গেস্ট পোষ্ট কি | কিভাবে এবং কেন গেস্ট পোস্ট করবেন?

Contents
গেষ্ট পোষ্ট কি এবং কেনো? গেস্ট পোষ্টের (Guest Post) সুবিধা কি?আমাদের এখানে গেস্ট পোষ্টের (Guest Post) শর্ত কি?গেস্ট পোষ্ট সাবমিট করুন গেস্ট পোষ্ট করার জনপ্রিয় কিছু বাংলা ওয়েবসাইট সমূহঃশেষ কথাঃ
প্রিয় ব্লগারগন, অনেকেই আপনাদের ওয়েবসাইটের Do-Follow Backlink এর জন্য গেষ্ট পোষ্ট করতে চান। তাদের জন্য আজকের এই পোষ্ট এবং সুজোগ। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত গেস্ট পোষ্ট করে আপনার সাইটের অথোরিটি বাড়িয়ে নিতে পারেন। এতে করে আপনার সাইট র‍্যাংকিং হবে এবং ভালো পরিমানে ট্রাফিক পাবেন।

গেস্ট পোষ্ট কি
গেস্ট পোষ্ট কি
ব্লগার তার ব্লগের জন্য খুব গুরুত্বপূর্ন একটি বিষয় হলো গেষ্ট পোষ্ট। আপনি যখন off page seo করতে যাবেন তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই গেষ্ট পোষ্ট। বর্তমানে যারা সফল ব্লগার, তারাও কিন্তুু Guest Post এর সকল দিকনির্দেশনা গুলো ফলো করে থাকে। কারন একটি ওয়েবসাইট এর DA, PA বাড়াতে গেষ্ট পোষ্ট এর গুরুত্ব অপরিসীম। তাই আপনারা কিভাবে গেস্ট পোষ্ট করবেন তা জেনে নিন আজকের আমাদের ব্লগ থেকে।

আরও পড়ুনঃ JetTheme Premium Blogger Template – নিয়ে নিন এখনি
গেষ্ট পোষ্ট কি এবং কেনো?
আপনি যখন অন্য কোনো Blog বা ওয়েবসাইটে একজন অতিথি লেখক হিসেবে আপনার নিজের লেখা পাবলিশ করবেন তখন তাকে বলা হয় গেষ্ট পোষ্ট। সাধারনত Guest শব্দটির অর্থ হলো ‘অতিথি‘। আর এই শব্দটি যখন আপনি Blogging এর ক্ষেত্রে প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রেও আপনি কোনো প্রকার ভিন্নতা খুজে পাবেন না। কারন, আপনি অন্য কোনো ওয়েবসাইটে আপনার নিজের কোনো কন্টেন্টকে পাবলিশ করবেন তখন আপনি ঐ ওয়েবসাইটে একজন নতুন অতিথি লেখক হিসেবেই পরিচিতি পাবেন।

আপনি কি উদ্দেশ্যে অন্যের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করবেন সেটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। তবে বেশিরভাগ মানুষ BackLink নেয়ার জন্য এই দারুন কাজটি করে থাকে। যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন তবে আপনার উদ্দেশ্যটা একটু ভিন্ন হবে।

এমন অনেক মানুষ আছে যারা শুধুমাএ লিখতে ভালোবাসে, তাই তাদের উদ্দেশ্যটা একটু ভিন্ন হয়। কিন্তুু আপনার যদি একটি Blog অথবা Website থাকে তাহলে আপনার গেষ্ট পোষ্ট করার উদ্দেশ্য হবে Backlink নেওয়া।

আরও পড়ুনঃ How To Get Free Traffic For WordPress and Blogger Site
গেস্ট পোষ্টের (Guest Post) সুবিধা কি?
রেফারেল এর মাধ্যমে Traffic Boost।
সাইটের Visitor বাড়ান গেষ্ট পোষ্টের মাধ্যমে।
এখানে একটি Do-follow Backlink প্রদান করব।
আমরা ব্যাকলিংক সহ নিবন্ধের শেষে লেখকদের ক্রেডিট দিব।
গেস্ট পোষ্টের (Guest Post) সুবিধা কি
গেস্ট পোষ্টের (Guest Post) সুবিধা কি
আমাদের এখানে গেস্ট পোষ্টের (Guest Post) শর্ত কি?
আপনার পোস্ট ইউনিক হতে হবে।
সহজ বাংলায় এবং ১০০% ইউনিক এবং কপি-মুক্ত কন্টেন্ট প্রয়োজন
কন্টেন্টটি এসইও অপ্টিমাইজ কন্টেন্ট হতে হবে।
কন্টেন্টটি আপনি অন্য কোথাও প্রকাশ করতে পারবেন না।
কন্টেন্টের ক্যাটাগরি ও বিষয় আমাদের সাইটের নিশ অনুযায়ী হতে হবে।
কন্টেন্টটি কমপক্ষে ৫০০ শব্দ বা তার বেশি হতে হবে।
কন্টেন্টগুলি অবশ্যই ইউনিক ও কপিরাইট মুক্ত হতে হবে, কপি এবং পেষ্টের কোনো কন্টেন্ট গ্রহণযোগ্য নয় এবং অন্য কোনও সাইটে প্রকাশ করা হয়নি এমন।
অনুগ্রহ করে একটি ইমেজ সোর্স (থাম্বনেল) সহ অন্তত একটি ছবি অন্তর্ভুক্ত করুন (ছবিটি অন্য সাইট থেকে নেওয়া হয়নি এমন)।
কন্টেন্ট এবং ছবির সমস্ত দায়িত্ব গেষ্ট পোষ্ট লেখকদের।
১৮+ মানে এডাল্ট কোনপ্রকার ইমেজ বা কন্টেন্ট দেয়া যাবেনা।
গেস্ট পোষ্ট সাবমিট করুন

Submit Via Mail
গেস্ট পোষ্ট করার জনপ্রিয় কিছু বাংলা ওয়েবসাইট সমূহঃ
দেশের জনপ্রিয় কিছু বাংলা ব্লগের নাম নিম্নে উল্লেখ করে দিয়েছি। সেখানে আপনারা গেস্ট পোষ্ট করে নিজের ওয়েবসাইটের ডোমেইন অথোরিটি এবং পেজ অথোরিটি বৃদ্ধি করে নিতে পারবেন। তাই দেরি না করে আবেদন করুন। বা গেস্ট পোষ্ট সাবমিট করুন।

Banglatech
Banglatech24
Techtune
Sofol Freelancer
Sohobangla iT
Whatsupbengal
Jagroto Bangladesh
আরও পড়ুনঃ SeoPlus Responsive Blogger Template Letest Version
শেষ কথাঃ
যদিও খুবই বেসিক বিষয়াদি, যা নিয়ে বিভিন্ন ব্লগে বিভিন্ন ভাবে লেখা আছে। কারো কোনভাবে আমাদের এই লেখাটি অল্প একটু উপকারে আসলেও সার্থক। এর বাইরেও ছোট খাটো কিছু বিষয়াদি থাকে। সেগুলো যার যার কাজের অভিজ্ঞতা। কাজ করতে থাকলে ক্রমান্বয়ে ফলপ্রসূ উপায় আপনি নিজেও পেয়ে যাবেন। কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখুন। আর্টিকেল পড়ে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। প্রথম যেকোন কাজই কঠিন এবং ভুলে ভরা থাকে। ভুল থাকলে ধরিয়ে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *