শিশুদের একুশের কবিতা | লেখক আল মাহমুদ

শিশুদের একুশের কবিতা
শিশুদের একুশের কবিতা
মাতৃভাষার সম্মান রক্ষায় বাংলা মায়ের দামাল ছেলেদের রক্তস্নাত হওয়ার অনন্য ঘটনাকে কেন্দ্র রচিত হয়েছে অনেক কবিতা। বায়ান্নোর একুশে ফেব্রুয়ারি অব্যবহিত পর থেকেই শুরু হয় ভাষা আন্দোলন ঘিরে কবিতা রচনা, যা অব্যহত রয়েছে এখনও। তাই শিশুদের একুশের কবিতা আমরা নিয়ে এসেছি। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে এ দিনটি। ১৯৫২ সালের এ দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহিদ হন। তাই এ দিনটি শহিদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।

একুশের কবিতা

আল মাহমুদ

ফেব্রুয়ারির একুশ তারিখ

আরও পড়ুনঃ  বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা | ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

দুপুর বেলার অক্ত

বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?

বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে

জ্বলবে এমন লাল যে,

সেই লোহিতেই লাল হয়েছে

কৃষ্ণচূড়ার ডাল যে !

প্রভাতফেরীর মিছিল যাবে

ছড়াও ফুলের বন্যা

বিষাদগীতি গাইছে পথে

তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে

ক্ষুদিরামকে চিনতে ?

রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে

মুক্ত বাতাস কিনতে ?

পাহাড়তলীর মরণ চূড়ায়

ঝাঁপ দিল যে অগ্নি,

ফেব্রুয়ারির শোকের বসন

পরলো তারই ভগ্নী।

প্রভাতফেরী, প্রভাতফেরী

আমায় নেবে সঙ্গে,

বাংলা আমার বচন, আমি

জন্মেছি এই বঙ্গে।

২১ শে ফেব্রুয়ারি কবিতা | একুশে ফেব্রুয়ারি কবিতা সংকলন | একুশের সেরা কবিতা

Thank You All
আরও পড়ুনঃ  কাজী নজরুল ইসলামের সেরা বিদ্রোহী কবিতা | বাংলা কবিতাঃ বিদ্রোহী - কবি কাজী নজরুল ইসলাম

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these

Share via
Copy link