | বলতা সেন কবিতার মূলভাব

দেশের তরে মাতিয়া উঠিয়া!

হুমকিতে লইয়া প্রাণ!

তাই তো মোরা সকলে মিলিয়া!

গাহি শহীদের গান।


৫) জাগিছে বাঙ্গালী করিছে শপথ!

রাখিবে মায়ের মান!

দেশের টানে ভাষার পানে!

বিলিয়ে ছাড়িবে প্রাণ।

ঐক্যবদ্ধ হইয়া সকলে শত্রু করিবে বদ!

বাংলাদেশকে বাঁচাতে তারা!

ফের নেবে প্রতিশোধ।


৬) চলো তবেঁ ন্যায়ের পথে যাই!

দেশের চাইতে বড় কিছু আর!

এই পৃথিবীতে নাই।

দেশের তরে বিকিয়েছে যারা!

নিজেদের তাজা প্রাণ।

সারা বাঙ্গালার আকাশে বাতাসে!

তাহাদের গুণগান।


৭) চিত্ত যেথা ভয়শূন্য – রবীন্দ্রনাথ ঠাকুর 

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,

জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর

আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী

বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,

যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে

উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে

দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়

অজস্র সহস্রবিধ চরিতার্থতায়–

যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি

আরও পড়ুনঃ  হঠাৎ দেখা প্রেমের কবিতা | হঠাৎ দেখা কবিতার মূলভাব


৮) বাংলার মাটি, বাংলার জল – রবীন্দ্রনাথ ঠাকুর 

বাংলার মাটি, বাংলার জল,

বাংলার বায়ু, বাংলার ফল

পুণ্য হউক, পুণ্য হউক,

পুণ্য হউক হে ভগবান

বাংলার মাটি, বাংলার জল,

Read: ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা | স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

উপসংহার

অনেকে স্ট্যাটাস এসএমএস হিসাবে ছোট কবিতা ব্যবহার করেন। এক্ষেত্রে বড় কবিতার চেয়ে ছোট কবিতার গুরুত্ব বেশি। নতুন অনেক ছোট কবিতা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে অনেক লোক লিখেছেন এবং অনেকে অনলাইনে এই ছোট কবিতাগুলি অনুসন্ধান করেন। তাই আমরা আমাদের আজকের নিবন্ধে কিছু ছোট কবিতা উল্লেখ করেছি। আশাকরি আজকের স্বাধীনতা দিবসের ছোট কবিতা গুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে।


TAG: স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি,স্বাধীনতা দিবসের ছোট কবিতা,মহান স্বাধীনতা দিবসের কবিতা,বাংলাদেশের স্বাধীনতা দিবসের কবিতা,ভারতের স্বাধীনতা দিবসের কবিতা

Thank You All

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link